মোর বাড়ি অমপুর, মুই অমপুরী-২
লিখেছেন লিখেছেন মুই অমপুরী ১৫ মার্চ, ২০১৪, ০৯:৩৭:৫৯ সকাল
(৪)
এইবার যদি হয় উন্নতি হামার
মঙ্গার দেশোত হউক কারখানা-খামার;
অংমহল আছিল তো এই অমপুরোত
তাজহাট নোয়ায় তো খুব বেশী দুরোত।
(৫)
অংমহল আছিল তাই নাম অমপুর
কায়ো কায়ো কয় তো বাহে অংপুর?
স্বরবর্ণ-তে কথা শুরু হয় হামারগুলার
রুলারকে তাই হামরা কই যে ''উলার''
(৬)
রংগোক কই হামরা সোজাসুজি অং
হাসেন হাসেন না নোয়ায় তো ঢং!
রাজিয়াকে আজিয়া রিয়াজকে ইয়াজ
পিঁয়াজকে ঠিক ফির কইতো পিঁয়াজ।
(৭)
ডায়লোগ শোনেন তাইলে এ্যাকনা কং-
আজা-আনি কীবা কয় শোনেন দিয়া মন;
আনি কয়-আজা তোমার গাত কেনে অক্ত
আজা কয়-অক্ত নোয়ায় আনি--অং অং?
বিষয়: বিবিধ
১২৯৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনারা অংপুর বাসীরা খুবই ভাগ্যবান
মন্তব্য করতে লগইন করুন