ভন্ড ফেরকা
লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ২৪ এপ্রিল, ২০১৪, ০৩:২২:৪১ দুপুর
ভন্ড সেই ফেরকার দলে
পীরকে তারা আল্লাহ বলে
ইসাকে যারা আল্লাহ কয়
তাদেরই আল্লাহ কাফের কয়।।
ভোগের জন্য হয় যে তারা
পুরা উন্মাদ জ্ঞান হারা
আল্লাহ রাছুল হইলে পায়
এ জগতের সব সুখ।।
তওবা পড়িয়া ছাড়ো
সেই পীরের আস্তানা
তানা হলে কোন দিনও
আল্লাহর ক্ষমা পাইবা না।।
ফকির উয়ায়ছী ভাবিয়া কয়রে
কাফের হওয়ার ইচ্ছা নাইরে
রাছুল সা. ছাড়া গতি নাই
পীরের সাফায়্যাতের ক্ষমতা নাই।।
বিষয়: সাহিত্য
১০২৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
''তওবা পড়িয়া ছাড়ো
সেই পীরের আস্তানা
তানা হলে কোন দিনও
আল্লাহর ক্ষমা পাইবা না''
বাংলাদেশে এখন ভন্ডের সংখ্যা বেড়ে গেছে....
অনেক সুন্দর হয়েছে.....
কাফের হওয়ার ইচ্ছা নাইরে
রাছুল সা. ছাড়া গতি নাই
পীরের সাফায়্যাতের ক্ষমতা নাই।।
পড়ে অনেক ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন