হেল্প! ফাঁপরে পড়ে গেছি! হেল্প প্লিজ!
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১১ জুন, ২০১৫, ০৩:৪৯:৫৮ দুপুর
এ কোন ফাঁপরে পড়লাম! ব্লগে ঢুকতে পারছি, অন্যদের লেখা পড়তে ও কমেন্ট করতে পারছি, মাগার, আমার পাতায় কোনোভাবেই ঢুকতে পারছি না! আমার সাথেই কেন এমন হতে হবে! আমি কার পাকা ধানে মই দিয়েছি? আমার পাড়ায় যদি আমারই প্রবেশাধিকার না থাকে, তাহলেতো 'আমার বাড়ি, আমার ঘর, আমারে কয় সইরা পড়', অবস্থাটা এমনই।
যতবার ঢুকতে চেয়েছি, ততবার আমাকে এই কথাই শুনিয়ে দেয়-
Database Error! অক্ষন কিতা করতাম আমি!
ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষার ব্যস্ততার কারণে গত ক'দিন ধরে ব্লগে সময় দিতে পারছি না। তবুও মাঝে মধ্যে এক চক্কর ঘুরে যাই। ভালো লিখাগুলো পড়তে না পারলে আফসোস লাগে, তাই প্রিয়তে রেখে দিয়েছি পরে সময় করে পড়বো বলে। আজ পড়ার জন্য মনঃস্থির করি, কিন্তু না পারিনি, চরম হতাশ হলাম। ঢুকতেই পারছি না!
আমার মত সমস্যা যদি পূর্বে কেউ ফেইস করে থাকেন এবং কিভাবে সে সমস্যা সমাধান করেছেন, তাহলে সেসব হৃদয়বান ব্যক্তিদের সবিনয় অনুরোধ করছি, আপনারা আমার জন্য সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দিন না! আপনাদের প্রতি এই অধম খুব কৃতজ্ঞ থাকবে।
বিষয়: বিবিধ
১৪২২ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেকেই এই অবস্থায় পড়েছে। শয়তানের কুনজর পড়েছে নাকি? বুঝতে পারছি না...
কুনজর নয়, শয়তান রীতিমত শকুনের থাবা মারছে মুহুর্মুহু এই নিরীহ পরিবারটির উপর।
প্রথম মন্তব্যের শুভেচ্ছা নেবেন এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
পরিক্ষাটা মনযোগ সহকারে দিন, ব্লগ ইনশাআল্লাহ আগের জায়গায় ফিরে আসবে......!
বিঃদ্রঃ সম্পাদক সাহেব চেষ্টা করিলে
ঠিক বলেছেন, সমস্যা যেহেতু শুধু আমার একার না, অনেকেরই, সম্পাদক মহোদয় পরিবারের সব সদস্যের কথা বিবেচনায় নিয়ে নিশ্চয় এর একটা বিহিত করবেন বলেই আশা রাখি।
এতো সেই লেংটাকাল থেকেই দিচ্ছি, বিরক্তি সীমা ছাড়িয়ে গেছে! পরীক্ষা নামক বস্তুটা ছাড়াই যদি পড়াশোনা হতো, কতইনা ভালো হতো! পরীক্ষা ভালো হোক অথবা মন্দ, ব্লগ আগের অবস্থানে ফিরে না আসলে তাদের একদিন কি আর আমার যে কয়দিন লাগে, দেখে নেব।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য। @ আব্দুর রহিম ভাই
মামা আর ভাই ডাকার মধ্যে কোন তফাৎ নাই, দুইটাই সমলিঙ্গের। অতএব সরি বলার দরকার নাই। @ ছালসাবিল
সাইকেলে ছড়িয়ে পাঠাচ্ছি.... কাজ এবার হবে......
এখন বর্ষাকাল, নৌকায় ছড়া সুবিধাজনক নয়, সরি আপনার সাথে নৌকায় আর এক মুহুর্ত নয়, নেমে পড়লাম!
মন্তব্যের জন্য ধন্যবাদ নেবেন ব্রাদার।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ নেবেন।
কিছু ব্লগার আছেন, যাদের লেখা এড়িয়ে যাওয়া একেবারেই অসম্ভব, তাদের মধ্যে আপনি একজন। সম্প্রতি আপনার পোস্ট করা সবক'টা লেখা আমি প্রিয়তে ঝুলিয়ে রেখেছি। ইনশা আল্লাহ্ এই অচলবস্থা কেটে গেলে পড়ে নেব।
আমিও সে আশাতেই আছিরে বোন।
আপনার উপস্থিতি আমার পাড়ায় এসে জানান দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আরো ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আর একটা কথা, ব্লগে আমার এক বছর অর্থাৎ এক বছর পূর্তিতে অনেক বেশি প্রিয় ব্লগারের তালিকায় আপনি ছিলেন অন্যতম। লেখাটি স্টিকি পোস্ট হয়েছিল, আপনি তখন ব্লগে ছিলেন না, তাই আপনার প্রতি আমার ভাললাগার জানান দিলাম।
ধৈর্য ধরেন।
আমিতো পরীক্ষার জন্য অঘোষিতভাবে ছুটি নিয়েছি, যাদের ব্লগ পাড়ায় আড্ডা না দিলে ঘুম আসে না, তাদের নিশ্চয় অনেক কষ্ট হবে।
ধৈর্যের শিক্ষা আছে বলেইতো চরম প্রতিকুলতায় আমরা টিকে থাকি।
অনেক ধন্যবাদ ভাই, সান্ত্বনাসূচক মন্তব্যটি করার জন্য।
তবে নিজের প্রোফাইলের সমস্যাটা সমাধান হবে বলে আশা করা যায়। ধন্যবাদ।
ওইদিন একটা লেখা দিয়েছিলেন, সারাদিন নাকি ঢুকতে পারেন, আমি সারাদিন বসতেই পারিনি অন্যান্য ব্যস্ততার কারণে, সন্ধায় ঢুকে দেখি সব ঠিকঠাক।
আপনি কার মন্তব্য, প্রতিমন্তব্য ও পোস্টের কথা বলছেন, আপনার নাকি আর সবার? কেন কিভাবে এমন হয়ে যাচ্ছে? অদ্ভূত ঠেকতেছে!
জান্নাতের বাবা, হতাশার বাণী শোনাবেন না! পারলে আশার বাণী শুনান।
আপনিও তাইলে আমার মত!!!
জান্নাতের বাবা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। তিক্ত অভিজ্ঞতা শেয়ার করার জন্যও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তবে পোষ্টটা পুরা পড়ে বোঝতে পারলাম আমার পকেতে হাত এখন না রাখলেও চলবে
শিরোনাম পড়েই বিরত থাকা উচিত ছিল! টাকাটা অন্তত পেতাম। কেন যে ভেতরের লেখাটা পড়তে গেলেন!
আচ্ছা, পকেটে কি অনেক টাকা ছিল? ভেবেছিলেন, ফাঁপরে পড়ে আপনার পকেটেই হাত মেরে বসি কিনা! তাই বুঝি পকেট চেপে ধরার জন্যও ব্যগ্র হয়ে উঠলেন?
নতুন ম্যানি ব্যাগ কিনেছিলাম, আপনার পোষ্টের শিরোনাম পড়ে ম্যানি ব্যাগ হারানোর ভয় পেয়েছিলাম যদিও ম্যানি ব্যাগে টাকা ছিল না
ঠিক হওয়ার আশেই রইলাম ব্রাদার।
এই সমস্যাটা কেটে সর্বপ্রথম আপনার লেখাগুলো ঝটপট পিডিএফ করে নেবেন।
আপ্নারতো অনেক পোস্ট, ঢুকতে না পারলে অনেক কিছুই মিস করবেন।
তবে নিজের প্রোফাইলের সমস্যাটা সমাধান হবে বলে আশা করা যায়। আমার কয়েকটি লেখাও মন্তব্য সহকারে হারিয়ে গেছে ফিরে পাবো কিনা জানিনা। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ আমার পুরনো লেখা সময় করে পড়েছেন বলে।
মন্তব্য করতে লগইন করুন