স্বপ্ন দেখলাম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৮ এপ্রিল, ২০১৪, ১০:৩৯:৪১ রাত
রাতে স্বপ্ন দেভলাম আমি একটি মরুভূমীতে হাটছি। দেখলাম পানি,আমি পা দিয়ে পানির অস্তিত্ব পরখ করার চেষ্টা করে বুঝলাম এটা পানি নয়,আমি মরিচিকা দেখছি। খানিক পর দেখলাম বৃষ্টি হল এবং মরুভুমীতে হাটু পর্যন্ত বৃষ্টি জমে গেল। রাখালরা অনেক সংখ্যক গরু নিয়ে আসল এবং গরুগুলো তা পান করতে থাকল। আমি হাটতে থাকলাম এবং দেখলাম সবুজ ভূমী এবং অসাধারণ সুন্দর। সেখানে বড় বড় বান্দর দেখলাম এবং তারা সকলে আনন্দে ডিগবাজি খাচ্ছে। খানিক পর দেখলাম, আমেরিকান সরকার আমার কাছে একটি মেইল পাঠিয়েছে এবং সেখানে তারা আমাকে কোনো এক সম্মানের কারনে নাগরিকত্ব প্রদান করেছে।
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
আসমান থেকে পাতাল
তাই না ।
মন্তব্য করতে লগইন করুন