বেশ কয়েকটি দেশের বিশ্বকাপ প্রাথমিক দল ঘোষণা
লিখেছেন লিখেছেন ২০১৪ বিশ্বকাপ ফুটবল ব্রাজিল ১৬ মে, ২০১৪, ১০:১৭:৪৬ সকাল
স্পেনের ৩০ সদস্যের দল :
গোলরক্ষক : ইকের ক্যাসিয়াস (রিয়াল), পেপে রেইনা (নাপোলি), ডেভিড ডে গিয়া (ম্যানইউ)।
ডিফেন্ডার : দানি কারভাহাল (রিয়াল), সের্হিয়ো র্যামোস (রিয়াল), জেরার্দ পিকে (বার্সেলোনা), ইহোর্দি আলবা (বার্সেলোনা), চেজার অ্যাজপিলিকুয়েতা (চেলসি), হুয়ানফ্রান (অ্যাতলেতিকো), জাবি মার্তিনেজ (বায়ার্ন), রাউল আলবিওল (নাপোলি), আলবার্তো মরেনো (সেভিয়া)।
মিডফিল্ডার : সের্হিয়ো বুশকেৎজ (বার্সেলোনা), জাভি (বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), সেস্ক ফাব্রেগাস (বার্সেলোনা), জাবি আলনসো (রিয়াল), অ্যান্দার ইতুরাস্পে (বিলবাও), দাভিদ সিলভা (ম্যানসিটি), সান্তি কাজোরলা (আর্সেনাল), কোকে (অ্যাতলেতিকো), তিয়াগো আলকান্তারা (বায়ার্ন), হুয়ান মাতা (ম্যানইউ)।
ফরোয়ার্ড : ডিয়েগো কস্তা (অ্যাতলেতিকো), দাভিদ ভিয়া (অ্যাতলেতিকো), আলভারো নেগ্রেদো (ম্যানসিটি), হেসুস নাভাস (ম্যানসিটি), পেদ্রো রদ্রিগুয়েজ (বার্সেলোনা), ফার্নান্দো লরেন্তে (জুভেন্টাস), ফার্নান্দো তরেস (চেলসি)।
ফেসবুকে আমারা : Click this link
জার্মানির প্রাথমিক দলে একঝাঁক নতুন মুখ !
এমন চমক চার বছর আগেও দিয়েছিলেন জোয়াকিম লো। জার্মানির ৭৬ বছরের ইতিহাসে কনিষ্ঠতম দল গড়েছিলেন গত বিশ্বকাপে। এবারও তারুণ্যেই আস্থা রাখছেন জার্মান কোচ। গতকাল ঘোষিত তাঁর ৩০ জনের প্রাথমিক দলেও তাই একঝাঁক নতুন মুখ। ডাক পেয়েছেন শালকের দুই মিডফিল্ডার লিওন গোরেৎসকা, ম্যাক্স মায়ার, বরুসিয়া ডর্টমুন্ডের উইঙ্গার এরিক ডর্ম, সাম্পদোরিয়ার ডিফেন্ডার শকদ্রান মুস্তাফি এবং ফ্রেইবুর্গের ম্যাথিয়াস গিন্টারের মতো তরুণেরা। চোট থেকে সেরা ওঠায় রিয়াল মাদ্রিদের স্যামি খেদিরা ডাক পেলেও উপেক্ষিত থেকেছেন চোটের কারণে মৌসুমের বেশির ভাগ সময় মাঠের বাইরে কাটানো মারিও গোমেজ। লাৎসিওর ৩৫ বছর বয়সী স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাও আছেন লোর প্রাথমিক দলে। তবে চূড়ান্ত দলে তিনি থাকলে সেটা হবে জার্মান কোচের আরও বড় চমক।
উরুগুয়ের প্রাথমিক বিশ্বকাপ দল
গোলরক্ষক : ফার্নান্দো মুসলেরা, মার্টিন সিলভা, রদ্রিগো মুনোজ
ডিফেন্ডার : ম্যাক্সি পেরেইরা, ডিয়েগো লুগানো, ডিয়েগো গডিন, হোসে মারিয়া গিমেনেজ, সাবেস্তিয়ান কোটেস, মার্টিন সাসেরেস, হোর্হে
মিডফিল্ডার : আলেসান্দ্রো সিলভা, আলভারো গঞ্জালেস, আলভারো পেরেইরা, ওয়াল্টার গার্গানো, এজিডিও আরেভালো রিয়োস, ডিয়েগো পেরেজ, সাবেস্তিয়ান, ইগুরেন, ক্রিস্টিয়ান রদ্রিগেজ, গাস্তোন রামিরেজ, নিকোলাস লোডেইরো
ফরোয়ার্ড : লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, আবেল হার্নান্দেজ, ডিয়েগো ফোরলান, ক্রিস্টিয়ান স্টুয়ানি
আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলরক্ষক: মারিয়ানো আন্দুহার (কাতানিয়া), স্যার্হিও রোমেরো (মোনাকো), অগাস্তিন ওরিয়ন (বোকা জুনিয়রস)।
ডিফেল্ডার: লিসান্দ্রো লোপেস (গেটাফে), উগো কাম্পানিয়ারো (ইন্টার মিলান), ফেদেরিকো ফের্নান্দেস (নেপোলি), পাবলো সাবালেতা (ম্যানস্টোর সিটি), এসেকিয়েল গারায় (বেনফিকা), মার্কোস রোহো (স্পোর্তিং লিসবন), হোসে বাসাস্তা (মন্তেরেই), নিকোলাস ওতামেন্দি (আতলেটিকো মিনেইরো), মার্তিন দেমিচেলিস (ম্যানস্টোর সিটি), গ্যাব্রিয়েল মের্সাদো (রিভারপ্লেট)।
মিডফিল্ডার: হ্যাভিয়ার মাসচেরানো (বার্সেলোনা), হোসে সোসা (আতলেতিকো মাদ্রিদ), আউগুস্তো ফের্নান্দেস (সেল্তা ভিগো), রিকি আলভারেস (ইন্টার মিলান), লুকাস বিগলিয়া (লাৎসিও), এভার বানেগা (নিওয়েলস ওল্ড বয়েস), ফের্নান্দো গাগো (বোকা জুনিয়স), ম্যাক্স রদ্রিগেস (নিওয়েলস ওল্ড বয়েস), এনসো পেরেস (বেনফিকা), ফাবিয়ান রিনাওদো (কাতানিয়া)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), আনহেল ডি মারিয়া (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো পালাসিও (ইন্টার মিলান), গঞ্জালো হিগুয়াইন (নাপোলি), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), এসেকিয়েল লাভেস্সি (পিএসজি), ফ্রাষ্কো দি সাস্তো।
ফেসবুকে আমারা : Click this link
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা ইংল্যান্ডের
বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ইংল্যান্ডের কোচ রয় হজসন। মিডফিল্ডার রস বার্কলে ডাক পেয়েছেন স্কোয়াডে। ইংল্যান্ড দল : গোলরক্ষক জো হার্ট, বেন ফস্টার, ফ্রেসার ফস্টার, ডিফেন্ডার লেইগটন বেইনাস, গ্যারি কাহিল, ফিল কাগেইলকা, গ্লেন জনসন, ফিল জোনেস, লুক সো, ক্রিস স্মালিং, মিডফিল্ডার রস বার্কলে, স্টিভেন গেরার্ড, জর্ডান হেন্ডারসন, অ্যাডাম লালানা, ফ্রাঙ্ক লাম্পার্ড, জেমস মিলার, অ্যালেক্স ওরলাডে-চাম্বারলেইন, রাহীম স্টারলিং, জ্যাক উইলশেরে, ফরোয়ার্ড রিকি লাম্বার্ট, ওয়েন রুনি, ডানিয়েল স্টুরিজ ও ড্যানি ওয়েলবেক।
২৩ সদস্যের দলের ২১ জনই চূড়ান্ত করে ফেলেছেন স্কলারি !!!
লুইস ফেলিপে স্কলারি আকারে-ইঙ্গিতে বিশ্বকাপের দল মোটামুটি চূড়ান্ত করে ফেলার কথা জানিয়েছিলেন। ব্রাজিল কোচ এবার আর রাখঢাক রাখলেন না। স্পটই জানিয়ে দিলেন, ২৩ সদস্যের দলের ২১ জনই চূড়ান্ত করে ফেলেছেন।
গত বছর কনফেডারেশন কাপজয়ী দলের খেলোয়াড়দের ওপরই আস্থা রেখেছেন জানিয়ে স্কলারির কথা, ‘২১ জন খেলোয়াড় চূড়ান্ত করেছি আমি এবং দুটির ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি।’ নিজেদের দেশের বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের স্বপ্নসারথি হচ্ছেন কারা? আগামী ৭ মে বুধবারই মিটে যাবে সেই কৌতূহল। সেদিন বিশ্বকাপের দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ। স্কলারি আরও একবার দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন বিশ্বকাপ বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ তাঁর দলকে লক্ষ্যচ্যুত করতে পারবে না, ‘প্রত্যেকেরই প্রতিবাদ করার অধিকার আছে। কিন্তু আমি জানি না, এটা সঠিক সময় কি না।’
ফেসবুকে আমারা : Click this link
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৩ বিশ্বকাপে তার গোল সংখ্যা ১৩ , রোনালদোর ১৫ ।
মন্তব্য করতে লগইন করুন