বিয়ের আগে যেসব বই পড়া উচিত

লিখেছেন লিখেছেন সাফওয়ান ০৮ এপ্রিল, ২০১৪, ১০:৩২:৫১ রাত

​​অনেকবার শুনেছি 'স্বামী-স্ত্রী অন্তরঙ্গতা' কী সেই বিষয়ে কৌতুহল মেটানোর নাম করে অনেক বেয়াদব, নির্লজ্জ, পাপাচারী লোক বাজারের অশ্লীল ও বেহায়াপনার উপকরণ কামসূত্র, যৌনদ্দীপক গল্প/উপন্যাস, নোংরা চটি বই/ওয়েবসাইট, পর্নোগ্রাফি মুভি ক্লিপস দেখার বিষয়কে স্বাভাবিক করার চেষ্টা করেন। চিন্তা করে দেখুন, পুরো বিষয়টাই 'স্বাভাবিক' হিসেবে ধরা কোন সুস্থ লোকের পক্ষে সম্ভবই না। যেসব লোক এইসব নির্লজ্জতা, ব্যভিচার, অশ্লীলতা ও বেহায়াপনাকে সমাজে সহজ করতে কাজ করেছেন/করছেন আল্লাহ তাদেরকে ভুল বুঝে ফিরে আসার তাওফিক দিন। নয়ত আল্লাহ তাদেরকে স্তব্ধ করে দিন যেন এই সমাজকে আর বেশি কলুষিত করতে না পারে।

তারপরেও অনেক মুসলিমের কাছে প্রশ্ন হয়ে দাঁড়ায়, তাহলে আমরা কেমন করে জানবো। আমাদের জেনে রাখা উচিত, আল্লাহ ও তার রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এমন কোন কিছুই রাখেননি যা পরিষ্কারভাবে আমাদেরকে পথ দেখায় না। সেইরকম করেই বিয়ে এবং বিবাহিত জীবনের প্রতিটি বিষয়ই ইসলামে পরিষ্কার উদ্ধৃত আছে। তবে, ইসলাম মার্জিত হতে শেখায়, পরিশীলিত চিন্তা ও ভাষা ব্যবহার করে সংযত ও শুদ্ধ হতে শেখায়।

পারিবারিক জীবন নিয়ে কিছু বই আছে, সেগুলো পড়ে নিতে পারেন যারা অতি-উৎসাহী। বাংলা ভাষায় রচিত বই -

১) পরিবার ও পারিবারিক জীবন'-- লিখেছেন, মাওলানা আবদুর রহীম (রাহিমাহুল্লাহ) যা বাজারে সুপ্রচলিত। আগ্রহীরা কিনে ফেলবেন ইনশা আল্লাহ।

২) বিয়ে: স্বপ্ন থেকে অষ্টপ্রহর - মির্জা ইয়াওয়ার বেগ; প্রকাশক: সিয়ান পাবলিকেশন।

এছাড়া ইংরেজিতে কিছু বই আছে যা নিয়ে আপনি বিয়ে ও বিবাহিত জীবন সম্পর্কে জানতে পারবেন:

১) বিয়ের ফিকহ সম্পর্কে জানতে পড়ুন, Garments of Love and Mercy : লিখেছেন ড বিলাল ফিলিপস। https://app.box.com/s/b251f12a934028a893e1

২) পারিবারিক জীবনের জন্য ৪০টি টিপস নিয়ে বই, The Muslim Home : 40 Recommendations, শাইখ সালিহ আল মুনাজ্জিদ https://app.box.com/s/65u4lp0yu3pcjtlbxdpk

৩) বিখ্যাত ওয়েবসাইট Kalamullah.com থেকে পড়তে পারেন শাইখ নাসিরুদ্দিন আল-আলবানির লেখা বই . Etiquettes of Marriage and Wedding - http://www.kalamullah.com/etiquettes-marriage.html

৪) বর-বধূর বিষয়গুলো এবং পারিবারিক জীবন সম্পর্কে জানতে জনপ্রিয় ওয়েবসাইট IslamQA.info কর্তৃক রেফারেন্স দেয়া বই The Bride's Boon লিখেছেন মাহমুদ এম আল-ইস্তানবুলি : https://app.box.com/s/ytsg0hd88x7t5wsdc161

৫) বিখ্যাত ওয়েবসাইট OnIslam.net কর্তৃক রেফার করা বই The Muslim Marriage Guide লিখেছেন রুকাইয়া ওয়ারিস মাকসুদ https://app.box.com/s/xlxnmwzbd2esx08gdoeo

৬) ড ইয়াসির ক্বাদি রচিত ছোট্ট একটি বই : Like A Garment: https://app.box.com/s/zstopn0t2xvma4fh4dds

যারা খুব শীঘ্রই বিয়ে করছেন না, তারা ইংরেজি বইগুলোর ১ এবং ২ পড়লেই যথেষ্ট উপকৃত হবেন ইনশা আল্লাহ। তবু অনুরোধ, কোনদিন কখনই নষ্টদের কাছে কিছু শিখতে যাবেন না। সেই পাপের দায়বভার কেবল আপনারই হবে।

আল্লাহ আমাদের অন্তরগুলোকে কলুষতামুক্ত করে দিন। আল্লাহ পবিত্র, তিনি আমাদেরকে তার গুণে গুণান্বিত হবার তাওফিক দিন।

বিষয়: বিবিধ

২৭১৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204753
০৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৯
সুস্থ মন লিখেছেন : খুব ভালো লাগলো ।
204760
০৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : খুব ভালো লাগলো কিন্তু বইগুলো পাবো কোথায়?
204786
০৮ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৫
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
204792
০৯ এপ্রিল ২০১৪ রাত ১২:০৬
উমাইর চৌধুরী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
204798
০৯ এপ্রিল ২০১৪ রাত ১২:১৬
মাটিরলাঠি লিখেছেন : এই বইগুলো পড়ে বিবাহিত ও অবিবাহিত উভয়ই উপকৃত হউক।

অনেক অনেক ধন্যবাদ।

204820
০৯ এপ্রিল ২০১৪ রাত ০১:২১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বিয়ে নিয়ে আপনি খুব লিখেন! অনেকগুলো ভালো বইয়ের লিংক দিলেন অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক
204988
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা যেীনতার মত একটি প্রয়োজনিয় বিষয়কে এতই লজ্জা আর ট্যাবু দিয়ে ঢেকে ফেলেছি যে এর জন্য কোন সঠিক শিক্ষা না পেয়ে কিশোর তরুনরা ভুল পথে যেতে বা অশ্লিলতার দিকে চলে যায়। বিষয়টি মানবজিবনেরই অংশ। তাই এটাকে ট্যবু করার কিছু নয় এই বোধটুক মানুষের মধ্যে আসতে হবে। এই প্রসঙ্গে একটি ঘটনা শিক্ষনিয়। হযরত উমর (রাঃ) একবার তার কন্যা উম্মুল মুমিনিন হাফসা(রাঃ) কে জিজ্ঞাসা করলেন একজন স্ত্রী তার স্বামিকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে। হযরত হাফসা(রাঃ) প্রথমে লজ্জা বশত উত্তর নাদিলে হযরত উমর(রাঃ) বলেন যে আল্লাহ তায়লা কখনও সত্য প্রকাশে লজ্জাবোধ করেননা। তখন হাফসা(রাঃ) আয্গুল দিয়ে চার সংখ্যাটি প্রদর্শন করেন। যার পর হযরত উমর (রাঃ) চারমাসের বেশি কোন সৈনিককে পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা যাবেনা বলে আইন তৈরি করেন। এই থেকে শিক্ষা টি হচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা কোন অপরাধ নয় কেবল শালিনতা বজায় রাখাই শর্ত।
205085
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৬
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন যে ব্যক্তি সমাজে অশ্লীলতা ছড়ায় এবং কামনা করে যে এ সব বিষয় প্রকাশিত হোক তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
205443
১০ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমি তো এহানে কমেন্ট করেছিলাম! আমার কমেন্টডা কই গেলো?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File