চাওয়া ও পাওয়া
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ১৬ জুন, ২০১৪, ০৫:৫৪:৪৭ বিকাল
কিছু কিছু চাওয়া কিংবা কিছু পাওয়ার মাঝেই জীবনের সব পূর্ণতা সীমাবদ্ধ না । জীবন টা ছোট কিন্তু ছোট এই জীবনের প্রতিফলন ব্যাপক ।
জীবনের আস্ফালনে কখন কষ্ট আসে , কিন্তু আমরা সেই কষ্ট কে সারা জীবনের হতাশটা ভাবি । কিন্তু এক বার ও চিন্তা করি না এই কষ্টের অন্তরালে সুখ অপেক্ষা করছে ।
এই সুখ টা আমরা স্পশ করতে পারি না । এটা ভুললে চলবে না যে দুঃখের পরেই কিন্তু সুখ আছে । গোলাপ ফুল কে না ভালোবাসি । কিন্তু বাগান থেকে গোলাপ ফুল ছিরে আনতে কিন্তু গোলাপের কাঁটার আঘাত কিন্তু পেতেই হবে । আমি পূর্বেই বলেছি, এখনও বলছি কষ্ট বলতে কিছু নেই । জীবনের কিছু কষ্ট মানেই সফলতার পথ খুজে পাওয়া । কিন্তু এই কষ্ট টা মোকাবেলা করতে হয় সঠিক ভাবে ।
কিন্তু আমরা হতাশায় ফলে আমাদের এই এই কর্মক্ষম জীবন কে ঠেলে দিচ্ছি চরম অনিচ্চিতায় ,
আমাদের এখন ও সময় আছে সকল কষ্ট ভুলে জীবন কে সুখের করার ।জীবনের দক্ষিণা অভিশাপ কে নিজেকে মুক্ত রাখার ।
কেননা যতই কিছু হোক আপনি শুধু আপনার জীবনকে সুখের করতে পারবেন সেটা অন্য কারো দ্বারা সম্ভব না । তাই আপনার জীবনেই আপনিই রঙিন করুন আপন শক্তিতে ।
আপনিই পারেন নিজের সুখ নিতেই তৈরি করতে , কিন্তু তার জন্য লাগবে আপনার প্রতি আপনার আত্নবিশ্বাস , আর নিজেকে মনে করতে হবে আপনিই সসবার থেকে সেরা আর আপনিই সবার থেকে সব চেয়ে ভালো আছেন । এই বিশ্বাস আপনাকে ভবিষ্যৎ জীবনকে সুখের করতে সাহায্য করবে ।
বিষয়: বিবিধ
৩৪১৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন