তোমায় ভালোবাসার কথাটা

লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ০৭ জুন, ২০১৪, ০১:৫৮:৪০ রাত



এবার এবার এবার!!!!

আমি তোমার ভালোবাসার তুফান হব

তোমাকে যা বলার সরাসরি বলে দিব,

আর তুমি বলবে ''আমি জ্ঞ্যান হারাব মরে যাব, বাঁচাতে পারবেনা কেউ''

তোমার হৃদয়ে জাগবে সীমাহীন ভালোবাসার ঢেউ।

আমি বলে দিব বলে দিব

তোমার ভালবাসা গলিয়ে দিব,

আমি গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসব

আর তুমি বলবে ''ছি এরকম স্টাইলে কেও অফার দেয় নাকি?''

আমি বলব, ''আছে নাকি কোন শুভঙ্করের ফাঁকি?''

পিছন থেকে ব্ল্যাক গোলাপটা বের করে

পেতে দিব তোমার তোর্‌

বলে দিব ''সিবালভা কেমাতো মিআ''

তুমি লজ্জা দিলে আমায় ''সোজা করে বল ভাইয়া''।

আমি বলি ''তাহলে জাতীয় সঙ্গীতের ২য় লাইন শোনাও''

সে ''তাহলে আমাকে আগে গোলাপের গন্ধ শোঁকাও'',

আমি ''এত চালাক কেন তুমি?''

সে ''তোমার জন্য, শুধু তোমার জন্য এমন হয়েছে আমি''।

''ভালোবাসি ভালোবাসি, তোমাকে অনেক ভালবাসি''

''আমিও, কোন ভণিতা পণিতা নয়,তোমার ভালবাসাতেই আমার হাসি'',

''উফফ!!!তারপরেও তোমার? বুক ফুটে তো মুখ ফুটে না''

''ওরে অবুঝ কেন পুরোটা বুঝনা?''।

''আমি যেভাবে বলেছি সেভাবে বল''

''তাহলে আমার হাতটি ধরে চল''।

বিষয়: বিবিধ

১৪৯৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231630
০৭ জুন ২০১৪ সকাল ০৬:৪২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck প্রেমাপ্লুত হয়ে পড়িলুম, তবে ব্যাথা পাইনি Tongue Tongue Tongue তাড়াতাড়ি একটা নীলপরী নিয়্যাসেন Yahoo! Fighter Yahoo! Fighter

আচ্ছা......''সিবালভা কেমাতো মিআ'' মানে কি? At Wits' End At Wits' End At Wits' End At Wits' End
০৭ জুন ২০১৪ সকাল ০৯:১৬
178400
হতভাগা লিখেছেন : এটা মনে হয় জাপানী ভাষা :Thinking
০৮ জুন ২০১৪ সকাল ১১:৪৩
178926
প্রফেসর ফারহান লিখেছেন : লাইনটা উলটিয়ে পড়েন @ সূর্যের পাশে হারিকেন। অবশ্যই নীলপরী নিয়ে আসব, দোয়া করেন।
231649
০৭ জুন ২০১৪ সকাল ০৯:২১
হতভাগা লিখেছেন : ''উফফ!!!তারপরেও তোমার? বুক ফুটে তো মুখ ফুটে না''

০ ঠিকই । মুখে বলে না , কারণ কখনও যদি প্রত্যাখ্যান করে আপনাকে তখন যেন বলতে পারে যে ,'' তুমি তো আমাকে ভালবেসেছ একচেটিয়া , আমি কি তোমাকে কখনও মুখে বলেছি যে, তোমাকে ভালবাসি ?
০৭ জুন ২০১৪ দুপুর ০২:৪১
178544
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
Applause Applause Applause Applause Applause
Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming
০৮ জুন ২০১৪ সকাল ১১:৪৪
178927
প্রফেসর ফারহান লিখেছেন : আপনার কথা ঠিক আছে, আবার মেয়েটা কথাটা তখনি বলবে যখন আপনি তাকে উপচে পড়া অথবা বুকফাটা ভালবাসা দিতে পারবেন।
০৮ জুন ২০১৪ দুপুর ১২:১৪
178935
হতভাগা লিখেছেন : '' আবার মেয়েটা কথাটা তখনি বলবে যখন আপনি তাকে উপচে পড়া অথবা বুকফাটা ভালবাসা দিতে পারবেন। ''

০ মানে, আপনার ভালাবাসা যখন একেবারেই উঁচুতে উঠে গেছে মানে পাহাড়ের চুড়ায় তখন উনি মাত্র স্টার্ট করবেন ।

ঠিক সেই মূহুর্তে যখন ঝড় ঝাপটা শুরু হবে তখন কিন্তু আপনি পড়বেন মহা বিপদে , আর সে যেহেতু মাত্র গোড়াতে তার পক্ষে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া সহজ হবে ।

সব ছেলেরা এরকম বলেই তারা ছ্যাকা খায় বেশী কারণ, যে পর্যায়ে গিয়ে তাকে ছ্যাকা দেওয়া হয় ততক্ষনে সে চুড়ায় উঠে গেছে , সেখান থেকে পড়লো আস্ত থাকে না কেউ ।

মেয়েরা এসবের ব্যাপারে একেবারেই সুপারফিসিয়াল এবং খুবই সতর্ক, এমনকি বিয়ে হয়ে গেলেও তারা এটা বলে না পাছে সম্পর্ক বজায় রাখার দায়টা তার ঘাঢ়ে এসে যায় ।

প্রেম বা বিয়ে যে কোন ব্যাপারে নিজের ভালবাসা তথা দূর্বলতার কথা মুখে বলা চরমতম বোকামী । কারণ এতে অন্যপক্ষ মনে করে যে ঠ্যাকাটা আসলে তারই, তাই সে আর নিজেকে ধরে রাখতে পারে নি। পরে এ নিয়ে সেই বোকা মানুষটাকে না বলিয়েরা ভালই নাচন নাচায় ।
০৮ জুন ২০১৪ বিকাল ০৫:০৪
179113
প্রফেসর ফারহান লিখেছেন : হতভাগা, কেও যে ভালবাসার কথা বলেনা তানা। আপনি হয়ত এখনকার যুগে অধিকাংশের পরিসংখ্যান টানছেন। কিন্তু আসলে এরকম হয় মাঝে মাঝে গুটিকয়েক ভালবাসার কাহিনীতে। আর আমি কবিতাটা লিখেছি একদম কল্পনাবিলাসী মস্তিষ্ক থেকে, নিজের প্রেম বা অন্য কোন কাহিনি থেকে নয়। Straight Face
231654
০৭ জুন ২০১৪ সকাল ০৯:৪০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ জুন ২০১৪ সকাল ১১:৪৫
178928
প্রফেসর ফারহান লিখেছেন : Winking)
231770
০৭ জুন ২০১৪ দুপুর ০১:০৮
আহ জীবন লিখেছেন : "কথা বলবনা বলেছি শুনব না শুনেছি
ও মনে মনে তোমাকে ভাল বেসেছি
আমি তোমাকে ভাল বেসেছি
বলবনা বলেছি"

বাংলা সিনেমার সোনালি যুগের গান।
০৮ জুন ২০১৪ সকাল ১১:৪৫
178929
প্রফেসর ফারহান লিখেছেন : আরেব্বাহ, আপনি তো ভাল গান জানেন দেখি
232264
০৮ জুন ২০১৪ দুপুর ০১:০৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কোথায় যেন চলে গিয়েছিলাম---হঠাৎ করে হাতে দেখি মাউসটা! দারুন লিখেছেন
০৮ জুন ২০১৪ বিকাল ০৫:০২
179109
প্রফেসর ফারহান লিখেছেন : হুম, হায় হায় বলেন কি? <:-P

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File