তথ্য দিয়ে সাহায্য করুন

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৬ মে, ২০১৪, ০৯:৪০:৪৯ সকাল

আস সালামু আলাইকুম। আমি ওরেগনে স্থায়ীভাবে বসবাস করছি। আমার পাসপোর্টটি মেশিন রিডেবল নয় এবং কয়েকমাস পর এর মেয়াদ শেষ হবে। এমতাবস্থায় আমার মেশিন রিডেবল পাসপোর্ট দরকার অথবা এটি রিনিউ করা দরকার। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম এখানকার বাংলাদেশী কুটনীতিক বলেছেন,আগামী বছর হাতে লেখা পাসপোর্ট চলবে না।

জানা প্রয়োজন,আমি কিভাবে মেশিন রিডেবল পাসপোর্ট পাব ? যদি মেইলের মাধ্যমে সম্ভব হয় তাহলে কোন ঠিকানায় ,কি পাঠাতে হবে ? বিষয়টা জরুরী। কোনো ব্লগার ভাই তথ্য দিয়ে সাহায্য করলে খুব উপকৃত হব। ধন্যবাদ

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222231
১৬ মে ২০১৪ সকাল ১০:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যতটুক জানি আপনাকে নিউইয়র্ক বা ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে পাসপোর্ট নিতে হবে এবং এর জন্য যথেষ্ট ভোগান্তি এবং খারাপ ব্যবহার সহ্য করতে হবে।
222237
১৬ মে ২০১৪ সকাল ১০:২১
হতভাগা লিখেছেন : ওরেগনে একেবারে সেটেলড হয়ে গেছেন বলে বাংলাদেশে কি কয়েকদিনের জন্যও আসা যাবে না ?

যেহেতু আপনার পাসপোর্ট আছে তাহলে পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হবে না । (সাম্প্রতিক মনে হয় সিদ্ধান্ত হয়েছে/হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন আর না করার।)

আর্জেন্ট চাইলেও ব্যবস্থা আছে । আর আপনি আমেরিকার নাগরিক , আপনাকে তো অন্য সবার মত হাঁপানি দেওয়াবে না ।

এখন কিছু কিছু নেতাও আসছেন স্বশরীরে M.R.P. বানাতে





http://www.amardeshonline.com/pages/details/2014/05/16/244126
222265
১৬ মে ২০১৪ দুপুর ০৩:০০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আগে কিছু পাটাইয়া দেন। খেয়ে দেয়ে টেস্ট করে দেখি পাটানো জিনিসের স্বদ কেমন অইছে। তার উপর নির্ভর করে ভেরিফিকেশন করবো আপনাকে কুনো পরামর্শ দেওন যায় কিনা।
222266
১৬ মে ২০১৪ দুপুর ০৩:১৮
শাহ আলম বাদশা লিখেছেন : আমি ২০০৭ সালে দেশে যাতায়াত করতে পারছিলো না বলে একজনের মিসিং পাসপোর্টের বদলে হাতে হাতে সৌদী দূতাবাস থেকে নতুন পাসপোর্ট করিয়ে দিয়েছিলাম।

এটাই সহজ এবং বিধ পদ্ধতি প্রবাসীদের জন্য, আপনি দূতাবাসে যোগাযোগ করুন।
১৬ মে ২০১৪ রাত ০৯:৫৯
169738
দ্য স্লেভ লিখেছেন : আমি সমাধান পেয়েছি আলহামদুলিল্লাহ
১৬ মে ২০১৪ রাত ১১:২২
169775
শাহ আলম বাদশা লিখেছেন : খুশি হলাম। তবে কিভাবে সমাধান পেলেন জানতে বড় মন চায়?
১৭ মে ২০১৪ সকাল ০৯:২৪
169820
দ্য স্লেভ লিখেছেন : কনসুলেটে মেইল করেছি রিপ্লাই নাই। আমার নতুন পাসপোর্ট ৫ বছরের পুরোনো। তাই এটা হাতে লেখা হলেও রিনিউ করা যাবে। এটি ১০ বছরের পুরোনো হলে মেশিন রিডেবল নিতে হত। আমার ওখানে ফ্লাই করা লাগবে না। এখান থেকে ফি দিয়ে পাসপোর্ট পাঠিয়ে দিলে হবে।
222289
১৬ মে ২০১৪ বিকাল ০৫:০৩
Mujahid Billah লিখেছেন : আসসালামু আলাইকুম! আমার এই ছোট্ট
ব্লগে আপনাকে স্বাগতম।
222486
১৭ মে ২০১৪ সকাল ০৬:৩৭
শেখের পোলা লিখেছেন : বাংলাদেশ হাইকমিশনের ফোন নম্বর যোগাড় করে ধৈর্য না হারিয়ে জেনে নিতে পারেন৷ নিজে না গিয়ে ডাকের মাধ্যমেই ভাল হবে৷ অবশ্য যদি তারা দয়া করে করে দেন৷৷
১৭ মে ২০১৪ সকাল ০৯:২৬
169821
দ্য স্লেভ লিখেছেন : কনসুলেটে মেইল করেছি রিপ্লাই নাই। আমার নতুন পাসপোর্ট ৫ বছরের পুরোনো। তাই এটা হাতে লেখা হলেও রিনিউ করা যাবে। এটি ১০ বছরের পুরোনো হলে মেশিন রিডেবল নিতে হত। আমার ওখানে ফ্লাই করা লাগবে না। এখান থেকে ফি দিয়ে পাসপোর্ট পাঠিয়ে দিলে হবে।
222624
১৭ মে ২০১৪ বিকাল ০৪:৪৩
শেখের পোলা লিখেছেন : মেইলের জবাব পাবেননা৷ ফোনকরে আলাপ করে তবে পাঠান৷ সাথে রিটার্ন টিকিট সহ ইনভেলপ পাঠাতেও ভুলবেননা৷ ছবিতো লাগবেই৷
222891
১৮ মে ২০১৪ সকাল ০৯:১৫
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আইমান হামিদের সাথে যোগাযোগ করুন। ও ওরেগনেই থাকে।
১৮ মে ২০১৪ সকাল ০৯:৩০
170222
দ্য স্লেভ লিখেছেন : লাগবে না, পুরোটা জানা হয়ে গেছে... Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File