সবচেয়ে বড় মানব পতাকা তৈরির রেকর্ড ভাংলো পাকিস্তান
লিখেছেন লিখেছেন অলীক সুখ ২৯ মার্চ, ২০১৪, ০৮:১৩:১২ রাত
গিনেজ বুকে অব ওয়ার্ল্ড রেকর্ডস
কোন মহতি বই বা প্রতিষ্ঠান নয়
যে সেখানে নাম উঠলে জাতির
কোন অর্জন হয়।
গিনেজ ব্রিউয়ারী নামের
একটি অ্যালকোহল চোলাইকারক
প্রতিষ্ঠান এর স্রষ্টা ওস্পন্সর ।
এই বইয়ে নানা রকম রেকর্ড থাকে
যার মধ্যে নাক দিয়ে নুডলস
খাওয়া
একমিনিটে সর্বোচ্চ পরিমান
বার্গার খাওয়া
এক মিনিটে সবচেয়ে বেশী বার
বায়ু নির্গত করা
চুল দিয়ে ট্রাক
টেনে নিয়ে যাওয়া।.....
পাকিস্তান এরি মধ্যে আমাদের
সবচেয়ে বড় মানব পতাকার
রেকর্ডটি ভেঙ্গে দিয়ে আবার
নিজের দথলে নিয়ে নিয়েছে ১৬
ফেব্রুয়ারী ২০১৪ তে।
দুই মাসও টিকে নাই আমাদের
রেকর্ড।
রবিও চুপ, আমাদের সকল মিডিয়াও
চুপ। পাকিস্তানের কাছে এই
পরাজয়ে সকলেই চুপ।
http://www.ndtv.com/article/world/pakistan-breaks-guinness-world-record-of-largest-human-flag-484011
তার মানে আমাদের গানের
রেকর্ডটিও কেউ না কেউ
ভেংগে দেবে।
কর্পোরেট বিজ্ঞাপনি মাতমে,
৯০ কোটি বা ৫০ কোটি ..
যেটাই হোক না কেন খরচ করে এক
বেলার এই রেকর্ড পকেট
ভরবে কিছু বিজ্ঞাপনি সংস্থার
আর গিনেজ বুকে নিজেদের নাম
তোলার গৌরবে আমাদের মন
কিছুদিন আনচান থাকবে।
এরপর আবার নতুন কোন অগভীর
অর্জনের জন্য শুরু হবে মব
তৈরী করা।
বছরে ১২ লক্ষ ছাত্রছাত্রীকে বই
পড়ায় যে প্রতিষ্ঠান, তার নাম
বিশ্ব সাহিত্য কেন্দ্র।
এটা পৃথিবীর সর্ববৃহৎ বই পড়ার
কর্মসুচি। এটা গিনেজ বুকে নাই।
এটার দরকারও নাই।
বছরে ৩১ কোটি পড়ার বই
বিনামূল্যে বিতরন করাও
একটা রেকর্ড। এই সরকারই
সেটা করেছে। সেটার নামও
গিনেজ বুকে নাই।
সত্য কথা হলো, পরিশ্রম করে কিছু
অর্জনকে আমরা দাম
দিতে ভুলে গেছি। চকচক করিলেই
সোনা হয় না, একথার দাম নাই আর!!
চকচক এর দিকেই সব মনোযোগ এখন।
বি:দ্র: এই পোস্টটি শুধুই নিজস্ব মতামত। আশা করি সবাই বুঝার চেষ্টা করবেন। কমেন্ট করার অধিকার সবারই আছে। কিন্তু মনে রাখবেন ব্যবহারেই বংশের পরিচয়।
বিষয়: আন্তর্জাতিক
১০৯৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন