ঘানার লক্ষ্য সেমিফাইনাল !
লিখেছেন লিখেছেন ২০১৪ বিশ্বকাপ ফুটবল ব্রাজিল ০৩ মে, ২০১৪, ০১:৫৭:২০ দুপুর
জার্মানি, পর্তুগালের মতো প্রবল প্রতিপক্ষ গ্রুপে, হালকা করে দেখার উপায় নেই যুক্তরাষ্ট্রকেও। নিজেদের সামর্থ্য জানা আছে ঘানার
ডিফেন্ডার স্যামুয়েল ইনকমের, জানেন প্রতিপক্ষের শক্তিও। বিশ্বকাপে প্রত্যাশার লাগাম তাই ছুটতে দিচ্ছেন না ইনকম, ‘আমরা জানি
বিশ্বকাপে আমরা সেরা দলগুলোর একটি নই। বিশ্বকাপের লক্ষ্য নিয়ে তাই বাস্তববাদীই থাকছি।’ কী সেই লক্ষ্য? ‘দক্ষিণ আফ্রিকার
যতদূর গিয়েছিলাম, এবার তার চেয়ে এক ধাপ বেশি যেতে চাই’—জবাব তাঁর। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত গত বিশ্বকাপে উরুগুয়ের
কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ঘানা। এবার কি সেই আক্ষেপ ঘুচিয়ে শেষ চারে খেলতে পারবে ইনকমের
দল?
ফেসবুকে আমরা ।। যুক্ত হোন - আমাদের সাথে ।
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইচ্ছাকৃতভাবে গোল লাইন হতে হাত দিয়ে বল ধরে ছিল সে । ফলশ্রুতিতে ঘানা পায় পেনাল্টি এবং সুয়ারেজ খায় লাল কার্ড ।
সেটা ছিল অতিরিক্ত সময়ের সেকেন্ড হাফ শেষের কয়েক সেকেন্ড আগে ।
এই সময়ে পেনাল্টির চেয়ে আর কোন মোক্ষম সুযোগ কি আশা করতে পারতো ঘানা ? পেনাল্টির ঘোষনা আর সুয়ারেজের লাল কার্ড পাওয়াতে সে সময়ে উরুগুয়ের ডি-বক্সে থাকা ঘানার প্লেয়াররা হাততালি দিয়েছিল সেমি ফাইনালে যাবার নিশ্চিত সুযোগ পেয়েছে বলে ।
সেটাতে গোল দিতে পারলেই উরুগুরের সেন্টারের সাথে সাথে খেলা শেষ হয়ে যেত ।
গালি দিতে হলে আসামোয়াহ জিয়ানকে দেন । কারণ সুয়ারেজ তার ফাউলের জন্য শুধু লাল কার্ডই পায় নি , সেমি ফাইনালও খেলতে পারে নি লাল কার্ডের নিয়মানুসারে ।
মন্তব্য করতে লগইন করুন