প্রেরণা
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ০৬ জুন, ২০১৪, ০৮:০৯:১৩ সকাল
মানুষের জীবন কারো জন্য থেমে থাকে না , জীবনটা প্রত্যেক মুহূর্তে সুন্দর করা যায় , তার জন্য দরকার হয় তীব্র মনোশক্তি , চেতনা ও বেঁচে থাকার প্রেরণা ।
কষ্ট বলতে কিছু নেই , আমরা কষ্ট বলতে যা বুজি , যা অনুভব করি তা নিছক একটি মরীচিকা । এই মরীচিকা কে দূরে ঠেলে দেয়ার নামই জীবন ।
এই জীবনের প্রতিটা মুহূর্ত হল অনাবিল আনন্দ , অনাবিল সুখ । কিন্তু সেটা অর্জন করতে হয় ।
কিন্তু আমরা মিছেমিছি এই বহুল কাঙ্খিত সুখকে দুঃখে পরিণত করি ।
জীবনকে সাজানোর সবচেয়ে বড় শক্তি হল শপথ গ্রহণ করা , জীবনে এক ফোঁটা কষ্ট না পাবার তীব্র আকাঙ্খা নিজের মাঝে সঞ্চার করা ।
আমি কি বলছি জানি না , আমার এই কথাটা কতটুকু সত্যি সেটাও জানি না ।
কিন্তু এই কথার প্রমাণ মিলেছে আমার নিজের মধ্যে , আমি আমার জীবনের সকল কষ্ট , বেদনা , অস্বস্তি দূর করতে পেরেছি । আমি আমার জীবনের চরম স্বাদ , অনাবিল সুখ অর্জন করতে পেরেছি ।
এখন আমি প্রতি মুহূর্তে নিজে সুখী ভাবি । নিজের উপর আজ অনেকটা আত্নবিশ্বাস জম্মেয়েছি ।
আর সেই যোগ্যতা অর্জন করতে পেরেছি শুধু মাত্র নিজেকে ভালোবেসে , চারপাশের সবকে আপন করে ।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উপলব্ধি তে যদি নাই আসে সুখ দুঃখ বুজবে কিসে। উপলব্ধির জন্য অনুভবের শক্তি লাগে।
মন্তব্য করতে লগইন করুন