দ্রুত যাবো বলে চড়ে বসি রিক্সায়..........

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৪ ডিসেম্বর, ২০১৬, ১১:৪০:৪৬ সকাল

পর পর তিনটা বাস মিস করেছি। ধাক্কা ধাক্কি করে ওঠা যায়, কিন্তু তাতে মন সায় দেয়না।

নিরুপায় হয়ে ১৫ গুণ বেশি ভাড়ায় রিক্সায় চড়ে বসি। টাকা যায় যাক, জাস্ট টাইমে অফিসে ঢুকতে চাই।

রিক্সা চলছে ধীর লয়ে। ভাবলাম ধীরে ধীরে গতি বাড়াবে। কিন্তু বহুক্ষণ পরেও অবস্থান পরিবর্তন না দেখে বলি-

“ভাই, স্পীড বাড়ান, আমাকে ৯ টায় অফিসে ঢুকতে হবে”।

“আচ্ছা মামা, ঠিক আছে”।

আবারও একই অবস্থা। বারবার ডানে বামে তাকাচ্ছে, মনে হলো যেন শরীরের পুরো শক্তি খরচ করে আমাকে আর রিক্সাটাকে টেনে নিয়ে যাচ্ছে। অথচ আমার বয়সী যুবক। চালাচ্ছে একেবারে রাস্তার পাশ ঘেষে। আমিও তার পায়ের দিকে তাকাচ্ছি। যেখানে অন্যেরা দ্রুত চলে যাচ্ছে, আমার রিক্সা চালক পা প্যান্ডেলে পা ঘুরাচ্ছে কিন্তু স্পীড বাড়ছেনা!

“ভাই, আপনি এইভাবে চালাচ্ছেন কেন? আমার তো ভয় হচ্ছে, কখন বাস রিক্সা আপনাকে মেরে দেয়”।

“মামা, আমি ঢাকায় একেবারেই নতুন”। বলেই চুপ মেরে যায়। অন্য রিক্সা গাড়ির চালক ফেল ফেল করে তার দিকে তাকাচ্ছে।

কি আর করা। হোক না একদিন অফিসে দেরি। তবুও তো নির্দয়ভাবে বলতে পারিনা এই হট হট হট!

একদিকে অফিসে দেরি, সে অস্থিরতা, অন্যদিকে চালকের অনভিজ্ঞতা। এভাবেই আসছিলাম।

আমিও কিছু জানার চেষ্টা করিনি। কিছু জিজ্ঞেস করলে তার মনোযোগ যদি আমার দিকে চলে আসে, চালনায় ব্যাঘাত ঘটে।

হঠাৎ গুলিস্তানের কাছে এসে রিক্সা থামিয়ে “মামা, একটু বসেন, আমার বমি বমি লাগতেছে”।

নেমেই পাশে ওয়াক ওয়াক বমি করতে শুরু করে। আমিও নেমে কপাল চেপে ধরি। দুজন তখন এমন জায়গায় ছিলাম যে, আশে পাশে কোনো দোকান নেই, নেই তার মাথায় পানি দেওয়ার মত কোনো ব্যবস্থা। তারপর বাস থামিয়ে আমি আর আরেকজন পানির বোতল নিয়ে মাথা পানি দেই।

কষ্টে ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। এমতাবস্থায় কে তার সেবায় এগিয়ে আসবে। কোথায় মমতাময়ী মা, কোথায় বাবা, কোথায় আপনজন।

আমি যাবো বিজয় নগর। কিন্তু এই অবস্থায় তাকে নিয়ে সেখানে যাওয়া আমার মন কোনোভাবেই সায় দেয়নি। তাই বললাম-

“আপনি রিক্সাটা কোথাও পার্ক করে বিশ্রাম নিন। আমি হেঁটেই যেতে পারবো”।

এই বলে ১০ টাকা বেশি দিয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেই।

রিক্সা চালক আমার মনে আজ পচন্ড নাড়া দেয়। আপনাদেরকেও বোধ হয় নাড়া দিয়েছে। যাওয়ার তাড়া আছে, তাই আমরা শুধু বলি, দ্রুত চালাও, দ্রুত চালাও, কিন্তু তার শারীরিক সুস্থতা অসুস্থতা, সক্ষমতার দিকেও যে খেয়াল রাখতে হয়।

আমরা যারা বিভিন্ন অফিসে জব করি। সময় মত আসার জন্য আমাদের চেষ্টা সাধনার কোনো ত্রুটি থাকেনা। একটু খানি দেরি হতে পারে ভেবে অস্থির হয়ে পড়ি। তবুও আমাদের দেরি হওয়াটা কর্তৃপক্ষের কাছে নিতান্তই অবহেলা, উদাসীনতা, আন্তরিকতার অভাব, মিথ্যা অজুহাত ইত্যাদি ইত্যাদি।

হ্যাঁ, মানছি, কেউ কেউ কোনো কারণ ছাড়াই, অথবা খামখেয়ালিপনার অংশ হিসেবে অফিস মিস দেয়, অসময়ে আসে, অফিস সময় শেষ হয়ে যাওয়ার আগেই বের হয়ে যায়। এ ক’জনার কারণে সবাই হারায় কর্তৃপক্ষের আস্থা বিশ্বাস।

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380432
০৪ ডিসেম্বর ২০১৬ দুপুর ১২:১০
দ্য স্লেভ লিখেছেন : সুন্দর মূল্যায়ন করেছেন। জাজাকাল্লাহ। সেই রিক্সাওয়ালাকে দেখে শুকরিয়া করা উচিৎ নিজেদের অবস্থায়
০৫ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:৫৪
314849
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঠিক বলছেন স্লেভ ভাই
380442
০৪ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:২০
মহিউদ্দিন মাহী লিখেছেন : বুঝলাম,
দুনিয়াতে এখনও ভাল মানুষ আছে।
যাই হোক- ঢাকা শহরের রাস্তার যা অবস্থা (জ্যাম)তাতে সময় নিয়ে ই অফিসের উদ্দেশ্যে বের হওয়া উচিৎ। ধন্যবাদ।
০৫ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:৫৫
314850
গাজী সালাউদ্দিন লিখেছেন : সেটা করারও সর্বোচ্চ চেষ্টা থাকে।
আপনাকেও ধন্যবাদ মাহী ভাই
380443
০৪ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৪৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম জনাব! বেশ ভাল কাজ করেছেন। চারদিক হতাশা, কান্না, যন্ত্রণা তবুও আপনাদের দেখলে আশা পাই তাই ব্লগটাতে আসি। অনেক কিছুই নিঃসন্দেহে হারিয়ে গেছে কিন্তু যতটুকু আছে তা যেন আমরা ধরে রাখার চেষ্টা করি। আমি কিন্তু প্রতিদিনই মেইল চেক করছি........।
০৫ ডিসেম্বর ২০১৬ রাত ০২:১৪
314846
আফরা লিখেছেন : আপনি তো ভাল নাছুর বান্দা ! ! তার যদি আগ্রহ থাকত তাহলে তো সেই যোগাযোগ করবে !!
০৫ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:৫৯
314851
গাজী সালাউদ্দিন লিখেছেন : জেনে আপনার অনুভূতি জেনে খুশি হলাম।
দুঃখ নেবেন না। আমি আমার বায়োডাটা আপনার সাথে শেয়ার করতে পারছিনা।
তবে গণতন্ত্র বিষয়টি ছাড়া বাকি সব শর্তগুলো পূর্ণ করার যোগ্যতা ইতোমধ্যেই আমার রয়েছে। গণতন্ত্র নিয়ে আমি স্টাডি করছি........
০৫ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:০৮
314853
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বায়োডাটাটা পাত্রীর অভিভাবকের কাছেই যেত, আমার তাতে কোন ফায়দা নেই। বায়োডাটা ছাড়া পাত্রের ব্যাপারে তারা জানবেই কিভাবে আর যোগাযোগ করবেই বা কিভাবে? আমি জাস্ট মাধ্যম অন্য কিছুই না। আগ্রহটা আপনিই দেখিয়েছিলেন আর না করার অধিকারও আপনার আছে। বায়োডাটা তে এসব বিষয় জানতে চাওয়া হয় পাত্র বা পাত্রীর সামগ্রিক ইসলামিক ধ্যান ধারণা কেমন? এটা জানার জন্য। ইসলামিক মাইন্ডের ছেলে মেয়েদের বিয়ের পরেও পরবর্তী সময়ে নানান জটিলতার জন্য বিবাহিত জীবনই হুমকির মুখে পড়ছে তাই ইদানিং আলেমরা বায়োডাটায় এসব বিষয় সংযুক্ত করার কথা বলছেন এজন্যই এগুলো বলা। যাইহোক আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
380470
০৫ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:৪৪
হতভাগা লিখেছেন : সকাল ৯ টায় যদি অফিস হয় তাহলে ৭ টার আগে বের হয়ে পড়া উচিত ।
০৫ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:১৫
314866
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার ওদিকে জ্যাম নেই। গাড়িতে ওঠলে ১৫ বা ২০ মিনিটের বেশি সময় লাগেনা
380638
১৩ ডিসেম্বর ২০১৬ রাত ১২:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। আমরা এখন হারিয়ে ফেলেছি আমাদের মানবিক বোধ। আর এই রিক্সা অয়ালারা তাদের পরিশ্রম দিয়ে মুল্য দিচ্ছে আমাদের শিক্ষিত সমাজ এর মিথ্যা দম্ভের।
২৬ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:৫৫
315465
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভাই
আপনার কথার সাথে সম্পূর্ণ সহমত
381429
২৪ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:০৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার লিখাটা খুব ভালো লাগলো, রিক্সাওয়ালা সেও তো মানুষ। আমাদের মানবিক হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে
২৬ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:৫৫
315466
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই
আপনাকেও ধন্যবাদ
381750
০৮ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১১:৪১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : যাওয়ার তাড়া আছে, তাই আমরা শুধু বলি, দ্রুত চালাও, দ্রুত চালাও, কিন্তু তার শারীরিক সুস্থতা অসুস্থতা, সক্ষমতার দিকেও যে খেয়াল রাখতে হয়।
-গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার ধন্যবাদ।
০৯ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:০৬
315938
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভায়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File