চারদিকে কেবলই যৌনতা ধর্ষণ, আজ বিপর্যস্ত মধ্যাকর্ষণ!
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৬ মে, ২০১৬, ১১:২৫:৩৫ সকাল
*টিভি ভর্তি যৌনতা—“উহা তো
সিনেমা!
* কাগজ ভর্তি যৌনতা—“উহা তো
কবিতা!
* ক্যাসেট ভর্তি যৌনতা—“উহা তো
সঙ্গীত!
* বিলবোর্ড ভর্তি যৌনতা—“উহা তো
বিজ্ঞাপন!
* ক্যানভাস ভর্তি যৌনতা—“উহা তো
পেইন্টিং!
* পাথর ভর্তি যৌনতা—“উহা তো
ভাস্কর্য!
.
সমগ্র পৃথিবীর “খাঁজে-ভাঁজে”,
“মাংসে- অংশে
“পাহাড়ে-নহরে”,“উদ্যানে-বিদ্বা
নে”
"শহরে-নগরে","কন্দরে-বন্দরে"
যৌনতা…… ??
উহা যে শিল্প’,‘উহা যে আর্ট’, উহা যে
আর্টেরই পার্ট ।
**……ফলাফল ……**
.
বাসে ধর্ষণ-বাসায় ধর্ষণ, রেলে ধর্ষণ-
রেল স্টেশনে ধর্ষণ !
খেলায় ধর্ষণ-মেলায় ধর্ষণ”,“মাঠে ধর্ষণ-
পাঠশালায় ধর্ষণ!
ক্ষেতে ধর্ষণ-খামারে ধর্ষণ, গাঁয়ে
ধর্ষণ-শহরে ধর্ষণ!
কিশোরী ধর্ষণ-তরুনী ধর্ষণ “মধ্যা ধর্ষণ-
বৃদ্ধা ধর্ষণ”!
**কোচিংয়ের নামে ধর্ষণ, পড়ানোর
নামে ধর্ষণ!
রাজনীতির নামে ধর্ষণ-
নেত্রী বানানোর নামে ধর্ষণ!
মডেলিংয়ের নামে ধর্ষণ,"অভিনয়ের
নামে ধর্ষণ”!
আজ বিপর্যস্ত মধ্যাকর্ষণ!
পুনশ্চ: লেখাটি আমি কপি করেছি। তবে লেখক বা লেখিকার নাম দিতে পারছিনা এই জন্য যে, অনেকেই লেখাটি নিজের নামে চালিয়েছেন। আল্লাহ ভালো জানেন, এই লেখার প্রকৃত মালিক কে। চুরি বিদ্যা থেকে জাতী আজও নিজেদের মুক্ত করতে পারলো না!
বিষয়: বিবিধ
১৫২১ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অথচ তারাই তো বড় বড় হোটেলে আর বিমানে অর্ধনগ্ন হয়ে খাবার পরিবেশন করে। তখন কোথায় থাকে তাদের স্বাধীনতা?
যখন রিসেপশনিস্ট হিসেবে মেয়েদের রাখা হয়, হোটেল বা বারে মেয়েদের নাচানো হয়, ক্লিনিকে হাফ প্যান্ট পড়ে নার্সিং করানো হয়, প্রধান অতিথির দুই পাশে সুন্দরীদের রাখা হয় তখন কোথায় থাকে তাদের স্বাধীনতা??
তারা কি এটাও বোঝেনা চলচিত্রে কেন তাদের বিকিনি পড়ানো হয়? নারী স্বাধীনতার নামে যারা তাদের চুষে খাচ্ছে তারাই মেয়েদের কাছে তেঁতুল।
আর যে স্বামী বউকে বাসায় বসিয়ে রেখে কাজ শেষে বাসায় ফিরে একটু হাত পাখার বাতাস প্রত্যাশা করে তারাই আজ মেয়েদের কাছে টক।।
হে নারীরা,তোমরা মৌমাছির বাসায় রাণীর স্থান কোথায় সেটাও কি জানোনা? রাণীর মর্যাদাকে উপেক্ষা করে তোমরা শ্রমিকের পথ বেছে নিলে?
মনে রেখ তোমাদের এই স্বাধীনতা আজ অথবা কাল তোমাদের ধর্ষিত করবে।।
তোমাদের স্বাধীনতায় কারা সাপোর্ট করে জানো? "ধর্ষকরা", কারণ তোমরা যত মুক্ত ও আলাদা থাকবে ধর্ষকদের ধর্ষণে তত সুবিধা হবে।।
যে আল্লাহ্ নারীদের সৃষ্টি করেছেন, তিনি যতটুকু অধিকার তাদের দিয়েছেন, সে অধিকার তারা ষোলকলায় পূর্ণ করুক, একজন পুরুষ হিসেবে তাতে আমার কোনো আপত্তি নাই। তবে স্বাধিকার আদায়ের নামে এর বাইরে গেলে আমার ঘোরতর আপত্তি আছে।
আমি চুরি করিনাই!!!! কপি করেছি এবং স্বীকার করেছি।
যদিও এসব ললনাদেরকে তৈরি করার পিছনের শক্তির ইন্ধনের কথাও আমাদেরকে ভুলে গেলে চলবে না। প্রত্যেক পরিবার থেকেই এদের জন্ম। এরা সমাজের বাইরের কেউই নয়। মূল শেকড়ের কাছে আমাদেরকে যেতে হবে। তাহলেই কেবল এসব বন্ধ সম্ভব। আর তা হল ইসলাম এবং রাসুলের (রাঃ) এর অনুসৃত পথ, নীতি, অনুশীলন এবং আদর্শ।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপা।
আমরা তো আমাদের পরিবারে চেষ্টা করছিরে আপা, কিন্তু সবাই চেষ্টা করছেনা বলেইতো এমন দুর্দশা।
আর আমাদের চেষ্টার মধ্যে একনিষ্ঠতা আসবেনা, যখন আমরা নিজেরাই হিন্দি ফিল্ম না দেখে থাকতে পারিনা। আচ্ছা, আমি নিজে নায়িকাদের অর্ধ নগ্ন, নগ্ন দেহ টিভিতে উপভোগ করবো, আবার নিজের বোনকে মিডিয়ায় যাওয়া থেকে বিরত রাখব, এটা ভণ্ডামি নয় কি? কেননা সে মডেলরাওতো কারও না কারও বোন।
যথার্থই বলেছেন। কিন্তু ইসলামের প্রসংগ আসলেই এই জাতী কেমন মোচড়া মোচড়ি শুরু করে।
আর মেয়েরা যদি নিজেকে তেতুল বানিয়ে পরকে বিলিয়ে দেয়, তাতে তাদের স্মার্টনেস হয়, ক্যরিয়ার গড়ে। কি আজব মাইরি!
উপর দিয়ে পিটপাট, নিচে দিয়ে সদরঘাট। ত্যানাদের অবস্থা হয়েছে তেমনি।
আপনি ঠিক বলেছেন।
আপনাকে ধন্যবাদ শেখ ভাই।
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ছোট ভাই। মূল লেখক যেই হোক লিখাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
যদিও এসব ললনাদেরকে তৈরি করার পিছনের শক্তির ইন্ধনের কথাও আমাদেরকে ভুলে গেলে চলবে না। প্রত্যেক পরিবার থেকেই এদের জন্ম। এরা সমাজের বাইরের কেউই নয়। মূল শেকড়ের কাছে আমাদেরকে যেতে হবে। তাহলেই কেবল এসব বন্ধ সম্ভব। আর তা হল ইসলাম এবং রাসুলের (রাঃ) এর অনুসৃত পথ, নীতি, অনুশীলন এবং আদর্শ।
পোস্ট কপি পেস্ট হতে পারলে-মন্তব্যই বা হবে ক্যান? মানে তুমি অধম তাই-বলিয়া আমি আরো অধম হইব না কেন?
-------
মন্তব্য করতে লগইন করুন