মোর বাড়ি অমপুর, মুই অমপুরী-১
লিখেছেন লিখেছেন মুই অমপুরী ১৫ মার্চ, ২০১৪, ১২:৩৫:৩৫ রাত
(১)
মোর বাড়ি অমপুর, মুই অমপুরী
মঙ্গার দ্যাশ বাহে, নোয়ায় যমপুরী?
কীবা না পাওয়া যায় হামার দ্যাশোত
সউক কিছু কয়া যামো ন্যাকার শ্যাষোত।
(২)
মন দিয়া শোনো বাহে কিছু কথা কং
ন্যাকাপড়া জানোং না, ভাবেন না ঢং!
ইণ্ডিয়ার কাছোত যে হামারগুলার বাড়ি
নোক হামরা সাদাসিদা নাই মারামারি।
(৩)
হালচাষ করি খাই, নাই কারখানা
হয় নাই তাই বাহে ন্যাকাপড়া জানা।
অমপুর এ্যালা হইছে আলদা বিভাগ
কত জনকার যে তাই বাড়ছে দেমাগ?
(চলবে)
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুঃখিত!!
প্রফাইল নেম "জ্যাস বলেছেন যে "
মন্তব্য করতে লগইন করুন