তোমায় ভালোবাসার কথাটা
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ০৭ জুন, ২০১৪, ০১:৫৮:৪০ রাত
এবার এবার এবার!!!!
আমি তোমার ভালোবাসার তুফান হব
তোমাকে যা বলার সরাসরি বলে দিব,
আর তুমি বলবে ''আমি জ্ঞ্যান হারাব মরে যাব, বাঁচাতে পারবেনা কেউ''
তোমার হৃদয়ে জাগবে সীমাহীন ভালোবাসার ঢেউ।
আমি বলে দিব বলে দিব
তোমার ভালবাসা গলিয়ে দিব,
আমি গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসব
আর তুমি বলবে ''ছি এরকম স্টাইলে কেও অফার দেয় নাকি?''
আমি বলব, ''আছে নাকি কোন শুভঙ্করের ফাঁকি?''
পিছন থেকে ব্ল্যাক গোলাপটা বের করে
পেতে দিব তোমার তোর্
বলে দিব ''সিবালভা কেমাতো মিআ''
তুমি লজ্জা দিলে আমায় ''সোজা করে বল ভাইয়া''।
আমি বলি ''তাহলে জাতীয় সঙ্গীতের ২য় লাইন শোনাও''
সে ''তাহলে আমাকে আগে গোলাপের গন্ধ শোঁকাও'',
আমি ''এত চালাক কেন তুমি?''
সে ''তোমার জন্য, শুধু তোমার জন্য এমন হয়েছে আমি''।
''ভালোবাসি ভালোবাসি, তোমাকে অনেক ভালবাসি''
''আমিও, কোন ভণিতা পণিতা নয়,তোমার ভালবাসাতেই আমার হাসি'',
''উফফ!!!তারপরেও তোমার? বুক ফুটে তো মুখ ফুটে না''
''ওরে অবুঝ কেন পুরোটা বুঝনা?''।
''আমি যেভাবে বলেছি সেভাবে বল''
''তাহলে আমার হাতটি ধরে চল''।
বিষয়: বিবিধ
১৪৯৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আচ্ছা......''সিবালভা কেমাতো মিআ'' মানে কি?
০ ঠিকই । মুখে বলে না , কারণ কখনও যদি প্রত্যাখ্যান করে আপনাকে তখন যেন বলতে পারে যে ,'' তুমি তো আমাকে ভালবেসেছ একচেটিয়া , আমি কি তোমাকে কখনও মুখে বলেছি যে, তোমাকে ভালবাসি ?
০ মানে, আপনার ভালাবাসা যখন একেবারেই উঁচুতে উঠে গেছে মানে পাহাড়ের চুড়ায় তখন উনি মাত্র স্টার্ট করবেন ।
ঠিক সেই মূহুর্তে যখন ঝড় ঝাপটা শুরু হবে তখন কিন্তু আপনি পড়বেন মহা বিপদে , আর সে যেহেতু মাত্র গোড়াতে তার পক্ষে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া সহজ হবে ।
সব ছেলেরা এরকম বলেই তারা ছ্যাকা খায় বেশী কারণ, যে পর্যায়ে গিয়ে তাকে ছ্যাকা দেওয়া হয় ততক্ষনে সে চুড়ায় উঠে গেছে , সেখান থেকে পড়লো আস্ত থাকে না কেউ ।
মেয়েরা এসবের ব্যাপারে একেবারেই সুপারফিসিয়াল এবং খুবই সতর্ক, এমনকি বিয়ে হয়ে গেলেও তারা এটা বলে না পাছে সম্পর্ক বজায় রাখার দায়টা তার ঘাঢ়ে এসে যায় ।
প্রেম বা বিয়ে যে কোন ব্যাপারে নিজের ভালবাসা তথা দূর্বলতার কথা মুখে বলা চরমতম বোকামী । কারণ এতে অন্যপক্ষ মনে করে যে ঠ্যাকাটা আসলে তারই, তাই সে আর নিজেকে ধরে রাখতে পারে নি। পরে এ নিয়ে সেই বোকা মানুষটাকে না বলিয়েরা ভালই নাচন নাচায় ।
ও মনে মনে তোমাকে ভাল বেসেছি
আমি তোমাকে ভাল বেসেছি
বলবনা বলেছি"
বাংলা সিনেমার সোনালি যুগের গান।
মন্তব্য করতে লগইন করুন