বাংলাদেশের ১০০ শ্রেষ্ঠ মানুষের তালিকায় কারা আছেন? আগ্রহ থাকলে যেনে নিতে পারেন । বাংলাদেশেও এমন একটি বই আছে দেখলাম । ইহা বিজ্ঞাপন নয়, জানানোর জন্য ।
লিখেছেন লিখেছেন সেলাপতি ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৬:৫৭ সকাল
যাদের কৌতুহল আছে। কে আছে এই ১০০ জন শ্রেষ্ঠ বাংলাদেশীর তালিকায় তারা পড়তে পারেন । তবে এই তালিকা বা সিলেকশনই সেরা এটা মনে করার কোন কারন নেই । প্রাথমিক ভাবে ৫০০ জনের একটি জীবনি তালিকা প্রস্তুত করা হয় । তার পর এগুলো বিভিন্ন পেশার মানুষ যেমন শিক্ষক . প্রথিত যশা সাংবাদিক এবং বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে মার্ক নেয়া হয় সেখান থেকে বিবেচনা করে ১০০ জন আলচিত এবং ইতিহাসের পরিবর্তন কারী মানুষগুলোকে বাছাই করা হয় প্রকাশককে দিলে তিনি তা আনন্দের সাথে বই করেন করেন ।
যার বিশ্বের একশ শ্রেষ্ট মনিষি পড়েছেন তারা দেখেছেন সেখানে যেমন হিটলার চেঙ্গিস খান আছে অত্যাচারি ষ্টালিন আছে আবার সেখানে যিশু খ্রিষ্টও রয়েছেন । কারন হলো যারা এক ক্যারিশমা গুনে ইতিহাসকে বদলে দিয়েছেন । তারাই এখানে স্থান পেয়েছেন ।
১০০ বাংলাদেশীতেও তাই এখানে মুজিব আছেন । আবার তার বিপরিত ব্যাক্তিত্যকেও পাবেন আপনি । এমন একটি তালিকা যেকোন মানুষেরই থাকতে পারে তা হতে পারে এর চাইতে ভাল । নিজের সিলেকটেড মানুষগুলোর তালিকা নিজের কাছে থাকার মজাই আলাদা এবং তা আনন্দের । আমি আনন্দিত যে যিনি সম্পাদনা করেছেন তাকে এই বই এর কাজে সাহায্য করতে পেরে ।
প্রকাশক ঃ মিজান পাবলিশার্স
একুশে বই মেলা
০১৭১১৪০০২১৮
বিষয়: বিবিধ
১৬৭৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিবিসির যে জরিপে বঙ্গবন্ধু সর্বকালের সেরা বাঙ্গালী হয়েছিলেন সেখানে হাসিনা ছিলেন ২৮ নং এ এবং খালেদা ছিলেন ২৯ নং এ। গোলাম আজম ছিলেন ২৪ নং এ।
(অফ টপিক : সেলাপতি শব্দটির অর্থ কি ?
নাকি সেনাপতি নাম নিতে চেয়েছিলেন , রেজিস্ট্রেশনের সিস্টেমে পড়ে সেটা সেলাপতি হয়ে গিয়েছে ?)
(Spanish: Sistema Económico Latinoamericano
ল্যটিন আমেরিকার অর্থিতিক পদ্দতি'র নাম সেলা (SELA)Spanish: Sistema Económico Latinoamericano
পতি (Poti)জর্জিয়ার একটি প্রাচিন নগরী যা খ্রিষ্টপূর্ব ৭ শতক থেকে মানুষের পদচারনায় মুখর ।
নাকি সেনাপতি নাম নিতে চেয়েছিলেন , রেজিস্ট্রেশনের সিস্টেমে পড়ে সেটা সেলাপতি হয়ে গিয়েছে
আমারো জানার আগ্রহ রইল। অনেক ধন্যবাদ
(Spanish: Sistema Económico Latinoamericano
ল্যটিন আমেরিকার অর্থিতিক পদ্দতি'র নাম সেলা (SELA)Spanish: Sistema Económico Latinoamericano
পতি (Poti)জর্জিয়ার একটি প্রাচিন নগরী যা খ্রিষ্টপূর্ব ৭ শতক থেকে মানুষের পদচারনায় মুখর । এভাবেই নেলাপতি
পরে লিখে দিয়েছেন বিজ্ঞাপন নয়!!! ১০০ মানুষকে জানাতে চাইলে বিজ্ঞাপন না দিয়ে পোস্ট উল্লেখ করে দিতে তবেই শিরোনামের সচ্ছতা পাওয়া যেত!!
আপনি সঠিক বলেছেন তা ভাল হত । কিন্তু তার জন্য আমার স্ক্যানিং ম্যাাশিনের প্রয়োজন হতো । আমার তা নেই । অথবা লিখতে হতো । যে কারনে এনম একটি বই হয়েছে আমি কেবল জানাতে চাইলাম সবাইকে যার আগ্রহ আছে তারা জানবে বা কিনবে অথবা সংগ্রহ করে পড়বে ।
মন্তব্য করতে লগইন করুন