বাংলাদেশ বিমান নিষিদ্ধ হচ্ছে? কঠিন গ্যাড়াকলে হাসিনা । হয়তো তারপরেও বেলজ্জার মতো ক্ষমতা আকড়ে নিজের বাহাদুরী জাহের করতে থাকবে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১০ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৬:৪৯ রাত
একটি দেশ বাংলাদেশ বিমানের ওপর নিষেধাজ্ঞা দিতে বিভিন্ন অজুহাত দেখিয়ে ছুতা খুঁজছে বলে মন্তব্য করেছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানাগেছে, অবৈধ প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি দেশ ওতপেতে আছে, ছুতা খুঁজছে, নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাদের দেশে বাংলাদেশ বিমান ওঠা-নামায় নিষেধাজ্ঞা দিতে চায়।
এসময় তিনি দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের উদ্দেশে বলেন, ‘আপনি দলের সব কমিটিকে চিঠি দিয়ে জানিয়ে দিন। তারা বিদেশে যাওয়া-আসার সময় অনাহূত কাউকে বিমানবন্দরে যেতে উৎসাহিত যেন না করেন।’
এসময় বিমানমন্ত্রী রাশেদ খান মেনন অবৈধ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, কিছু দিন আগে যুবলীগ পরিচয়ে একজন অস্ত্র নিয়ে বিমানবন্দরের স্পর্শকাতর এলাকায় প্রবেশ করেন। এটা বেআইনি এবং নিরাপত্তার জন্য হুমকি। তা সত্ত্বেও তাকে ঠেকানো যায়নি।
তখন অবৈধ প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার অজুহাতে একটি দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষ ছুতা খুঁজছে বাংলাদেশ বিমানকে সে দেশের বিমানবন্দরগুলোতে ওঠা-নামায় কীভাবে নিষেধাজ্ঞার আওতায় আনা যায়। আমাদের বিমানবন্দরগুলোতে সাধারণ কোনো ঘটনা ঘটলেও সেটাকে অযুহাত হিসেবে দাঁড় করানো হবে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, কয়েকটি দেশ বাংলাদেশে আইএস প্রমাণ করতে পারলে, আমাদের দেশে জঙ্গি নিধনের অজুহাতে তাদের সেনাবাহিনী ঢুকিয়ে দেয়ার চেষ্ট করবে। তারা সাধারণ ঘটনাকেও আইএসের কর্মকাণ্ড বলে প্রচার করে। কাজেই কোনো দেশ যাতে এ রকম সুযোগ না পায়।
বৈঠক সুত্রে জানাযায়, হাসিনা সরকারকে দেয়া বিশ্বের যে চাপ অব্যাহত আছে তার প্রথম ধাপ এই ১৬ সালে নির্বাচন। যদি নির্ধারিত সময়ে নির্বাচন না দেয় তবে অবৈধ হাসিনা সরকারকে বেশ কিছু অবরোধের মুখে পরতে হবে।
ইতিমধ্য ভারতের পররাষ্টমন্ত্রালয় বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত সহ সকল সেটাপ পরিবর্তন করেছে। সোনিয়া সরকারের ভুত সরিয়ে মোদীর সেটাপ দায়িত্ব নিয়েছে বাংলাদেশে।
অবৈধ প্রধানমন্ত্রী বেশ কজন মন্ত্রীকে তার সরকারের হয়ে দুত্যিয়ালী করতে বড় অংকের লবিষ্ট নিয়োগের ফলাফল জানতে চাইলে অনেক মন্ত্রীর মুখে বাজ পরে। হাসিনা রেগে মেগে অনেক মন্ত্রীকে বলেন,টাকা কি বউ আর পোলাপানের একাউন্টে জমা করেছেন?
সৈয়দ আশরাফের দিকে তাকিয়ে অবৈধ প্রধানমন্ত্রী বলেন, হিলারীর প্রেসিডেন্ট হবার সম্ভাবনা কতটুকু কি জানেন?
আশরাফ বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে একটি সন্মানজনক পন্থা খুঁজে নেয়া বোধহয় আমাদের জন্য ভালো হবে।
এসময় হাসিনা ক্ষেপে গিয়ে বলেন,সন্মানজনক কোনো পন্থা আপনার জানা থাকলে বলেন।
প্রশাসন ছাড়া আমাদের সরকারের পাশে আর কে আছে?
বিষয়: বিবিধ
১৩২২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
আওয়ামীপন্হী কংগ্রেস হেরে বিজেপি আসায় বিএনপি-জামায়াত খুশী হয়েছিল । '' '' বলে আওয়াজও তোলা হয়েছিল কয়েকবার।
কিন্তু হাসিনার চেয়ে বিজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই ।
খিলাড়ি হাসিনা হিলারীকেও সাইজ করে ফেলবে ।
ওর বাবাও আমিরিকার সাথে খেলতে চেয়েছিল তাই আমিরিকা তার আসল বন্ধুর ইন্ডিয়ার মাধ্যমে গুষ্টিসহ নিপাত করেছিল, কেউটেটা রয়ে গেছে । এই কেউটের ছালিও থাকবে না পানিতে মিশিয়ে দেওয়া হবে
ওয়েট এন্ড সি
Burking dog seldom bites
কথার বুলির প্রতিশব্দ আশা করি বেশী দিন আর থাকবে না
মামলা হামলায় দৌড়াইয়া কূল পায় না ....
তারপর শুরু হবে মাইর ! কুত্তারে যেই ভাবে মারে লোকে সেই রকম ভাবে মাইর শুরু হবে
শেষ পরিনতি জামায়াতের নয় ইনশাআল্লাহ কুত্তালীগেরই হবে
জামায়াত ব্যাক্তি কেন্দ্রিক নয় এটা মনে রাখবেন
বিমানকে সব সরকারই ধর্ষন করেছে। সুতরাঙ এ বিমান প্রাইভেট কোম্পানীকে দিয়ে দিলেই ভাল।
তলা বিহীন হাসিনা সরকার গলাাবাজি দিয়েই চলচে। রাষ্ট্রের যে বারোটা বেজেছে এখন বুঝা যাবেনা।
মন্তব্য করতে লগইন করুন