ভাল থাকিস...!
লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ০৮ এপ্রিল, ২০১৪, ১০:২৩:৩৯ রাত
ভাল থাকিস চেনা ভোরের আলো, ভাল থাকিস একলা থাকা মন...
ভাল থাকিস মন ভেজানো মেঘ, ভাল থাকিস নিশ্চুপ সারাক্ষন...
ভাল থাকিস হাতের ফাকে রোদ, ভাল থাকিস ইচ্ছে ঘুড়ির ডানা...
ভাল থাকিস সারাদিনের গল্প, ভাল থাকিস হারিয়ে যেতে মানা...
ভাল থাকিস এমনি অনেক কিছু, ভাল থাকিস আশকারাদের টান...
ভাল থাকিস পকেট ভরা স্বপ্ন, ভাল থাকিস অস্থির অভিমান...
ভাল থাকিস চোখের কাজল আঁকা, ভাল থাকিস দোহায় দেয়া বুক...
ভাল থাকিস গামছা মোড়া প্রান, ভাল থাকিস ঘুমিয়ে পড়া সুখ...
ভাল থাকিস শুধুই যেন নই, ভাল থাকিস সব হারানোর দেশ...
ভাল থাকিস নিয়ম ভেঙ্গে গড়া, ভাল থাকিস শুরু থেকে শেষ.....!
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল থাকিস নিয়ম ভেঙ্গে গড়া, ভাল থাকিস শুরু থেকে শেষ.....!
অনেক সুন্দর লিখেন আপনি। ধন্যবাদ
"ভালো থেকো "
মন্তব্য করতে লগইন করুন