যতবার অন্যায়ভাবে আপনি প্রবৃত্তির খায়েশ মেটাবেন

লিখেছেন লিখেছেন সাফওয়ান ০১ মে, ২০১৪, ১০:৩০:৫৬ সকাল

​​​আপনি যতবার অন্যায়ভাবে আপনার প্রবৃত্তির খায়েশ মেটাবেন, হোক সে ট্যারা চোখে গাইর-মাহরাম নারীর দিকে তাকানো অথবা টেলিভিশনের পর্দায় তাকিয়ে থেকে স্বল্পবসনা চরিত্রহীন নারীদের দেহের বিভঙ্গ দেখা, অথবা চুরি করে কিছু খাওয়া, কিছু অন্যায়ভাবে মেরে দেয়া, বাসে উঠে টাকা না দিয়ে বাস থেকে নেমে পড়া, আপনি আপনার শারীরিক চাহিদাকে হারাম উপায়ে পূরণ করবেন, কিংবা যতবার অন্যায়ভাবে প্রবৃত্তির চাওয়া পূরণ করবেন -- আপনি আপনাকেই ধ্বংস করছেন।

প্রতিটি কামনা ও বাসনার প্রতি সাড়া আপনাকে নামিয়ে দিবে নিচে। যেভাবে নক্ষত্র খসে পড়ে আকাশ থেকে, আপনি বুঝতে পারবেন আপনার মনুষ্যত্বের পতন। আপনার নামাজে মনোযোগ কমে যাবে, আল্লাহর কাছে কাঁদতে পারবেন না, হৃদয় পাপে শক্ত হয়ে যেতে থাকবে আপনি নিজের ভবিষ্যতকে এভাবেই ধ্বংস করতে থাকবেন।

বাঁচতে হলে অনুতপ্ত হয়ে আর কখনো করবেন না এমন নিয়াত করে তাওবা করতে হবে। যদি ফিরে পেতে চান হৃদয়ের শান্তি, যদি অনুভব করতে চান প্রিয়জনদের ভালোবাসা -- আপনাকে নিজের পশুত্বকে কুরবানি করে ফিরে আসতে হবে। মনে রাখবেন, পাপাসক্ত অন্তর কখনো পবিত্র ভালোবাসার সৌন্দর্যকে অনুভব করতে পারে না।

সাবধান হোন। দুনিয়া ও আখিরাতে কল্যাণ চাইলে হারাম থেকে দূরে থাকুন। নিশ্চয়ই শয়তান চাইবে আপনাকে প্রতিনিয়ত পথভ্রষ্ট করতে। আল্লাহ আমাদেরকে অন্যায়, অশ্লীল ও মন্দকাজ থেকে দূরে থাকার তাওফিক দিন।

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215825
০১ মে ২০১৪ সকাল ১০:৪২
মারুফ_রুসাফি লিখেছেন : খুবই ভালো লাগলো
215833
০১ মে ২০১৪ সকাল ১০:৫১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
215835
০১ মে ২০১৪ সকাল ১০:৫২
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ধন্যবাদ ভাই, অনেক ভালো লেগেছে, মানতে চেষ্টা করবো ইনশাল্লহ!
215848
০১ মে ২০১৪ সকাল ১১:১৪
হতভাগা লিখেছেন : আল্লাহ আমাদেরকে অন্যায়, অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে থাকার তাওফিক দিন - আমীন ।
215853
০১ মে ২০১৪ সকাল ১১:২৬
প্রবাসী আশরাফ লিখেছেন : শয়তানের ধোকায় পড়ে প্রবৃত্তির তাড়নাকে প্রাধান্য দিয়ে কোন অন্যায় হয়ে গেলে সাথে সাথে তওবা করে ঐ পথ থেকে ফিরে আসাটাই আমাদের কাম্য। আল্লাহ যেন আমাদের সকল মন্দ কাজ থেকে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রন করার তৌফিক দান করেন - আমীন।
215863
০১ মে ২০১৪ সকাল ১১:৩৬
শিশির ভেজা ভোর লিখেছেন : আল্লাহ আমাদেরকে অন্যায়, অশ্লীল ও মন্দকাজ থেকে দূরে থাকার তাওফিক দিন।
215887
০১ মে ২০১৪ সকাল ১১:৫১
আহ জীবন লিখেছেন : চরমতম সত্য কথা।
215901
০১ মে ২০১৪ দুপুর ১২:২৭
egypt12 লিখেছেন : আল্লাহ আমাদের সকলকে রহম কর Praying
215903
০১ মে ২০১৪ দুপুর ১২:৩০
আমি মুসাফির লিখেছেন : প্রতিটি কামনা ও বাসনার প্রতি সাড়া আপনাকে নামিয়ে দিবে নিচে।
যেভাবে নক্ষত্র খসে পড়ে আকাশ থেকে, আপনি বুঝতে পারবেন আপনার মনুষ্যত্বের পতন।
আপনার নামাজে মনোযোগ কমে যাবে, আল্লাহর কাছে কাঁদতে পারবেন না, হৃদয় পাপে শক্ত হয়ে যেতে থাকবে আপনি নিজের ভবিষ্যতকে এভাবেই ধ্বংস করতে থাকবেন।

অতি বাস্তব এবং অতি সত্য কথাটি আপনিতুলে ধরেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং
১০
215958
০১ মে ২০১৪ দুপুর ০১:৪২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আল্লাহ আমাদেরকে অন্যায়, অশ্লীল ও মন্দকাজ থেকে দূরে থাকার তাওফিক দিন।
১১
215997
০১ মে ২০১৪ দুপুর ০২:৩৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুবই গুরুত্বপূর্ণ লেখা। ভালোলাগলো। Rose Rose Good Luck Good Luck Rose Rose
১২
216265
০১ মে ২০১৪ রাত ১০:৪৯
নিশা৩ লিখেছেন : অনেক ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য।
১৩
223746
২০ মে ২০১৪ দুপুর ০২:২০
চক্রবাক লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File