ভালবাসার অপমৃত্যু
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ২৯ মে, ২০১৪, ০৭:৩০:০১ সন্ধ্যা
- আচ্ছা তুই কিরে লাবন্য?
-: কেন আমি আবার কি করলাম?
- আজ ২বছর হতে চলেছে ছেলেটিকে এখনও এক্সেপ্ট
করছিসনা!
-: ও তুই তানভীরের কথা বলছিস?
তানভীর এবং লাবন্য একই কলেজে পড়াশুনা করে এবং লাবন্য এটাও জানে পাগলটা তাকে ভীষণ ভালবাসে_তবুও তাকে বার বার ফিরিয়ে দেয় লাবন্য, আর যতবারই তানভীরকে ফিরিয়ে দিয়েছে স্পষ্ট দেখেছে তানভীরের চোঁখে কত ভালবাসা তার জন্য জমা রেখেছে পাগলটা।এ ভালবাসার ভাগ কাউকে দিতে চায়না লাবন্য,
বেশকিছুদিন আগে তানভীরকে তারই বান্দবী নুপুরের সাথে দেখেছিল কথা বলতে, সেদিন কত ঝগড়াই না করেছিল নুপুরের সাথে, আজও কথা বলেনা নুপুরের সাথে। কিন্তু আজ কেন জানি খুব ভয় করছে তানভীরকে হারানোর ভয়.. নাহহ কাল তানভীরকে বলেই দেবে কতটা ভালবাসে লাবন্য ওকে। রাতে তানভীরকে এসএমএস করে জানিয়ে দেয় কাল টিএসসিতে দেখা করতে চায়,
এ রাত যেনো শেষ হচ্ছেনা লাবন্যর ছুটে যেতে ইচ্ছে করছে তানভীরের কাছে, তানভীরের উষ্ণ বুকে মুখ লুকিয়ে বলতে চায়
ভালোবাসি তোমায় অনেক ভালোবাসি। লাবন্য আগে এসেই বসে আছে পাগলটা যে কেন এখনও আসছেনা? ঐতো পাগলটা রাস্তার ওপাশে দাঁড়িয়ে একগুচ্ছ গোলাপ হাতে, তানভীর দুর থেকে দেখছে আজ লাবন্যকে নীল শাড়িতে ঠিক পরীর মত লাগছে, আজ তার পরীকে অনেক কিছু বলার আছে, বুকের ভীতর কতকথা যে জমা!
ঠিক সেই সময় একটা গাড়ি এসে রক্তাক্ত করে ফেলে রেখে যায় তানভীরকে। ফুলগুলো তার রক্তাক্ত দেহের সাথে লেপ্টে থাকে,
একটা সময় নিস্তেজ হয়ে পড়ে থাকে তানভীর, লাবন্যর পা দুটো যেনো এবনরমাল হয়ে যায়, চোঁখ দিয়ে গড়িয়ে পরে অজস্র অস্রু।
তানভীরকে ছুয়ে ডাকছে উঠো দেখো আমি তোমার দেয়া নীল শাড়ি পড়ে এসেছি, আমাকে নিয়ে না তুমি মেঘ ছুতে চেয়েছিলে? ছুঁতে
চেয়েছিলে ওই আকাশের তাঁরা?
আমার হাত ধরে যেতে চেয়েছিলে দুর অজান্তে .... কিন্তু তানভীর চলে গেছে বুকে নিয়ে তার অজস্র ভালবাসা যা লাবন্যকে দেওয়া হলনা
মোরাল:
কাউকে ভালবাসলে তাকে অবহেলা না করে বলে দাও। নয়তো তাকে হারানোর যন্ত্রনায় কুড়ে খাবে তোমায়, যা হয়তো তুমি সইতে পারবেনা।
বিষয়: সাহিত্য
১২৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন