বংলাদেশের বাজেট নিয়ে কেন ভাববো না? ============================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৭ জুন, ২০১৪, ০১:৪৮:২৪ রাত

দেশের সবচেয়ে বড় বাজেট হয় প্রতিবার কিন্তু এটা নিয়ে মিডিয়া যত হৈচৈ করে তার যুক্তি কোথায়? যখন দেখি......

# দেশের সমগ্র অর্থনীতির ৬০% কালো বা অপ্রদর্শিত। যা কখনই বাজেটের আওতায় নয়।

# মুক্তিযুদ্ধ এবং অগ্রগতির মূল চেতনা গণতন্ত্র আজ ভূলুন্ঠিত...

# অবৈধ ভাবে ভারতের জোড়ে ক্ষমতায় টিকে থাকা সরকার বাজেট দিচ্ছে...

# রাজস্ব ব্যয় যার মূল অংশ হল সরকারী কর্মচারী পোষা... তা মেটানোর জন্য জনগনের উপর প্রত্যক্ষ, পরোক্ষ কর আরোপ করা হচ্ছে... যে সরকারী কর্মচারীদের বড় অংশ দূর্ণীতিবাজ, জনগনের নীপিড়ন, আলীগের অনায্য এজেন্ডা বাস্তবায়ন যাদের কাজ তাদের জন্য কর দেয়া লাগছে

# সরকারী কর্মচারী নিয়োগ, প্রমোশন এবং বদলী যখন দলীয় মাপকাঠিতে হয়। কোটা পদ্ধতি, প্রশ্ন ফাঁস, ভায়ভাই বেশী দিয়ে অমেধাবীদের নিয়োগ দেয়া হয় তখন কেন আমরা বাজেট নিয়ে চিন্তা করব?

# পুলিশ, র‍্যাব এবং যৌথ বাহিনী যখন অবৈধ এবং মানবতা বিরোধী সরকারের এজেন্ডা বাস্তবায়নে গুলি করে, গুম করে হত্যা করে... গনগ্রেফতার করে গ্রাম উজার করে আবার সেই বাহিনীর জন্য আমরা ট্যাক্স দেই তখন বাজেট নিয়ে আর কি ভাবব?

# উন্নয়ন বাজেট পূর্ণ করা হয় ব্যাংক লোন নিয়ে আবার সেই বাজেটে হয় পুকুর চুরি... সড়ক, স্থানীয় সরকার, রেল, স্বাস্থ্য খাতে যখন দেখি ১০০ টাকার কাজের ভিতর ৭৫ টাকাই চুরি হয় তখন...??

# শিক্ষাতে যখন দেখি প্রশ্ন ফাঁস, দূর্নীতির মহাউৎসব তখন?

# গ্রামের হাসপাতালে ডাক্তার, ঔষধ, এবং স্বাস্থ্যসেবার করুন হাল দেখি...

# সামাজিক নিরাপত্তা কর্মসূচী, ধান-চাল কেনা, টিউবওয়েল দেয়া মানেই দলীয়করন ক্যাডার পোষা তখন?

# যখন প্রবাসীদের কষ্টার্জিত ঘাম মিশ্রিত টাকা নিয়ে বড়াই করি কিন্তু তাদের সবচেয়ে অবহেলিত দেখি।

# ব্যাংক লুটপাট এবং ভুয়া এলসির দৌরাত্ব সাথে ব্যাপক মানি লন্ডারিং...

তার পরেও আজ বাজেট///

সিপিডি, প্রথম আলো সহ মিডিয়ার ঈদ

আর

জনগননের ১০% এর আতঙ্ক...

৯০% ছাগলের তিন নম্বর বাচ্চা হবার দিন......!!!!!

বিষয়: বিবিধ

৭৬০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231758
০৭ জুন ২০১৪ দুপুর ১২:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : না ভাবলেও ভাই এই বাজেট কিন্তু ঠিকই আপনার আমার জিবনে প্রভাব বিস্তার করে। আর একটা ভিক্ষুক ও এখন ট্যাক্স দেয়। কারন ভিক্ষুক যে ছোট্ট দোকানে চা খায় তার উপরও একটি নির্দৃষ্ট অংকের ভ্যাট আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File