স্বপ্ন ও রাজকন্যাঃ ক্ষণিকের ছুঁয়ে যাওয়া সুখ

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৭:১৯ সন্ধ্যা



তাকে খুব পছন্দ আমার। যেকোনও মুভি, যেখানে তার উপস্থিতি আছে, আমি সেটি খুব আগ্রহ নিয়ে দেখি। ক্রাশ খাওয়া বলে একটি ব্যপার আছে। শব্দটা আমি ইদানিং শুনছি। ক্রাশ খাওয়া মানে যদি প্রেমে পড়া হয়, তবে আমি তার প্রেমে পড়েছি। বহুদিন ধরে তার প্রেমে মজে আছি। নাম? উঁহু, এই মুহুর্তে মনে করতে পারছিনা! ভার্সিটিতে 'হিস্টোরি' ক্লাস চলছিল। হঠাৎ সে এল ধূমকেতুর মত। পুরো ক্যাম্পাসে খুশির বন্যা। ক্লাসের ফাজিল ছেলেগুলোও মুহূর্তে সুবোধ বালক বনে যায়। আমি তো পাথর হয়ে গেছি। তার রূপ আমাকে পাগল বানিয়ে দেয়। সুন্দর মুখচ্ছবিতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আমাদের ইউনিভার্সিটি পরিদর্শনে একজন চিত্রনায়িকাকে আমন্ত্রণ জানানো হয়েছে- ব্যপারটি আমাদের বিস্মিত করলেও, শেষ অবধি আমরা খুশি মনেই তাকে বরণ করি। ক্লাসের সব ছাত্র দাঁড়িয়ে ইন্ট্রোডিউস করছে। প্রত্যেকে তার নিজের ভাষাতে পরিচয় বলছে। আমি ভাবলাম, এই বিদেশ-বিভূঁইয়ে একজন পরদেশিনী কে ভিন্ন ভাষায় পরিচয় জানানো বোকামি বটে! ফলে ইংরেজিতে নিজেকে উপস্থাপন করলাম। সে কিছুটা খুশি হল মনে হয়! একটু যেন মুচকিও হাসল!

চলে গেল আমার অভিপ্রেত নায়িকা। ক্লাস শেষে আরও একটি ক্লাস শুরু হওয়ার আগে, পা বাড়ালাম রেস্ট হাউজে। আমি জানি, সেখানেই আমার প্রণয়িনী অপেক্ষা করছে। ধীরে ধীরে গিয়ে দরজায় নক করলাম। 'কে?' ভেতর থেকে জিজ্ঞাসা ছুটে এল।

'জী, আমি'। কাঁপা স্বরে উত্তর দিলাম।

'ও, তুমি! ভেতরে এসো'।

তার প্রশ্রয়ী উত্তর আমাকে সাহসী করে তোলে। যেন মনে হল, আমার অপেক্ষাতেই ছিল এতক্ষণ! ভেতরে প্রবেশ করতেই তাকে ব্যস্ত মনে হল। না, কোনও কাজ করছিলনা। কাঁধে তোয়ালে জড়িয়ে কিছুটা অধীর ভঙ্গিতে বলল;

'তুমি একটু বসো। আমি গোসলটা সেরে আসি'। 'নিশ্চই-নিশ্চই' বলে আমি বিনীত আমন্ত্রণ জানাই।

সবকিছু কেমন সাজানো মনে হচ্ছিল। এত সহজভাবে সব ঘটে যাচ্ছে, কোথাও কোনও প্রতিবন্ধকতা নেই, ব্যপারটি হজম করতে বেগ পেতে হচ্ছে!

একটু পর। আমার চোখ দুটোকে আলোয় ভরে দিয়ে আকাশ থেকে নেমে এল যেন এক অপ্সরা দেবী। ভেজা উদাম চুল, মনোহরি অবয়ব আর আয়ত নয়ন আমাকে যেন খুন করে ফেলবে। এত সুন্দর তুমি!!! মাত্র গোসল সেরে এসেছে। নিজের মাঝে কোনও জড়তা রাখেনি। ঠিক যতটা সুন্দরভাবে সৃষ্টিকর্তা তাকে নির্মাণ করেছেন ততটা প্রস্ফুটিতভাবেই সে নিজেকে আমার সামনে অর্পন করল। মনে কেমন ঘোর লেগে যায়। ভাবনাগুলো অবাধ্য হতে ইচ্ছে করে। তবে কি সে-ও আমাকে...??? নাহ, কী সব ভাবছি আমি? এতটা ধৃষ্টতা উচিৎ নয়!

একটু পর। 'আজ বিকেলে তুমি অবসর আছো তো?' মুচকি হেসে প্রশ্ন করে শ্রী মুখের অধিকারিণী।

'হা, অবশ্যই'। বিলম্ব না করে উত্তর দিই।

'তাহলে আমাকে নিয়ে একটু বেরুতে পারবে? কিছু শপিং করতে হবে'।

আমি চমকিত হই। লোকে বলে, 'মেঘ না চাইতে বৃষ্টি'; আমি দেখি জ্যোতি না চাইতে চাঁদ পেয়ে গেছি! অস্থির মন অনেক প্রশ্ন করতে চায়। 'কখন যাবেন?' 'কিভাবে যাবেন?' আরো কত কী! যেন মনের কথা বুঝে নিয়েছে সে। মুচকি হেসে বলে, 'তাড়াহুড়ার কিছু নেই। বিকেলে আমি তোমাকে ফোনে জানাব।'

সে বিকেল আর আসেনা আমার। অধীর সময়গুলো কেবলই দীর্ঘ হয়। ভেতরে ছটফটানি বাড়তে থাকে। তার পর, সে মধুর অবকাশে ঋদ্ধ হই আমি । আমার আরাধনা সত্যি হতে চলে। বহুদিনের কাঙ্ক্ষিত সুন্দরী ললনার পাশে বসে আমি শহরের সবচেয়ে বিলাসবহুল বিপণী বিতানে যাত্রা করি। আর তারপরেই,,, স্বপ্ন আর এগোয়না! হঠাৎ করে ঘুমটা ভেঙ্গে যায়। একটা অতৃপ্তি ও মুচকি হাঁসির রেখা অফুরন্ত জড়িয়ে থাকে।

জীবনটাকে সুন্দর মনে হয়। হোক না কাল্পনিক, তবু ক্ষণিকের তরে যে নিষ্পাপ স্বপ্নটি হৃদয়-মনে দোলা দিয়ে গেছে, তার অকপট স্পর্শে একটু সময় হলেও নিজেকে সুখী মনে হয়। এই বর্ণহীন জীবনে এটাই বা কম কীসে!

বিষয়: বিবিধ

১৩৭৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342085
১৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
হলুদ রঙ মেঘ লিখেছেন : সুন্দর লিখেছেন। অনেক ধন্যবাদ
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০৮
283509
ইমরান বিন আনোয়ার লিখেছেন : পড়েছেন বলে আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।
342101
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লেখাটা খুব ভাল লাগল।
342103
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০৮
ইমরান বিন আনোয়ার লিখেছেন : শুকরিয়া। আপনার অনুভূতি জেনে আনন্দিত হলাম।
342104
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১১
বিনো৬৯ লিখেছেন : ব্রাদার, সত্যি বলছি, এত সুন্দর লেখা আমি খুব কমই পড়েছি এই ব্লগে। দারুণ লিখেছেন। আপনার প্রিয়তমার নামটি আপনিও জানেনা দেখে অবাক লাগল! আপনার প্রতি শুভকামনা থাকল। চালিয়ে যান।
342105
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৩
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ ভাই। আসলে পুরোটাই স্বপ্ন তো, তাই স্বপ্নের প্রিয়তমার নামটি যে কী তা আমি নিজেও জানিনা Love Struck আপনার শুভকামনায় কৃতজ্ঞতা বোধ করছি। ভালো থাকুন।
342114
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৫
আফরা লিখেছেন : খুব বেশী সুন্দর হয়েছে !! অনেক ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
342117
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫০
ইমরান বিন আনোয়ার লিখেছেন : প্রশংসার জন্য কৃতজ্ঞতা! ভালো থাকুন।
342144
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:১১
সাদিয়া মুকিম লিখেছেন : স্বপ্নে এতো কিছু! যাক বাস্তবের গুনাহ থেকে বাঁচলেন স্বপ্নের কারণে.......
১৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৫৩
283575
ইমরান বিন আনোয়ার লিখেছেন : স্বপ্ন বলেই তো এত কিছু! যাক, বাস্তবের গুনাহ থেকে বাঁচলাম স্বপ্নের কারণে!!! Happy Happy Love Struck Love Struck
342163
১৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:১৭
অপরিচিত লিখেছেন : দেখা->গেস্টরুম->গোসল->শপিং->ফোন
সবকিছু হিসেবে গোলমাল আছে মনেহয়।
১০
342164
১৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৫৪
ইমরান বিন আনোয়ার লিখেছেন : Good Luck Good Luck গোলমেলে লাগাটাই অস্বাভাবিক! সবার ভাগ্যে তো এত কিছু জুটেনা!!! Winking Winking
১১
342169
১৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২৬
হতভাগা লিখেছেন :
আমার আরাধনা সত্যি হতে চলে। বহুদিনের কাঙ্ক্ষিত সুন্দরী ললনার পাশে বসে আমি শহরের সবচেয়ে বিলাসবহুল বিপণী বিতানে যাত্রা করি। আর তারপরেই,,, স্বপ্ন আর এগোয়না! হঠাৎ করে ঘুমটা ভেঙ্গে যায়।



০ এক স্বপ্নেই কত কিছু হল ! গোসল হতে বের হয়ে আসা থেকে গাড়িতে চড়ে শপিং মল ......

স্বপ্ন তো , ইচ্ছেমতই দেখা যায় ।

বাকী অংশ আরেকদিন দেখে নিয়েন , বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই পজিটিভ আপডেট আসবে ।

ব্লগাররা আপনার স্বপ্নে বেশ বিভোর হয়ে গেছে
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫২
283650
ইমরান বিন আনোয়ার লিখেছেন : পরের অংশটুকু দেখতে পেলে আপনাদের মিষ্টি খাওয়াব Tongue Tongue একটু দোয়া করবেন। মিষ্টি খেতে চাইলে এই দোয়াটুকু তো করতেই হবে Happy Happy
১৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৫৬
283681
হতভাগা লিখেছেন : ১ম অশেই যখন রাজকন্যার গোসল করে বেরিয়ে আসার দৃশ্য এসেছে দোয়া করি পরের অংশ গুলো যেন এর সিক্যুয়েলেই আসে।
১৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫৪
283700
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমিইইইননন Tongue Tongue Tongue Tongue Tongue Tongue
১২
342198
১৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৩
লজিকাল ভাইছা লিখেছেন : আফরা লিখেছেন : খুব বেশী সুন্দর হয়েছে !! অনেক ভাল লাগল।
শব্দ চয়ন, ভাষা জ্ঞান এবং তার প্রয়োগ চমৎকার হয়েছে। চালিয়ে যান ------
তবে স্বপ্নের মধ্যে গোসলের দৃশ্যটা না আনলেই পারতেন ---- বিষয়টা বাংলা সিনেমার মত হয়ে যাচ্ছিল------ গানের মধ্যে বিনা নোটিশে বৃষ্টি ।
ভালো লাগলো, ধন্যবাদ ।

১৩
342249
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : গানের মধ্যে বিনা নোটিশে বৃষ্টি! ভাই, কী করব বলেন, এত মজার স্বপ্নটি যেভাবে দেখেছি সেভাবে না বললে তো স্বাদটাই থাকেনা। তবে লিখিত উপস্থাপনার চেয়ে স্বপ্নে ধারণ করা অনুভূতি আরো বেশি উপভোগ্য ছিল, এটা আমাকে বলতেই হবে Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File