জীবন অন্তরালে এক কাব্য
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ১৬ এপ্রিল, ২০১৪, ০৭:২৮:২৭ সকাল
জীবনের দ্বার প্রান্তে আসে কিছু অজানা কে নতুন ভাবে জানার তীব্র মনোবাসনা সবারই তো থাকে, তাঁর ব্যতিক্রম আমিও না ।
জানি জীবনের খেয়া পথে সকলকেই জানার ইচ্ছা থাকে । আর সকলের মাঝে একজন কেই নিয়ে থাকে স্বপ্ন , তাকে নিয়েই চলতে হয় নতুন ভাবে , কিন্তু কি এক অজানা কারণে তা হয়ে উঠে না জীবনের প্রশান্তি । হয়তবা কেউ ভালোবেসে সুখী , আবার কেউ নীল বিস্বাদে তিক্ত । কেউ জানে , কেউ বা জানে না । কিন্তু মানুষের বিবেক , মন আর চোখের জল এই তিনটিই মানুষকে নিয়ে যায় এই দ্বার প্রান্ত থেকে ওই দ্বার প্রান্তে । এটাই হয়তো নিয়তি । আমার কাছে মনে হয় এই তিনটি একে অপরের সাথে একি সুতায় বাধা। কষ্ট মানুষের জীবনে থাকবেই , তাই বলে এই কষ্ট মানুষকে কুঁড়ে কুঁড়ে খাওয়ার কোন অধিকার রাখে না । পারে না কাউকে ধ্বংস করতে , পারে না সারাটি জীবন চোখের জল হয়ে গড়াতে । আমি জানি সুখ সহজে সবার জীবনে ধরা দেয় না । কিন্তু শত শত কষ্টের নীলিমায় সবাই তো একটু সুখের আশা করে । এই আশা অন্যায় কিছু না , এটা তো কোন পাপ না । তাঁর পরেও কেন মানুষের জীবনে এমনটা হয় । আমি জানি না কার মনে কি আছে , আমি জানি না কার কি চাওয়া । সবার মনের ভিতরের এই লুপ্ত জিনিস গুলো বোজা খুব দুর্লভ । কিন্তু তাঁর পরেও মানুষের জীবনে আগত ভালোবাসা গুলো বোজা যায় । আর আমি মনে করি এই জানা কে সম্মান দেয়া উচিৎ। কিন্তু আমরা অবোলা মানুষ মোটেও তা দেখি না সুনজরে । যে আমাকে ভালোবাসে তাঁর ভালোবাসার মর্যাদা রাখতে পারি না । শুধু ঝরাতে পারি কিছু লোনা জল ।
বুঝতে পারি না আমার জীবনের সত্যিকারের ভালোবাসাকে । চিনতে পারি না সবচেয়ে আপনজন , সবচেয়ে কাছের মানুষটিকে । যে সত্যিই আমায় ভালোবাসে । হয়তোবা কখনও কখনও কেউ কেউ তাঁর ভুলটি বুজতে পারে , কিন্তু যখন বুঝে তখন আর কিছু করার থাকে না । সব কিছু হারিয়ে যায় নীল নীলিমায় অদূর দিগন্তে এক অজানা সীমান্তের অন্তরালে ।
বিষয়: বিবিধ
১৩৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন