'ব্যাডবয়' বালোতেল্লিকে ঘিরে ইতালির আশা

লিখেছেন লিখেছেন ২০১৪ বিশ্বকাপ ফুটবল ব্রাজিল ১৬ মে, ২০১৪, ০২:৫১:০৯ দুপুর



'দি ব্যাড বয়'। ফুটবলে ব্যাড বয়ের আনাগোনা থাকে হরহামেশা। কিন্তু কতজন ব্যাড বয়কে ইতিহাস ধারণ করেছে! ভক্তরা মনে রেখেছে আমৃত্যু! খুব বেশি নয়। যেমন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার কথাই ধরা যাক। ভক্তদের হৃদয়ে বসে রাজত্ব করছেন দিব্যি। কিন্তু কে না জানে, ম্যারাডোনাও ফুটবলের একজন 'ব্যাড বয়'! মারিও বালোতেলি্ল হাল আমলে ফুটবলের অন্যতম 'ব্যাড বয়'। তার রাফ-টাফ আচরণ অনেক সময়ই ভক্তদের আহত করেছে। কোচের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে। তাই বলে ভক্তরা কিংবা ক্লাব তাকে পরিত্যাগ করেনি। বিশেষ করে ইতালিতে মারিও বালোতেলি্লই তরুণ প্রজন্মের নিশানবরদার। বিশ্বকাপে তিনিই হতে যাচ্ছেন ইতালিয়ানদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। মঙ্গলবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ সিজারে প্রাণদেল্লি। এই দলে স্থান পেয়েছেন বালোতেলি্ল ছাড়াও পিরলো, ডি রোসি, গুইসেপ রোসিরা। আছেন গোলরক্ষক বুফনও। প্রাথমিক দলে জুভেন্টাসেরই আধিপত্য। ছয় জন আছে জুভ তারকা। এছাড়া এসি মিলানের চারজন, তুরিনো ও পারমার তিন জন করে এবং রোমা, ফিওরেন্টিনা ও নেপোলির দুই জন করে ফুটবলার প্রাথমিক দলে স্থান পেয়েছেন। মারিও বালোতেলি্লকে ঘিরে দুই বছর আগে স্বপ্নের জাল বুনেছিল আজ্জুরিরা। ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে আস্থার প্রতিদানও দিয়েছিলেন তিনি।

ফেসবুকে খুজে নিন ...

২০১২ ইউরোতে তার দুর্দান্ত পারফরম্যান্সেই দুরন্ত জার্মানিকে একরকম উড়িয়ে দিয়েছিল ইতালি। ফাইনালে স্প্যানিশ বাধার মুখে না পড়লে দ্বিতীয়বারের মতো ইতালিয়ানরা ইউরো জয় করতেই পারত। সে অতীত হয়ে গেছে। বর্তমান বাস্তবতা, ব্রাজিল বিশ্বকাপ দোর গোড়ায়। বিশ্বকাপের রঙে রঙিন হতে গিয়ে ইতালিয়ানরা স্বপ্ন দেখার পাশাপাশি স্বপ্ন ভঙ্গ হওয়ার আশঙ্কায়ও দিন কাটাচ্ছে। দলে তারকার অভাব নেই। বুড়ো আন্দ্রে পিরলো এখনো তারুণ্যের শক্তি নিয়ে মধ্য মাঠে দৌড়ে বেড়াচ্ছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ড্যানিয়েল ডি রোসি, রিকার্ডো মন্টোলিভো, থিয়াগো মোত্তা, মারকো ভেরাত্তিরা। আক্রমণে আছেন গুইসেপ রোসি। তবে এতসব তারকার ভিড়েও আপন আলোয় উজ্জ্বল মারিও বালোতেল্লি। এই ব্যাড বয়কে ঘিরেই ইতালিয়ানদের সব আশা-আকাঙ্ক্ষা। কিন্তু তিনি কি পারবেন ইতালিয়ানদের স্বপ্ন পূরণ করতে! বিস্ময়মাখা এই প্রশ্নটাই আশঙ্কার সৃষ্টি করছে ইতালিয়ানদের মনে।

2014 FIFA World Cup Brazil

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222318
১৬ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : দেখা যাক কি হয়। স্বপ্ন দেখতে দোষ কি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File