Depression বা বিষণ্ণতা কি???

লিখেছেন লিখেছেন আহমাদ তাশফীন ১০ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩২:৩২ রাত

লিখা আহমাদ তাশফীন

মানুষ এর জীবনে বিষণ্ণতা এক অদ্ভুত রোগ,আর এই রোগ যখন পেয়ে বসে, মানুষের মনটা কেমন যেন এলোমেলো হয়ে যায়,

বিষণ্ণতা হল মানব জীবনের একটি স্বাভাবিক অংশ। প্রায় প্রত্যেক লোকই জীবনে কোন না কোন সময় বিষণ্ণতায় ভুগে, মাঝে মাঝে এই বিষণ্ণতা আত্মহত্যায় রুপ লাভ করে। 

তখন কিছুই ভাল লাগে না, কিংবা ভাল লাগার অনুভূতি গুলো সাময়িকভাবে বিশ্রাম নিতে শুরু করে। কোন কারণ নেই, কোন ব্যাখ্যা নেই, তবুও এক অনুভূতি কেমন করে চারপাশের সবকিছুকে কেমন বিরক্ত এবং অসহনীয় করে তুলে তা বলে বা লিখে বুঝনো কঠিন। মাঝে মাঝে বিষণ্নতার কবিতা লিখতে খুব ইচ্ছে করে -

নিস্তব্ধতার আধার আর জেগে থাকার সারশূণ্যতায় আমাকে ঘিরে ক্রমেই বেড়ে উঠছে এক বুক হতাশা।

মাঝে মাঝে বেদনার হুলফুটানো আত্নচিৎকার ভেসে যায় দেহের প্রতিটি শিরা উপশিরায়।

আর ঘনকোয়াশার রঙহীন আকাশ মনের অজান্তেই ফেলে আসা দিনের স্মৃতির মতো বাররার ঘিরে রাখে কোন এক অজানায়।

আহমাদ +8801977747087

বিষয়: বিবিধ

১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File