বন্ধু যেদিন তোর সাথে দেখা হবে
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ০১ মে, ২০১৪, ১০:১০:০৩ সকাল
যেদিন তোর সাথে দেখা হবে
সেদিন সব ভুলে যাব,
যেদিন তোর সাথে দেখা হবে
সেদিন দুজনে মিলে স্কুলের চটপটি খাব।
যেদিন তোর সাথে দেখা হবে
সেদিন ছোটবেলার মত ক্রিকেট খেলব,
যেদিন তোর সাথে দেখা হবে
সেদিন মোরা আনন্দে আত্মহারা হব।
যেদিন তোর সাথে দেখা হবে
সেদিন সুখদুঃখের আলাপ করব,
যেদিন তোর সাথে দেখা হবে
সেদিন সব ভুলের জন্য মাফ চাইব আর মাফ করে দিব।
যেদিন তোর সাথে দেখা হবে
সেদিন দুজন হাত ধরে অজানায় চলে যাব,
যেদিন তোর সাথে দেখা হবে
সেদিন না হয় শেষে এসে পরের দেখার জন্য বিদায় নিব।
বিষয়: বিবিধ
১০৭৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেদিন মোরা আনন্দে আত্মহারা হব
তোর পকেটের টাকায় চাইনিচ খাবো
আমাকে একা ফেলে থাকিস তুই
দুরে -দুরে
তুইত ছিলিনা এমন!
মন্তব্য করতে লগইন করুন