কুকুর লেজ লাড়ে কিন্তু আওয়ামলীগে লেজই কুকুর লাড়ে যান্ত্রিক ত্রুটি নয়, বরং এটা ষড়যন্ত্রের একটি অংশ বলে দাবি করেছেন দলের বাকপটু ড. হাছান মাহমুদ
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৪ ডিসেম্বর, ২০১৬, ০২:৪২:০৩ রাত
কুকুর লেজ লাড়ে কিন্তু আওয়ামলীগে লেজই কুকুর লাড়ে বাঁশের চেয়েও কঞ্চি বড় একটা বাংলা প্রবাদ বচণ । কথাটা যে একেবারে মিথ্যা বা কেবলই বাত কা বাত নয়, সেটাই প্রমাণ করলেন আওয়ামীদের বাকপটূ ড. হাছান মাহমুদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমানে যান্ত্রিক ত্রুটি নিছক কোনও ত্রুটি নয়, বরং এটা ষড়যন্ত্রের একটি অংশ বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত বিশ্বের সব সংখ্যালঘুর ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধন তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন এটা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত সন্দেহে এরইমধ্যে ৬ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমেই পুরো বিষয়টি বেরিয়ে আসবে। জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। (সুত্র-বিডিটুডে)
অপরদিকে ঐ একই দিন অর্থাৎ শনিবার বঙ্গভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন; এতে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নেই। তার পরও এই দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে। প্রতিবেদন পেলে দেখা যাবে আসলে কি হয়েছিল। (সুত্র-বিডিটুডে)
মাননীয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা প্রতিয়মান যে, বিষয়টা নিছক যান্ত্রিক গোলযোগ ছিল, এখন পর্যন্ত এটাই বাস্তবতা, তার পরেও বিষয়টা তদন্তাধীন রয়েছে। কিন্তু ড: হাসান মাহমুদ তো যান্ত্রিক গোলযোগের ধারণা একেবারে উড়িয়েই দিলেন, সে সাথে তিনি এটা নিশ্চিত করলেন যে, ষড়যন্ত্র হয়েছিল। কার কথা বিশ্বাস করবে জাতি?
সরকারের শীর্ষ পর্যায় থেকে এখন পর্যন্ত যান্ত্রিক গোলযোগের কথাটাকেই প্রধান্য দেয়া হচ্ছে, স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও যখন এখন পর্যন্ত ষড়যন্ত্রের কোনো নিশ্চিত তথ্য পেলেন না, তখন ড: হাসান নিশ্চিতভাবেই ষড়যন্ত্র দেখছেন!
আমার প্রশ্ন হলো; ড: হাসান এত নিশ্চিয়তা কোথা হতে পান?
তবে কী সত্যি সত্যিই বাশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেলো? না লেজই কুকুর লাড়ছে..!
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থই বলেছেন। সহমত।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন