টাকা আমার টাকা
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৫:১০ সকাল
তুমি যে আমার নয়নের মনি
তুমিই চখের আলো।
তুমি ছারা যে সবই আঁধার
তোমাকেই বেসেছি ভালো।।
তুমি আছো বলেই
বেঁচে আছি মোরা,,,
চলেনা যে কারোর
শুধু তুমি ছারা।।
তুমি তুমি করে
কাটে সারা বেলা
তোমারে ডাকিয়া
ফেটে যায় গলা।।
যতো পাই তবু
বলি,আরো চাই।
কিভাবে বলোতো
তোমা দেখা পাই,,?
কোথা যেতে হবে
বলো তোমা তরে,,?
তুমি বিনা যেন
সুখ নেই ঘরে।।
ছোটো থেকে বড়ো
সবে তোরে চায়,,,
তোর তরে সবাই
করে হায় হায়,,,।।
যাওয়া যায় যতো
নিচে চলে যাবো,,,
তবু তোকে চাই
নিশ্চই পাবো,,,।।
ছলে বলে তাই
তোমাকেই চাই,,
কৌশল যতো
করিয়া যাচাই,,।।
তোমার জন্যই শেষমেশ আমি
ধরি জিবনের বাজি,,,।
তোমার জন্য তুচ্ছ এ প্রাণ
দিয়ে দিতে আমি রাজি।।
যাইহোক হবে,,প্রাণ যায় যাবে
বাঁচলে তোমায় পাবো,,।
তোমা কৃপা হলে,সবই পদতলে
দুনিয়া মুঠোয় পাবো,,।।
সততাকে দেখে ফিরেও চাওনা
ঘৃণা কর তুমি তারে,,
অসতের ডাকে সারা দিয়ে তুমি
চলেযাও তার ঘরে,,।।
এবার বলো কি নাম আমার,,?
কি নামে সবাই ডাকো,,?
আমাকে না পেলে তোমরা সবাই
কতো জন ভাল থাকো,,,?
বিষয়: বিবিধ
৮০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন