হেল্প! ফাঁপরে পড়ে গেছি! হেল্প প্লিজ!

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১১ জুন, ২০১৫, ০৩:৪৯:৫৮ দুপুর



এ কোন ফাঁপরে পড়লাম! ব্লগে ঢুকতে পারছি, অন্যদের লেখা পড়তে ও কমেন্ট করতে পারছি, মাগার, আমার পাতায় কোনোভাবেই ঢুকতে পারছি না! আমার সাথেই কেন এমন হতে হবে! আমি কার পাকা ধানে মই দিয়েছি? আমার পাড়ায় যদি আমারই প্রবেশাধিকার না থাকে, তাহলেতো 'আমার বাড়ি, আমার ঘর, আমারে কয় সইরা পড়', অবস্থাটা এমনই।

যতবার ঢুকতে চেয়েছি, ততবার আমাকে এই কথাই শুনিয়ে দেয়-

Database Error! অক্ষন কিতা করতাম আমি!



ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষার ব্যস্ততার কারণে গত ক'দিন ধরে ব্লগে সময় দিতে পারছি না। তবুও মাঝে মধ্যে এক চক্কর ঘুরে যাই। ভালো লিখাগুলো পড়তে না পারলে আফসোস লাগে, তাই প্রিয়তে রেখে দিয়েছি পরে সময় করে পড়বো বলে। আজ পড়ার জন্য মনঃস্থির করি, কিন্তু না পারিনি, চরম হতাশ হলাম। ঢুকতেই পারছি না!

আমার মত সমস্যা যদি পূর্বে কেউ ফেইস করে থাকেন এবং কিভাবে সে সমস্যা সমাধান করেছেন, তাহলে সেসব হৃদয়বান ব্যক্তিদের সবিনয় অনুরোধ করছি, আপনারা আমার জন্য সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দিন না! আপনাদের প্রতি এই অধম খুব কৃতজ্ঞ থাকবে।

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ৩৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325185
১১ জুন ২০১৫ বিকাল ০৪:১২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হেল্প! ফাঁপরে পড়ে গেছি! হেল্প প্লিজ!
অনেকেই এই অবস্থায় পড়েছে। শয়তানের কুনজর পড়েছে নাকি? বুঝতে পারছি না...
১১ জুন ২০১৫ বিকাল ০৫:২৮
267261
গাজী সালাউদ্দিন লিখেছেন : সো স্যাড। ভাবলাম, গ্যারাকলে আমি একাই পড়েছি, এখন দেখছি মিনহাজ ভাইটিও!

কুনজর নয়, শয়তান রীতিমত শকুনের থাবা মারছে মুহুর্মুহু এই নিরীহ পরিবারটির উপর।

প্রথম মন্তব্যের শুভেচ্ছা নেবেন এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
267287
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কোন নাস্তিক এখনও প্রতিক্রিয়া জানাচ্ছে না, সুতরাং নাস্তিক্যবাদের ক্রোধানল হতে পারে!
325189
১১ জুন ২০১৫ বিকাল ০৪:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সমস্যায় এখনো পড়ে আছি..... উঠতে পারছিনা..... সম্পাদক চেষ্টা করলে হয়তো....।

পরিক্ষাটা মনযোগ সহকারে দিন, ব্লগ ইনশাআল্লাহ আগের জায়গায় ফিরে আসবে......!

বিঃদ্রঃ সম্পাদক সাহেব চেষ্টা করিলে Big Grin Big Grin Big Grin Big Grin
১১ জুন ২০১৫ বিকাল ০৫:১৬
267259
ছালসাবিল লিখেছেন : Smug আপুনি একটু বললেইতো হয় Smug মডুমামা Tongue
১১ জুন ২০১৫ বিকাল ০৫:১৭
267260
ছালসাবিল লিখেছেন : Tongue সরি_ মডুভাইয়া Love Struck Tongue
১১ জুন ২০১৫ বিকাল ০৫:৩৫
267262
গাজী সালাউদ্দিন লিখেছেন : হায়রে, সবার অবস্থাই দেখি বেগতিক! খাওয়া দাওয়ার পরিমাণ কি বেশি হয়, খাদে পড়ে উঠতে পারছেন না? ক্যারেং দিয়ে উঠানো লাগবে বুঝছি।

ঠিক বলেছেন, সমস্যা যেহেতু শুধু আমার একার না, অনেকেরই, সম্পাদক মহোদয় পরিবারের সব সদস্যের কথা বিবেচনায় নিয়ে নিশ্চয় এর একটা বিহিত করবেন বলেই আশা রাখি।

এতো সেই লেংটাকাল থেকেই দিচ্ছি, বিরক্তি সীমা ছাড়িয়ে গেছে! পরীক্ষা নামক বস্তুটা ছাড়াই যদি পড়াশোনা হতো, কতইনা ভালো হতো! পরীক্ষা ভালো হোক অথবা মন্দ, ব্লগ আগের অবস্থানে ফিরে না আসলে তাদের একদিন কি আর আমার যে কয়দিন লাগে, দেখে নেব।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য। @ আব্দুর রহিম ভাই

মামা আর ভাই ডাকার মধ্যে কোন তফাৎ নাই, দুইটাই সমলিঙ্গের। অতএব সরি বলার দরকার নাই। @ ছালসাবিল
১১ জুন ২০১৫ বিকাল ০৫:৪৪
267266
ছালসাবিল লিখেছেন : আছে আছে Love Struck ওটি আপনি বুঝবেন না ভাইয়া Tongue
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:২২
267277
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঔষুধপত্র সহ মডু ভাইয়াকে
সাইকেলে ছড়িয়ে পাঠাচ্ছি....Love Struck Love Struck কাজ এবার হবে......Praying
325190
১১ জুন ২০১৫ বিকাল ০৫:১৫
তবুওআশাবা্দী লিখেছেন : গাজী সালাউদ্দিন:"we are in the same boat brother".
১১ জুন ২০১৫ বিকাল ০৫:৩৮
267263
গাজী সালাউদ্দিন লিখেছেন : জী, তবুও আশাবাদী।

এখন বর্ষাকাল, নৌকায় ছড়া সুবিধাজনক নয়, সরি আপনার সাথে নৌকায় আর এক মুহুর্ত নয়, নেমে পড়লাম!

মন্তব্যের জন্য ধন্যবাদ নেবেন ব্রাদার।
325191
১১ জুন ২০১৫ বিকাল ০৫:১৫
ছালসাবিল লিখেছেন :


Hot Hot Hot Hot Hot Give Up Give Up Give Up Hot Hot Give Up Give Up Give Up It Wasn't Me!
১১ জুন ২০১৫ বিকাল ০৫:৩৯
267264
গাজী সালাউদ্দিন লিখেছেন : স্বস্তির বৃষ্টির পরেও আপনার মাথায় পাখার বাতাস লাগানোর হেতু কী? ডাক্তার ডাকবো?
১১ জুন ২০১৫ বিকাল ০৫:৪৫
267267
ছালসাবিল লিখেছেন : মেয়ে ডাক্তার না ছেলে Surprised
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
267279
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি আগে শুয়ে পড়েন...Frustrated স্যালাইন দিতে হইবে @ছালসাবিল
১২ জুন ২০১৫ সকাল ০৯:১০
267365
ছালসাবিল লিখেছেন : স্যালাইনের সুই কে লাগাবে Surprised ছেলে না মেয়ে Surprised ডাক্তার Surprised
325195
১১ জুন ২০১৫ বিকাল ০৫:৩২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Surprised Surprised Surprised Surprised আমি তো পারছি
১১ জুন ২০১৫ বিকাল ০৫:৪৮
267268
গাজী সালাউদ্দিন লিখেছেন : যে মানুষ অন্যের সমস্ত হৃদয় জুড়িয়া পরিব্যাপ্ত, সেতো পারবেই। বস পাবলিক।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ নেবেন।
325200
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
রাইয়ান লিখেছেন : হুম ... সবাই একই সমস্যায় পড়েছি। এমনকি প্রতিযোগিতায় দেয়া অনেক লেখাও দেখছি উধাও ! মডু প্যানেল যথাযথ ব্যবস্থা নেবেন আশা করি।
১১ জুন ২০১৫ রাত ০৯:৪৮
267305
গাজী সালাউদ্দিন লিখেছেন : আসসালামুআলাইকুম। শ্রদ্ধেয় বড় বোন। এতক্ষণে বুঝতে পারলাম, পরিবারের একজন সমস্যাগ্রস্ত হলে সে সমস্যার ভোগান্তি সবাইকেই পোহাতে হয়।

কিছু ব্লগার আছেন, যাদের লেখা এড়িয়ে যাওয়া একেবারেই অসম্ভব, তাদের মধ্যে আপনি একজন। সম্প্রতি আপনার পোস্ট করা সবক'টা লেখা আমি প্রিয়তে ঝুলিয়ে রেখেছি। ইনশা আল্লাহ্‌ এই অচলবস্থা কেটে গেলে পড়ে নেব।

আমিও সে আশাতেই আছিরে বোন।

আপনার উপস্থিতি আমার পাড়ায় এসে জানান দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আরো ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আর একটা কথা, ব্লগে আমার এক বছর অর্থাৎ এক বছর পূর্তিতে অনেক বেশি প্রিয় ব্লগারের তালিকায় আপনি ছিলেন অন্যতম। লেখাটি স্টিকি পোস্ট হয়েছিল, আপনি তখন ব্লগে ছিলেন না, তাই আপনার প্রতি আমার ভাললাগার জানান দিলাম।

১২ জুন ২০১৫ রাত ০৩:৪৪
267350
রাইয়ান লিখেছেন : আচ্ছা ! আমি তো তাহলে বেশ ভালো রকমেরই মিস করলাম। দাঁড়ান , ঠিক খুঁজে পড়ে ফেলছি !
325211
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবার একই অবস্থা ভাই!!
ধৈর্য ধরেন।
১১ জুন ২০১৫ রাত ০৯:৫২
267307
গাজী সালাউদ্দিন লিখেছেন : যাক, পরিবারের সবার অবস্থা যখন এক, তখন আর কষ্ট থাকে না।

আমিতো পরীক্ষার জন্য অঘোষিতভাবে ছুটি নিয়েছি, যাদের ব্লগ পাড়ায় আড্ডা না দিলে ঘুম আসে না, তাদের নিশ্চয় অনেক কষ্ট হবে।

ধৈর্যের শিক্ষা আছে বলেইতো চরম প্রতিকুলতায় আমরা টিকে থাকি।

অনেক ধন্যবাদ ভাই, সান্ত্বনাসূচক মন্তব্যটি করার জন্য।
325217
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
অবাক মুসাফীর লিখেছেন :
১১ জুন ২০১৫ রাত ০৯:৫৩
267308
গাজী সালাউদ্দিন লিখেছেন : মাগনা দিলে খাবো, নয়তো খাবো না। রোজা সামনে, তাই কলার দাম অনেক বেড়ে গেছে। কলা মুখে দেওয়ার আগে আমাকে নিশ্চিত করেন, বিলটা কি আমি দিচ্ছি না আপনি দেবেন।
325223
১১ জুন ২০১৫ রাত ০৮:৩২
আবু জান্নাত লিখেছেন : অতীতে এরকম অনেক মন্তব্য গায়েব হয়ে গেছে, বর্তমানে ৬তারিখ রাত থেকে ৯তারিখ পর্যন্ত সব পোষ্ট, মন্তব্য ও প্রতি মন্তব্য সবই গায়েব। ফিরে আসবে বলে মনে হয় না।
তবে নিজের প্রোফাইলের সমস্যাটা সমাধান হবে বলে আশা করা যায়। ধন্যবাদ।
১১ জুন ২০১৫ রাত ০৯:৫৯
267314
গাজী সালাউদ্দিন লিখেছেন : বলেন কি! এমন পরিস্থিতির অভিজ্ঞতা এই প্রথম। আমার ঘরে আমিই ঢুকতে পারছি না!

ওইদিন একটা লেখা দিয়েছিলেন, সারাদিন নাকি ঢুকতে পারেন, আমি সারাদিন বসতেই পারিনি অন্যান্য ব্যস্ততার কারণে, সন্ধায় ঢুকে দেখি সব ঠিকঠাক।

আপনি কার মন্তব্য, প্রতিমন্তব্য ও পোস্টের কথা বলছেন, আপনার নাকি আর সবার? কেন কিভাবে এমন হয়ে যাচ্ছে? অদ্ভূত ঠেকতেছে!

জান্নাতের বাবা, হতাশার বাণী শোনাবেন না! পারলে আশার বাণী শুনান।

আপনিও তাইলে আমার মত!!!

জান্নাতের বাবা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। তিক্ত অভিজ্ঞতা শেয়ার করার জন্যও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
১২ জুন ২০১৫ রাত ১২:০৬
267328
আবু জান্নাত লিখেছেন : শুধু আমার নয়, সবার সকল পোষ্ট, মন্তব্য ও প্রতি মন্তব্য সবই গায়েব।
১০
325233
১১ জুন ২০১৫ রাত ০৯:১৯
এ,এস,ওসমান লিখেছেন : ভাই শিরোনাম যাহা দিয়েছেন না, শিরোনাম পড়েই আমি আগে আমার পকেটে হাত দিয়ে বসেছি Smug Smug Smug Smug

তবে পোষ্টটা পুরা পড়ে বোঝতে পারলাম আমার পকেতে হাত এখন না রাখলেও চলবে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১ জুন ২০১৫ রাত ১০:০৩
267317
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার বদান্যতা দেখানোর মানুসিকতা দেখে আমি যারপনাই আনন্দিত, উদ্বেলিত, খুশিতে কিছুটা উত্তেজিতও বটে।

শিরোনাম পড়েই বিরত থাকা উচিত ছিল! টাকাটা অন্তত পেতাম। কেন যে ভেতরের লেখাটা পড়তে গেলেন!

আচ্ছা, পকেটে কি অনেক টাকা ছিল? ভেবেছিলেন, ফাঁপরে পড়ে আপনার পকেটেই হাত মেরে বসি কিনা! তাই বুঝি পকেট চেপে ধরার জন্যও ব্যগ্র হয়ে উঠলেন?
১১ জুন ২০১৫ রাত ১০:১৫
267318
এ,এস,ওসমান লিখেছেন : জ্বি-না ভাই Tongue Tongue
নতুন ম্যানি ব্যাগ কিনেছিলাম, আপনার পোষ্টের শিরোনাম পড়ে ম্যানি ব্যাগ হারানোর ভয় পেয়েছিলাম Tongue Tongue Tongue যদিও ম্যানি ব্যাগে টাকা ছিল না Big Grin
১১ জুন ২০১৫ রাত ১১:০৩
267319
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
১১
325250
১১ জুন ২০১৫ রাত ১১:৫৮
শেখের পোলা লিখেছেন : এ সমস্যা আমারও৷ মনে হয় অনেকেরই৷ আমরা শয়তানের কূ নজরে পড়েছি৷ ওঝাগন পরিশ্রম করছেন৷ ঠিক হয়ে যাবে৷
১২ জুন ২০১৫ সকাল ০৫:০৮
267353
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওঝাগন কত প্রতিহত করবেন শয়তানের কুনজর, তারাও যে এখন ক্লান্ত পরিশ্রান্ত প্রায়!

ঠিক হওয়ার আশেই রইলাম ব্রাদার।
১২
325254
১২ জুন ২০১৫ রাত ১২:৩২
দ্য স্লেভ লিখেছেন : আমি আমার লেখার কোনো কপি রাখিনা। এখন তো নিজের পেজে ঢুকতে পারছিনা
১২ জুন ২০১৫ সকাল ০৫:১১
267354
গাজী সালাউদ্দিন লিখেছেন : শেষের দুই তিনটা বাদে আমি আমার প্রায় সবক'টা পোস্ট পিডিএফ করে রেখেছি। আমার পাতায় ঢুকতে না পারলে আপনাদের ভাললাগায় ভরা কমেন্টগুলো শুধু দেখতে পারবো না। আমার লেখা অক্ষত আছে।

এই সমস্যাটা কেটে সর্বপ্রথম আপনার লেখাগুলো ঝটপট পিডিএফ করে নেবেন।

আপ্নারতো অনেক পোস্ট, ঢুকতে না পারলে অনেক কিছুই মিস করবেন।
১৩
325827
১৪ জুন ২০১৫ রাত ০৮:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভাইয়া অতীতে এরকম অনেক মন্তব্য গায়েব হয়ে গেছে, বর্তমানে ৬তারিখ রাত থেকে ৯তারিখ পর্যন্ত সব পোষ্ট, মন্তব্য ও প্রতি মন্তব্য সবই গায়েব। ফিরে আসবে বলে মনে হয় না।
তবে নিজের প্রোফাইলের সমস্যাটা সমাধান হবে বলে আশা করা যায়। আমার কয়েকটি লেখাও মন্তব্য সহকারে হারিয়ে গেছে ফিরে পাবো কিনা জানিনা। ধন্যবাদ আপনাকে।
১৪ জুন ২০১৫ রাত ১০:২০
268076
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার জন্য সমবেদনা জ্ঞাপন করা ছাড়া কি বা করার আছে। সমবেদনা রইল।

আপনাকেও অনেক ধন্যবাদ আমার পুরনো লেখা সময় করে পড়েছেন বলে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File