নিত্য নতুন কার্টুন কৌতুক..........................
লিখেছেন লিখেছেন অপি বাইদান ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৯:৪০ সকাল
আল্লার মুমিনগন- একটি নতুন কার্টুন প্রশাস করার জন্য দুঃখিত।
বিষয়: বিবিধ
২৩০২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাধাহীন লিখার অঙ্গীকার মানে এই নয় যে কারও ধর্মানুভূতিতে লাগাতার আঘাত দিতে প্লট তৈরি করে দেওয়া হবে ।
এ ধরনের পোস্টের জন্য ব্লগারকে নোটিশ দিয়ে ব্যান করে দেবার জন্য মডারেটরদের কাছে দাবী জানালাম ।
ইসলাম নিয়ে নোংরা কথা বলার ক্ষেত্র বানিয়ে দেবার জন্য মডারেটরগণ আপনারা কিন্তু পরকালে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবেন না । তখন অপিরাও আপনাদেরকে সেভ করতে এগিয়ে আসবে না ।
যুক্তিমনস্কদের কাছে ওসব আল্লা/টাল্লার স্থান নেই। উন্মুক্ত ব্লগে ধর্মের যুক্তিযুক্ত সমালোচনা হবে, ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হবে, অপদস্থ করা হবে, ব্যঙ্গ করা হবে। যেমন করা হয়ে থাকে সাহিত্য, চলচ্চিত্র, খেলাধুলা বা অন্যান্য যাবতীয় বিষয়কে।
সভ্য মানুষের বিবেক তো মরে যায় নি। যুক্তিমনস্কদের কাছে ওসব লম্পট নবীর কোন স্থান নেই। উন্মুক্ত ব্লগে ধর্মের যুক্তিযুক্ত সমালোচনা হবে, ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হবে, অপদস্থ করা হবে, ব্যঙ্গ করা হবে। যেমন করা হয়ে থাকে সাহিত্য, চলচ্চিত্র, খেলাধুলা বা অন্যান্য যাবতীয় বিষয়কে।
ধন্যবাদ।
জন্মের শুরুতেই আলী-আয়শা কাইজ্যা, আলী-মুয়াবিয়া ফ্যাসাদ, কারবালায় হোসেন-ইয়াযিদ কামড়া কামড়ি.......। আর আজকের মুমিন-মুমিন রক্তক্ষয় বলার অপেক্ষা রাখে না।
তো ভায়া, মুমিনের বুঝ কি হাটুতে??
মন্তব্য করতে লগইন করুন