সবচেয়ে বড় মানব পতাকা তৈরির রেকর্ড ভাংলো পাকিস্তান

লিখেছেন লিখেছেন অলীক সুখ ২৯ মার্চ, ২০১৪, ০৮:১৩:১২ রাত

গিনেজ বুকে অব ওয়ার্ল্ড রেকর্ডস

কোন মহতি বই বা প্রতিষ্ঠান নয়

যে সেখানে নাম উঠলে জাতির

কোন অর্জন হয়।

গিনেজ ব্রিউয়ারী নামের

একটি অ্যালকোহল চোলাইকারক

প্রতিষ্ঠান এর স্রষ্টা ওস্পন্সর ।

এই বইয়ে নানা রকম রেকর্ড থাকে

যার মধ্যে নাক দিয়ে নুডলস

খাওয়া

একমিনিটে সর্বোচ্চ পরিমান

বার্গার খাওয়া

এক মিনিটে সবচেয়ে বেশী বার

বায়ু নির্গত করা

চুল দিয়ে ট্রাক

টেনে নিয়ে যাওয়া।.....

পাকিস্তান এরি মধ্যে আমাদের

সবচেয়ে বড় মানব পতাকার

রেকর্ডটি ভেঙ্গে দিয়ে আবার

নিজের দথলে নিয়ে নিয়েছে ১৬

ফেব্রুয়ারী ২০১৪ তে।

দুই মাসও টিকে নাই আমাদের

রেকর্ড।

রবিও চুপ, আমাদের সকল মিডিয়াও

চুপ। পাকিস্তানের কাছে এই

পরাজয়ে সকলেই চুপ।

http://www.ndtv.com/article/world/pakistan-breaks-guinness-world-record-of-largest-human-flag-484011

তার মানে আমাদের গানের

রেকর্ডটিও কেউ না কেউ

ভেংগে দেবে।

কর্পোরেট বিজ্ঞাপনি মাতমে,

৯০ কোটি বা ৫০ কোটি ..

যেটাই হোক না কেন খরচ করে এক

বেলার এই রেকর্ড পকেট

ভরবে কিছু বিজ্ঞাপনি সংস্থার

আর গিনেজ বুকে নিজেদের নাম

তোলার গৌরবে আমাদের মন

কিছুদিন আনচান থাকবে।

এরপর আবার নতুন কোন অগভীর

অর্জনের জন্য শুরু হবে মব

তৈরী করা।

বছরে ১২ লক্ষ ছাত্রছাত্রীকে বই

পড়ায় যে প্রতিষ্ঠান, তার নাম

বিশ্ব সাহিত্য কেন্দ্র।

এটা পৃথিবীর সর্ববৃহৎ বই পড়ার

কর্মসুচি। এটা গিনেজ বুকে নাই।

এটার দরকারও নাই।

বছরে ৩১ কোটি পড়ার বই

বিনামূল্যে বিতরন করাও

একটা রেকর্ড। এই সরকারই

সেটা করেছে। সেটার নামও

গিনেজ বুকে নাই।

সত্য কথা হলো, পরিশ্রম করে কিছু

অর্জনকে আমরা দাম

দিতে ভুলে গেছি। চকচক করিলেই

সোনা হয় না, একথার দাম নাই আর!!

চকচক এর দিকেই সব মনোযোগ এখন।

বি:দ্র: এই পোস্টটি শুধুই নিজস্ব মতামত। আশা করি সবাই বুঝার চেষ্টা করবেন। কমেন্ট করার অধিকার সবারই আছে। কিন্তু মনে রাখবেন ব্যবহারেই বংশের পরিচয়।

বিষয়: আন্তর্জাতিক

১০৯৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199950
২৯ মার্চ ২০১৪ রাত ০৮:৩৭
শিশির ভেজা ভোর লিখেছেন : এসব বালছাল রেকর্ড দিয়ে কাম কি? কামের বেলায় ঠিক নাই আকামে বিজি
১০ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৭
154700
অলীক সুখ লিখেছেন : এইটাই তো বাঙালি.।।।Tongue
200002
২৯ মার্চ ২০১৪ রাত ১০:১১
নীল জোছনা লিখেছেন : সবাই দেখি পাল্লাপাল্লি শুরু করেছে। এতে লাভটা আসলে কি সেটাই তো মাথায় খিলছে না
১০ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৭
154702
অলীক সুখ লিখেছেন : কোন লাভ নাই। লাভের চেয়ে ক্ষতি বেশি।
200018
২৯ মার্চ ২০১৪ রাত ১০:৩১
দ্য স্লেভ লিখেছেন : আপনি সত্য ও সঠিক বলেছেন
200021
২৯ মার্চ ২০১৪ রাত ১০:৩৯
তিতুমীর লিখেছেন : বোরিং লাগলো আপনার লেখাটা। বিষয়বস্তু যাও ছিলো, লেখার স্টাইলটা বিরক্তির উদ্রেক করে। পাতা লম্বা করার এই কৌশল না করলেই কি নয়??
১০ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৮
154703
অলীক সুখ লিখেছেন : ধন্যবাদ।Happy
১০ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৯
154704
অলীক সুখ লিখেছেন : ভাই আমি খুব ভাল লেখক না। আমি শুধু সত্যটা জানানোর চেষ্টা করছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File