চারদিকে কেবলই যৌনতা ধর্ষণ, আজ বিপর্যস্ত মধ্যাকর্ষণ!

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৬ মে, ২০১৬, ১১:২৫:৩৫ সকাল



*টিভি ভর্তি যৌনতা—“উহা তো

সিনেমা!

* কাগজ ভর্তি যৌনতা—“উহা তো

কবিতা!

* ক্যাসেট ভর্তি যৌনতা—“উহা তো

সঙ্গীত!

* বিলবোর্ড ভর্তি যৌনতা—“উহা তো

বিজ্ঞাপন!

* ক্যানভাস ভর্তি যৌনতা—“উহা তো

পেইন্টিং!

* পাথর ভর্তি যৌনতা—“উহা তো

ভাস্কর্য!

.

সমগ্র পৃথিবীর “খাঁজে-ভাঁজে”,

“মাংসে- অংশে

“পাহাড়ে-নহরে”,“উদ্যানে-বিদ্বা

নে”

"শহরে-নগরে","কন্দরে-বন্দরে"

যৌনতা…… ??

উহা যে শিল্প’,‘উহা যে আর্ট’, উহা যে

আর্টেরই পার্ট ।

**……ফলাফল ……**

.

বাসে ধর্ষণ-বাসায় ধর্ষণ, রেলে ধর্ষণ-

রেল স্টেশনে ধর্ষণ !

খেলায় ধর্ষণ-মেলায় ধর্ষণ”,“মাঠে ধর্ষণ-

পাঠশালায় ধর্ষণ!

ক্ষেতে ধর্ষণ-খামারে ধর্ষণ, গাঁয়ে

ধর্ষণ-শহরে ধর্ষণ!

কিশোরী ধর্ষণ-তরুনী ধর্ষণ “মধ্যা ধর্ষণ-

বৃদ্ধা ধর্ষণ”!

**কোচিংয়ের নামে ধর্ষণ, পড়ানোর

নামে ধর্ষণ!

রাজনীতির নামে ধর্ষণ-

নেত্রী বানানোর নামে ধর্ষণ!

মডেলিংয়ের নামে ধর্ষণ,"অভিনয়ের

নামে ধর্ষণ”!

আজ বিপর্যস্ত মধ্যাকর্ষণ!

পুনশ্চ: লেখাটি আমি কপি করেছি। তবে লেখক বা লেখিকার নাম দিতে পারছিনা এই জন্য যে, অনেকেই লেখাটি নিজের নামে চালিয়েছেন। আল্লাহ ভালো জানেন, এই লেখার প্রকৃত মালিক কে। চুরি বিদ্যা থেকে জাতী আজও নিজেদের মুক্ত করতে পারলো না!

বিষয়: বিবিধ

১৫২১ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370158
২৬ মে ২০১৬ সকাল ১১:২৯
বিবেক নাই লিখেছেন : মেয়েদের লেখাপড়া শিখে স্বামীর বাড়িতে রান্না করলে, শ্বশুর-শাশুড়ির সেবা করলে, তাদেরকে খাবার পরিবেশন করলে, স্বামীর কথামত চললে নাকি তাদের স্বাধীনতা নষ্ট হয়!!!
অথচ তারাই তো বড় বড় হোটেলে আর বিমানে অর্ধনগ্ন হয়ে খাবার পরিবেশন করে। তখন কোথায় থাকে তাদের স্বাধীনতা?
যখন রিসেপশনিস্ট হিসেবে মেয়েদের রাখা হয়, হোটেল বা বারে মেয়েদের নাচানো হয়, ক্লিনিকে হাফ প্যান্ট পড়ে নার্সিং করানো হয়, প্রধান অতিথির দুই পাশে সুন্দরীদের রাখা হয় তখন কোথায় থাকে তাদের স্বাধীনতা??
তারা কি এটাও বোঝেনা চলচিত্রে কেন তাদের বিকিনি পড়ানো হয়? নারী স্বাধীনতার নামে যারা তাদের চুষে খাচ্ছে তারাই মেয়েদের কাছে তেঁতুল।
আর যে স্বামী বউকে বাসায় বসিয়ে রেখে কাজ শেষে বাসায় ফিরে একটু হাত পাখার বাতাস প্রত্যাশা করে তারাই আজ মেয়েদের কাছে টক।।
হে নারীরা,তোমরা মৌমাছির বাসায় রাণীর স্থান কোথায় সেটাও কি জানোনা? রাণীর মর্যাদাকে উপেক্ষা করে তোমরা শ্রমিকের পথ বেছে নিলে?
মনে রেখ তোমাদের এই স্বাধীনতা আজ অথবা কাল তোমাদের ধর্ষিত করবে।।
তোমাদের স্বাধীনতায় কারা সাপোর্ট করে জানো? "ধর্ষকরা", কারণ তোমরা যত মুক্ত ও আলাদা থাকবে ধর্ষকদের ধর্ষণে তত সুবিধা হবে।।
২৬ মে ২০১৬ দুপুর ০১:৫৪
307172
গাজী সালাউদ্দিন লিখেছেন : হোটেলে করলে মোটা অংকের টাকা পায়, পারে নিজেদের গ্ল্যামারকে ষোলকলায় অন্যকে দেখাতে, ঘরে তো এমনটা হয়না!
যে আল্লাহ্ নারীদের সৃষ্টি করেছেন, তিনি যতটুকু অধিকার তাদের দিয়েছেন, সে অধিকার তারা ষোলকলায় পূর্ণ করুক, একজন পুরুষ হিসেবে তাতে আমার কোনো আপত্তি নাই। তবে স্বাধিকার আদায়ের নামে এর বাইরে গেলে আমার ঘোরতর আপত্তি আছে।
২৭ মে ২০১৬ সকাল ০৫:৪০
307228
awlad লিখেছেন : 100%True
370161
২৬ মে ২০১৬ সকাল ১১:৩১
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ক্রিয়ার প্রতিক্রিয়া
২৬ মে ২০১৬ দুপুর ০২:০৫
307173
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক্কেবারে ঠিক কথা
370166
২৬ মে ২০১৬ দুপুর ১২:৪৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : তারমানে আপনিও একটা চোর !! এই টাইমে যদি চুরি নিয়ে ব্যস্ত থাকেন, বিয়া করামু কেমনে???
২৬ মে ২০১৬ দুপুর ১২:৫০
307170
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঐ ঐ ঐ ঐ ঐ শোকাহত যুবক!!!!!
আমি চুরি করিনাই!!!! কপি করেছি এবং স্বীকার করেছি।
370175
২৬ মে ২০১৬ বিকাল ০৪:৫৪
হতভাগা লিখেছেন : মেয়েরা টাকার গোলাম , টাকা যার মেয়েও হয়ে যায় তার ।
২৭ মে ২০১৬ সকাল ০৬:২৯
307233
গাজী সালাউদ্দিন লিখেছেন : টাকা থাকলেই মেয়ে জন্মানো যায়, বউ ছাড়াই! গুড
370179
২৬ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ছোট ভাই। মূল লেখক যেই হোক লিখাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

যদিও এসব ললনাদেরকে তৈরি করার পিছনের শক্তির ইন্ধনের কথাও আমাদেরকে ভুলে গেলে চলবে না। প্রত্যেক পরিবার থেকেই এদের জন্ম। এরা সমাজের বাইরের কেউই নয়। মূল শেকড়ের কাছে আমাদেরকে যেতে হবে। তাহলেই কেবল এসব বন্ধ সম্ভব। আর তা হল ইসলাম এবং রাসুলের (রাঃ) এর অনুসৃত পথ, নীতি, অনুশীলন এবং আদর্শ।
২৭ মে ২০১৬ সকাল ০৬:৩৯
307234
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপা।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপা।
আমরা তো আমাদের পরিবারে চেষ্টা করছিরে আপা, কিন্তু সবাই চেষ্টা করছেনা বলেইতো এমন দুর্দশা।
আর আমাদের চেষ্টার মধ্যে একনিষ্ঠতা আসবেনা, যখন আমরা নিজেরাই হিন্দি ফিল্ম না দেখে থাকতে পারিনা। আচ্ছা, আমি নিজে নায়িকাদের অর্ধ নগ্ন, নগ্ন দেহ টিভিতে উপভোগ করবো, আবার নিজের বোনকে মিডিয়ায় যাওয়া থেকে বিরত রাখব, এটা ভণ্ডামি নয় কি? কেননা সে মডেলরাওতো কারও না কারও বোন।
যথার্থই বলেছেন। কিন্তু ইসলামের প্রসংগ আসলেই এই জাতী কেমন মোচড়া মোচড়ি শুরু করে।
370180
২৬ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
আবু জান্নাত লিখেছেন : মেয়েদের তেতুলের উপমা করলে তারা নারী বিদ্ধেশি হয়, মা বোনদের অপমান কারী হয়।
আর মেয়েরা যদি নিজেকে তেতুল বানিয়ে পরকে বিলিয়ে দেয়, তাতে তাদের স্মার্টনেস হয়, ক্যরিয়ার গড়ে। কি আজব মাইরি!
২৭ মে ২০১৬ সকাল ০৬:৪২
307235
গাজী সালাউদ্দিন লিখেছেন : স্মার্টনেস, ক্যারিয়ার দিয়ে খাট্টা রান্না করে খাক।
উপর দিয়ে পিটপাট, নিচে দিয়ে সদরঘাট। ত্যানাদের অবস্থা হয়েছে তেমনি।
370181
২৬ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
শেখের পোলা লিখেছেন : আমাদের ভুমিকা কি শুধুই আক্ষেপ? আসুন আমাদের নিজ নিজ পরিবার থেকে শুরু করে পুরো সমাজটাকে আবার স্বচ্ছ সুন্দর করে গড়ার চেষ্টা করি। মনে রাখতে হবে এক মাত্র ইসলামী মূল্য বোধই পারে তা করতে। ধন্যবাদ।
২৭ মে ২০১৬ সকাল ০৬:৪৬
307236
গাজী সালাউদ্দিন লিখেছেন : এত্তো সহজ নয়। একে একে সব হাতের মুঠো থেকে বের হয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। আপনার আমার টানের চেয়ে ওদের টান ঢের বেশি শক্তিশালী। তাই চেষ্টা সত্ত্বেও না পারায় হা হুতাশ বেরিয়ে আসে।
আপনি ঠিক বলেছেন।
আপনাকে ধন্যবাদ শেখ ভাই।
370216
২৬ মে ২০১৬ রাত ১০:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু দোষ ধরলে তো কোন লাভ না্ই
২৭ মে ২০১৬ সকাল ০৬:২৩
307231
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনিও কেন অসম্পূর্ণ মন্তব্য করেন! কিসে লাভ, সেটা একটু বিবৃত করুন। জাতী বুঝতে চায়।
370229
২৭ মে ২০১৬ সকাল ০৫:৪৪
awlad লিখেছেন : Sondatara is right you did good. Thanks and salam
২৭ মে ২০১৬ সকাল ০৬:২৭
307232
গাজী সালাউদ্দিন লিখেছেন : Thank you brother for nodding consent to sondhatara
১০
370230
২৭ মে ২০১৬ সকাল ০৫:৪৬
awlad লিখেছেন :
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ছোট ভাই। মূল লেখক যেই হোক লিখাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। 

যদিও এসব ললনাদেরকে তৈরি করার পিছনের শক্তির ইন্ধনের কথাও আমাদেরকে ভুলে গেলে চলবে না। প্রত্যেক পরিবার থেকেই এদের জন্ম। এরা সমাজের বাইরের কেউই নয়। মূল শেকড়ের কাছে আমাদেরকে যেতে হবে। তাহলেই কেবল এসব বন্ধ সম্ভব। আর তা হল ইসলাম এবং রাসুলের (রাঃ) এর অনুসৃত পথ, নীতি, অনুশীলন এবং আদর্শ। 
২৭ মে ২০১৬ সকাল ০৬:৪৭
307237
গাজী সালাউদ্দিন লিখেছেন : ধন্যবাদ ভাই আওলাদ
১১
370245
২৭ মে ২০১৬ দুপুর ০২:০৫
২৭ মে ২০১৬ দুপুর ০৩:৫৭
307254
গাজী সালাউদ্দিন লিখেছেন : MOney Eyes
১২
370327
২৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
পোস্ট কপি পেস্ট হতে পারলে-মন্তব্যই বা হবে ক্যান? মানে তুমি অধম তাই-বলিয়া আমি আরো অধম হইব না কেন?
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ছোট ভাই। মূল লেখক যেই হোক লিখাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদিও এসব ললনাদেরকে তৈরি করার পিছনের শক্তির ইন্ধনের কথাও আমাদেরকে ভুলে গেলে চলবে না। প্রত্যেক পরিবার থেকেই এদের জন্ম। এরা সমাজের বাইরের কেউই নয়। মূল শেকড়ের কাছে আমাদেরকে যেতে হবে। তাহলেই কেবল এসব বন্ধ সম্ভব। আর তা হল ইসলাম এবং রাসুলের (রাঃ) এর অনুসৃত পথ, নীতি, অনুশীলন এবং আদর্শ।

-------
২৯ মে ২০১৬ সকাল ০৬:৩১
307342
গাজী সালাউদ্দিন লিখেছেন : নিজে অধম হইতে রাজি নন, কিন্তু সন্ধাতারা আপারে যে আরো থেকে আরো অধম বানাইলেন!
২৯ মে ২০১৬ সকাল ১১:৪৩
307369
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমার মন্তব্য আপনার মস্তিষ্কে ভালভাবে প্রবেশ করেনি ভাইয়া!
১৩
370627
০১ জুন ২০১৬ বিকাল ০৫:৩৯
ক্রুসেড বিজেতা লিখেছেন : যদিও পড়তে দেরি হয়ে গেল,, কিন্তু লেখাটি চমত্কার উপাস্হাপনায় অপূর্ব ও বাস্তবোচিত হয়েছে,,,, দিনটি ভালো কাটুক, শুভ অপরাহ্ন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File