মোর বাড়ি অমপুর, মুই অমপুরী-৩
লিখেছেন লিখেছেন মুই অমপুরী ১৫ মার্চ, ২০১৪, ১০:৩৫:৫৮ রাত
(৮)
অমপুরোত আছে জেলা লালমনিরহাট
দহগ্রাম জাগাটাও স্যাটে কুপোকাত;
ইণ্ডিয়ার প্যাটোট বাস করে নোক-
ওমার কপালোত বাহে কীযে দুর্ভোগ।
(৯)
স্বাধীনতা নাই কোনো বিএসেফের দাস
নিজ দ্যাশোত পরবাসী পুরা বারোমাস?
তিনবিঘার বদোলোত দেনো বেরুবাড়ি
তবু দ্যাখো ইণ্ডিয়ার কত বাড়াবাড়ি!
(১০)
হামার জাগাত হামরা, যাবার না পাই
বেরুবাড়ি গ্যালো চলি- তিনবিঘাও নাই?
তিনবিঘা হামার হইবে এই আছিল কথা
সেই আস্তাত হাটমো যে, নাই স্বাধীনতা।
(১১)
সীমান্তোত হামার বাড়ি, ইণ্ডিয়ার সাথোত
ভয়োত চলি, জান থাকে ইন্ডিয়ার হাতোত।
পাখির মতোন গুলি করি উড়ায় খুলি
হামার দিকোত না চায় কায়ো চোখ তুলি!
(১২)
ফিলিস্তিনি মরণখেলা হামারো তো চলে
পাখির মতোন মারে হামাক ছলে ও বলে।
বেরুবাড়ি দিয়া দেনো তিনবিঘা চায়া
তিনবিঘা পানো নাতো বেরুবাড়িও যায়া?
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাখির মতোন মারে হামাক ছলে ও বলে।
পড়ে ভালো লাগার পাশাপাশি কষ্টও কম পেলাম না।
মন্তব্য করতে লগইন করুন