একজনের আঙ্গুলের ছাপে নিবন্ধিত হচ্ছে অন্যের সিমও।এখন গ্রাহকের উপর দোষ চাপানো কোন ভাবেই মেনে নেয়া যায় না।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৬ মে, ২০১৬, ০১:০১:৫২ দুপুর
আপনার আঙ্গুলের ছাপে নিবন্ধিত হচ্ছে অন্যের সিমও!
বিটিআরসি মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারী বললেন -গ্রাহক সাবধান থাকলে এমনটা সম্ভব হতো না।
কিন্তু গ্রাহককে বার বার হুমকি দেয়া হলো , সিম পুনঃনিবন্ধন না করলে জরিমানা , সিম বন্ধ করে দেয়া হবে। এখন এর দায় কেন হুমকি দাতা নেবে না ?
আর যাদের আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে , তাদেরকে ভয়ঙ্কর বিপদে ফেলে এখন গ্রাহকের উপর দোষ চাপানো কোন ভাবেই মেনে নেয়া যায় না।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সময় রিটেইলাররা গ্রাহকদের প্রতারণা করছে। আঙ্গুলের ছাপ মিলছে না অজুহাতে বারবার বায়োমেট্রিক নিয়ে রিটেইলাররা একাধিক সিম নিবন্ধন করছে বলে জানিয়েছেন বিটিআরসি মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারী।
বুধবার বিকেলে বিটিআরসি ভবনে শর্টকোড উদ্বোধন অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সিম নিবন্ধনে রিটেইলারদের দ্বারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। এ নিয়ে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি আশুলিয়ায় একজন রিটেইলার গ্রাহকের অসাবধানতার সুযোগে আঙ্গুলের ছাপ নিয়ে একাধিক সিম নিবন্ধন করে। গ্রাহক সাবধান থাকলে এমনটা সম্ভব হতো না।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের নিরাপত্তা নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছে। এর পর ও জনগনকে ভয়ঙ্কর বিপদে ফেলা হলো।
বিটিআরসি মহাপরিচালক নিজেই স্বীকার করলেন - একজনের আঙ্গুলের ছাপে নিবন্ধিত হচ্ছে অন্যের সিমও ।
সিম রি-রেজিস্ট্রেশনে লোভনীয় যতো অফার
এদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, ১০ কোটি সিম রি-রেজিস্ট্রেশন হলে তারা সন্তুষ্ট।
এত বিশাল , ভয়ঙ্কর জালিয়াতির পর ও আওয়ামীলীগের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সিম রি-রেজিস্ট্রেশন নিয়ে থেমে যান নাই।
বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশনের এক মাসের বর্ধিত সময় আগামী ৩১ মে শেষ হবে। এ সময়ের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবেন না তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ।
৩০ এপ্রিল রাত ১০টা পর্যন্ত সিম নিবন্ধন শেষ করতে সরকারী সেই ঘোষণা
আগামী ১ মে অনিবন্ধিত সিমগুলো তিন ঘন্টা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এরপর খুব স্বল্প সময়ের মধ্যেই অনিবন্ধিত সিমগুলো ডি-অ্যাকিটভেট হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
সরকারের নির্দেশনা থাকেলেও বায়োমেট্রিক তথ্য চুরি করে অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে এমন আশঙ্কায় জনমনে উদ্বেগ ছিল। এ নিয়ে হাইকোর্টে রিট আবেদনও হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে বরাবরই জনগণকে আশ্বস্ত করে বলা হয়, তথ্য চুরি ঠেকানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কিন্তু এর পর কি হয়েছে ?
চট্টগ্রামে মোবাইল ফোন অপারেটর রবির ‘বায়োমেট্রিক’ পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশনকৃত সিমের বৈধ মালিক ছাড়া অন্য কেউ তুলে তা দিয়ে অর্থ জালিয়াতির ভয়াবহ তথ্য পাওয়া গেছে।
হয়ত আরো ভয়ঙ্কর কাহিনী এক সময় জাতির জন্য অপেক্ষা করছে। দেখা যাবে ডাকাতি , খুন , জঙ্গি অপরাধে নিরীহ জনগনকে ফাসানো হবে।
তারানা হালিমের চেয়ে ও কম না বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
বিটিআরসি’র চেয়ারম্যান ও হুমকি দিলেন -
যারা ৩১ মে এর মধ্যে নিবন্ধন করবেন না, ১ জুন থেকে তাদের সংযোগ বন্ধ করে দেয়া হবে।
বিষয়: বিবিধ
১৫৮০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন