বাংলাদেশের ১০০ শ্রেষ্ঠ মানুষের তালিকায় কারা আছেন? আগ্রহ থাকলে যেনে নিতে পারেন । বাংলাদেশেও এমন একটি বই আছে দেখলাম । ইহা বিজ্ঞাপন নয়, জানানোর জন্য ।

লিখেছেন লিখেছেন সেলাপতি ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৬:৫৭ সকাল



যাদের কৌতুহল আছে। কে আছে এই ১০০ জন শ্রেষ্ঠ বাংলাদেশীর তালিকায় তারা পড়তে পারেন । তবে এই তালিকা বা সিলেকশনই সেরা এটা মনে করার কোন কারন নেই । প্রাথমিক ভাবে ৫০০ জনের একটি জীবনি তালিকা প্রস্তুত করা হয় । তার পর এগুলো বিভিন্ন পেশার মানুষ যেমন শিক্ষক . প্রথিত যশা সাংবাদিক এবং বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে মার্ক নেয়া হয় সেখান থেকে বিবেচনা করে ১০০ জন আলচিত এবং ইতিহাসের পরিবর্তন কারী মানুষগুলোকে বাছাই করা হয় প্রকাশককে দিলে তিনি তা আনন্দের সাথে বই করেন করেন ।

যার বিশ্বের একশ শ্রেষ্ট মনিষি পড়েছেন তারা দেখেছেন সেখানে যেমন হিটলার চেঙ্গিস খান আছে অত্যাচারি ষ্টালিন আছে আবার সেখানে যিশু খ্রিষ্টও রয়েছেন । কারন হলো যারা এক ক্যারিশমা গুনে ইতিহাসকে বদলে দিয়েছেন । তারাই এখানে স্থান পেয়েছেন ।

১০০ বাংলাদেশীতেও তাই এখানে মুজিব আছেন । আবার তার বিপরিত ব্যাক্তিত্যকেও পাবেন আপনি । এমন একটি তালিকা যেকোন মানুষেরই থাকতে পারে তা হতে পারে এর চাইতে ভাল । নিজের সিলেকটেড মানুষগুলোর তালিকা নিজের কাছে থাকার মজাই আলাদা এবং তা আনন্দের । আমি আনন্দিত যে যিনি সম্পাদনা করেছেন তাকে এই বই এর কাজে সাহায্য করতে পেরে ।

প্রকাশক ঃ মিজান পাবলিশার্স

একুশে বই মেলা

০১৭১১৪০০২১৮

বিষয়: বিবিধ

১৬৭৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339353
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২৯
হতভাগা লিখেছেন : এই তালিকাতেও বঙ্গবন্ধু অবিসংবাদিতভাবে ১ নং য়েই থাকবেন ।

বিবিসির যে জরিপে বঙ্গবন্ধু সর্বকালের সেরা বাঙ্গালী হয়েছিলেন সেখানে হাসিনা ছিলেন ২৮ নং এ এবং খালেদা ছিলেন ২৯ নং এ। গোলাম আজম ছিলেন ২৪ নং এ।

(অফ টপিক : সেলাপতি শব্দটির অর্থ কি ?

নাকি সেনাপতি নাম নিতে চেয়েছিলেন , রেজিস্ট্রেশনের সিস্টেমে পড়ে সেটা সেলাপতি হয়ে গিয়েছে ?
)
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২৭
280700
সেলাপতি লিখেছেন : Latin American Economic System or "SELA"
(Spanish: Sistema Económico Latinoamericano
ল্যটিন আমেরিকার অর্থিতিক পদ্দতি'র নাম সেলা (SELA)Spanish: Sistema Económico Latinoamericano

পতি (Poti)জর্জিয়ার একটি প্রাচিন নগরী যা খ্রিষ্টপূর্ব ৭ শতক থেকে মানুষের পদচারনায় মুখর ।
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪১
280708
সেলাপতি লিখেছেন : না না প্রিয় হতভাগা এখানে জনাব মুজিবকে ১ নম্বরে পেলাম না । ঐ প্লেসটা দখর করেছেন শের এ বাংলা একে ফজলুল হক । গোলাম আজম সাহেব আছেন ৯৮ সম্বরে । বাংলার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব সম্ভবত ৬ নম্বরে আছেন ।
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৪৮
280731
হতভাগা লিখেছেন : আমার জিজ্ঞাসার পর পরই মনে হয় নেটে সার্চ দিয়ে নিকের এই কাহিনী বানাইছেন
339357
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : হতভাগা লিখেছেন : সেলাপতি শব্দটির অর্থ কি ?

নাকি সেনাপতি নাম নিতে চেয়েছিলেন , রেজিস্ট্রেশনের সিস্টেমে পড়ে সেটা সেলাপতি হয়ে গিয়েছে


আমারো জানার আগ্রহ রইল। অনেক ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩২
280705
সেলাপতি লিখেছেন : লিখেছেন : Latin American Economic System or "SELA"
(Spanish: Sistema Económico Latinoamericano
ল্যটিন আমেরিকার অর্থিতিক পদ্দতি'র নাম সেলা (SELA)Spanish: Sistema Económico Latinoamericano

পতি (Poti)জর্জিয়ার একটি প্রাচিন নগরী যা খ্রিষ্টপূর্ব ৭ শতক থেকে মানুষের পদচারনায় মুখর । এভাবেই নেলাপতি
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪৩
280709
নাবিক লিখেছেন : "সেলাপতি" জব্বর নিক নেম। তবে সবাই সেলাকে সেনা মনে করছে।
339362
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লেখকের নাম আর তালিকাটা দিলে ভাল হতো!
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩১
280703
সেলাপতি লিখেছেন : তালিকা দেয়াটা কঠিন । কারন এতে স্ক্যনিং করতে হবে আমাকে । আমার হাতের কাছে কোন স্ক্যানিং ম্যাশিন নেই । এই অপারগতার জন্য আমি ক্ষমা প্রার্থি ভাই জনাব রিদওয়ান কবির সবুজ এর কাছে ।
339377
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪৪
নাবিক লিখেছেন : এই তালিকায় কি "হুমায়ূন আহমেদ" আছেন? থাকলে কতো নং এ আছেন?
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪৯
280711
সেলাপতি লিখেছেন : হ্য হ্য আছেন মনে আছে । আমি তার তথ্য বহুল আলোচনাই দেখলাম । নাবিক ভাল থাকুন
339405
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৩৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আমার নামটা আছে কি ? মজা করলাম ভাই। তবে কালেকশনে রাখার মত একটা বই নিশ্চয়।
339517
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি লিখেছেনঃ বাংলাদেশের ১০০ শ্রেষ্ঠ মানুষের তালিকায় কারা আছেন? আগ্রহ থাকলে যেনে নিতে পারেন!!!!



পরে লিখে দিয়েছেন বিজ্ঞাপন নয়!!! ১০০ মানুষকে জানাতে চাইলে বিজ্ঞাপন না দিয়ে পোস্ট উল্লেখ করে দিতে তবেই শিরোনামের সচ্ছতা পাওয়া যেত!!
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩৩
281227
সেলাপতি লিখেছেন : নুর আয়শা আব্দুর রহিম
আপনি সঠিক বলেছেন তা ভাল হত । কিন্তু তার জন্য আমার স্ক্যানিং ম্যাাশিনের প্রয়োজন হতো । আমার তা নেই । অথবা লিখতে হতো । যে কারনে এনম একটি বই হয়েছে আমি কেবল জানাতে চাইলাম সবাইকে যার আগ্রহ আছে তারা জানবে বা কিনবে অথবা সংগ্রহ করে পড়বে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File