উয়ায়ছ এর উপদেশ

লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ২৩ এপ্রিল, ২০১৪, ০৩:০৬:২৭ দুপুর

খাজা উয়ায়েছ আল কারণী (রাহ.) বানী

উপরে উঠিতে ইচ্ছা যখন করেছি,

নম্রতার মধ্যে আমি নিশ্চয় পেয়েছি।

পরকালে মাতব্বরী যখন চেয়েছি,

মানুষের উপকারে, অর্জন করেছি।

সাহায্য মনুষ্য হতে যখন চেয়েছি,

সত্যতা হইতে তাহা নিশ্চয় পেয়েছি।

মর্যাদা মানুষ মধ্যে চেয়েছি যখন,

গরীবী হালাতে তাহা পেয়েছি তখন।

উচ্চ বংশ উচ্চ নাম যখনই চেয়েছি,

ভয়ের সাহায্যে তাহা তখনই পেয়েছি।

অতি উচ্চ ইজ্জতেরে চেয়েছি যখন,

অবশ্য সবুরী মধ্যে পেয়েছি তখন।

পরকালে শান্তি আমি চেয়েছি যখন,

ইহকালে শান্তি ছেড়ে’ পেয়েছি তখন।

--এই পক্তিটি আমার দাদা মুরশিদের বই থেকে নেওয়া।

বিষয়: সাহিত্য

৮১৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212258
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৯
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
212280
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৮
নীল জোছনা লিখেছেন : মেনে চলার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File