পথ-হাঁরা পথিক
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ১২ মে, ২০১৪, ০৪:২১:২০ রাত
কিছু কিছু আবেগ মানুষ কে অযথা কাঁদায়। কেন জানি নিজেকে খুব একা একা লাগে । কেন জানি ভালোবাসা কে খুব বেশি তুচ্ছ মনে হয় । মানুষ এর জীবনে এত কষ্ট আসে কেন ? আমি তু কোন কষ্ট পেতে চাই না । তার পরেও কেন আমার জীবনে এই রকম কষ্ট বার বার আসে ? আমি তু কোন পাপ করি নি । আমি তু খুব বড় কিছু চায়নি , শুধু একটু সুখ, একটু ভালোবাসা চেয়েছি।
কেন আমি সব কিছু মাঝে মাঝে পেয়েও হারাই। আমি কাওকে ভালবাসলে যেই ভালোবাসা এত অভিশপ্ত হয় কেন ? সেই ভালোবাসাই এত কষ্ট থাকে কেন ? মাঝে মাঝে এই আবেগ গুলু ধরে রাখতে পারি না । যখন ধরে রাখতে পারি না তখন চোখের কোণে কিছু লোনা পানি জমে যায়। বুকের ভিতরটা খুব ছটপট করে ।
তখন নিজেকে সামলানো খুব দুর্বিষহ হয়ে যায়। নিজের সাথে নিজে আর অভিনয় করতে পারছি না। পারছি না মিছে ভালো থাকার স্বপ্ন দেখতে।
মন আর ভালোবাসা আজ আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে । আমি কি পারব ফিরিয়ে আনতে আমার ভালোবাসা ,আমার বাসনাকে ,আমার মন ,আমার লালিত– পালিত স্বপ্নকে ।
বিষয়: সাহিত্য
১৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন