স্বার্থের ভালবাসা; আশা শেষে মিলিয়ে যায়।
লিখেছেন লিখেছেন মোস্তাফিজুর রহমান ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৮:১৬ সন্ধ্যা
নি:স্বার্থ সম্পর্কগুলো চিরদিন থাকে। স্বার্থের জন্য গড়ে উঠা সম্পর্কগুলো তোষামোদির মত; প্রয়োজন পুরালে বিনষ্ট হয়ে যায়। বন্ধুত্ব আর প্রেম যা-ই হোক নাম। এমন অনেককে দেখেছি অনেকের সাথে মিশেছি যাদেরকে এখনো মন থেকে খুব অনুভব করি। আজ তাদের সালাম দিলে জবাব পেতে কষ্ট হয়।
কলেজ জীবনের শেষ দিকে চাকুরীর সুবাধে মানিকগঞ্জ যেতে হয় জীবনের প্রথম চাকুরী! রাতের বেলায় রুমমেটরা বিরক্ত হয় বলে ফোন বন্ধ রাখতে হতো। বন্ধুদের অনবরত কল রুমমেটদের বিরক্তের কারণ। পাঁচমাস চাকুরী করে ওখান থেকে চলে আসি। অন্যতম কারণ বন্ধুদের খুব বেশি মিস করি। পরে অন্য জায়গায় চাকুরী শুরু তাও একই অবস্থা।একদিনএক কলিগ বলেই ফেলল ..... . .......... (কোম্পানীর মালিকের নাম নিয়ে)এরও মনে হয় এত কল আসেনা,আপনার যা আসে।
সেই বন্ধুগুলো এখনো আছে; তবে সম্পর্কটা নেই আগের মত। আগে ফোন করতে দেরী হলে ফোন আসত কোথায় আছি, কেমন আছি। আর এখন সালাম দিয়ে অপেক্ষা করতে হয়; যদি উত্তরটা পাই! কল দিলে রিসিভ করা হয়না অনেক সময়!! জানিনা কেন?? আমি স্বার্থপর নাকি উনারা? নাকি অন্য কিছু যা আমি জানিনা।
মনের কষ্টগুলোকে আর দমিয়ে রাখতে পারছিনা বলে মানসিক প্রশান্তির জন্য প্রকাশ করলাম।
ভাল থাকুক বন্ধুরা, সুখে-শান্তিতে ভরে উঠুক তাদের সবার জীবন। শুভকামনা সবার জন্য।
বিষয়: বিবিধ
২০০০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার সাথে সহমত।
আপনার সাথে সহমত।
মন্তব্য করতে লগইন করুন