আদালত বনাম আ:লীগ

লিখেছেন লিখেছেন মোস্তাফিজুর রহমান ২৬ মে, ২০১৬, ১২:০৪:৪৫ দুপুর

হাইকোর্ট রায় দিয়েছে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার নয়-

বিনা পোশাকে গ্রেফতার নয়-

গ্রেফতার করার সময় পরিচয়পত্র দেখাতে হবে।

আমরা খুশি হলাম, মনে হয় দেশে আইনের শাসন শুরু হল..

কিলার মাহবুবে আলম সহ বাম আইনজীবীরা বলছে পুলিশকে আইন মানতে হবে-

আমরা খুশি হলাম, মনে হয় আ'লীগ ভয় পেয়েছে, তাই এখন আইনের পক্ষে।

আ'লীগ নতুন আইন প্রণয়ন করছে যাতে মৃত্যু দন্ড রাখবেনা-

আমরা খুশি হলাম, মনে হয় আর বিচারের নামে আর আইনের খোলসে আর রাজনৈতিক নেতাদের হত্যা করা হবেনা।

কিন্তু আমাদের সব আশা গুড়ে বালি হবে।

কারণ-

আ'লীগ এমন দল- যারা কাদের মোল্লা রহ: কে শহীদ করার জন্য নতুন আইন করেছে।

আ'লীগ এমন দল- যারা নিজ দলের খুনীদের জেল খানায় বাসর করার ব্যবস্থা করে দেয়।

আ'লীগ এমন দল- যারা মৃত্যুদন্ড প্রাপ্ত খুনীকে শুধু ক্ষমা করেনা মুক্তি দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে।

তবে দেশের কল্যাণহোক এমনটাই আশা করি।

বিষয়: বিবিধ

১২৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File