আমার আমি ?

লিখেছেন লিখেছেন পরিচিত ০৭ মে, ২০১৪, ০৬:১১:৫৩ সন্ধ্যা



পুরস্কার তিরস্কার আমার ভাগ্যে অনেক জুটেছে

একে একে সাজিয়ে তুলেছি আমি আমাকে ।

সব ছাপিয়ে উঠেছে আমার স্বপ্নকল্পনার শষ্যক্ষেত্র ।

দুর্লভ সন্মান আমাকে অভিভূত করে রেখেছে,

ব্যর্থতা আমি আমাকে তিরস্কার করেছি ।

ব্যর্থতার জ্বালা অনুসন্ধান করে,

আমি আমার ফসল ঘরে তুলেছি।

কালের বিচারে আমার যেটুকু প্রাপ্য আমার,

তার কিছু ফলাফল দেখার সৌভাগ্য হচ্ছে।

ভাবি তাই কিছু না কিছু তো সৃষ্টি করেছি ,

আমার সৃষ্টি হয়ত হবে নতুনের অনুপ্রেরনা ।

আমার জন্য হয়ত অপেক্ষা করছে শুভ সমাপ্তি।

এক জীবনে -------

এর বেশী আর আমার কি চাওয়ার থাকতে পারে ?

বিষয়: সাহিত্য

১২৪৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218672
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন ধন্যবাদ
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
166626
পরিচিত লিখেছেন : উৎসাহ দেওয়ার এবং পোষ্টে সময় ব্যয় করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি--
218679
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
আঁধার কালো লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... আপনার কাছ থেকে এমন পোষ্ট বেশী বেশী আশা করি ।
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
166627
পরিচিত লিখেছেন : ভাল লাগা প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ---
218761
০৭ মে ২০১৪ রাত ০৯:১৬
বৃত্তের বাইরে লিখেছেন : সবুজ মনের দ্বীপ্তি জাগিয়ে স্রোতস্নিনি নদীর মত খুশীর পাল তুলে পূর্ণদ্যেমে বয়ে যাক জীবন নদীর খেয়া। ব্লগে স্বাগতম Good Luck Rose Happy
০৭ মে ২০১৪ রাত ০৯:২৭
166698
পরিচিত লিখেছেন : জীবন নদীর খেয়ার মাঝে দাড়িয়ে আমাদের সুখ দুঃখের হিসাব মিলানোর রীতি কি পয়েছি কি পাব জানি না -- তবুও একটা সুখের সমাপ্তি চাই--- আপনাকে ধন্যবাদ সময়ের জন্য।
218812
০৮ মে ২০১৪ রাত ১২:৫৮
আফরা লিখেছেন : সুখের সমাপ্তি চাইলেই কি পাওয়া যায় ।তবু চাই আপনার চাওয়া পূর্ণ হোক ।
০৮ মে ২০১৪ রাত ০১:০৪
166740
পরিচিত লিখেছেন : সুখের সমাপ্তির জন্য জীবন চলার সময় কে সেই সূতোর জালে আবদ্ধ করতে হবে যার ফাঁক দিয়ে ভাল মন্দ দেখার সুযোগ থাকবে যার সাহায্যে নিজের পথ চলাকে ভাল ভাবে আটকিয়ে একটি সুন্দর সমাপ্তির আশা করা যাবে -- কি বলেন?

ধন্যবাদ মত প্রকাশের জন্য---
219341
০৯ মে ২০১৪ সকাল ০৮:৩৫
আওণ রাহ'বার লিখেছেন : আবেগ গুলো কাব্যে চমৎকার ফুটিয়ে তুলেছেন।
মনে হচ্ছে চরম বাস্ততবতার মাঝে আপনি অনেক আবেগী ।
অনেক ধন্যবাদ । ভালোলাগা জানিয়ে গেলাম।
০৯ মে ২০১৪ দুপুর ০১:৪৬
167175
পরিচিত লিখেছেন : আপনার ধারণার বহিঃপ্রকাশের জন্য ধন্যবাদ-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File