ইভটিজিংঃ আসুন ইভটিজারদের কিছু ছবি দেখি এবং সাবধান হই গণধোলাই থেকে?
লিখেছেন লিখেছেন নামহীন আমি অনামিকা ১৫ মার্চ, ২০১৪, ০৯:৪৭:৫৭ সকাল
মায়ের গর্ভে পুরুষের জন্ম অথচ তারা মায়ের জাতিকে অকারনে জ্বালায়, ইভটিজিং করে, নির্যাতন করে। কিন্তু কেন?
একাজে বেশী সহায়ক সিনেমা-টিভির বাছবিচারহীন কিছু ছবি-যা ইভটিজিং, ধর্ষণ, নির্যাতন, অপহরণসহ নারীর বিরুদ্ধে সবধরনের কর্মকাণ্ডে পুরুষদের উৎসাহ শুধু নয় মারাত্মকভাবে লেলিয়েই দেয় বলা যায়!!
অথচ যারা নারীনির্যাতন বা ইভটিজিংযের বিরুদ্ধে মুখে ফেনা তোলে--তাদেরই অনেকে এসব বস্তাপচা ছবি-সিনেমার নির্মাতা, ইনভেস্টর, পরিচালক কিংবা সেন্সর সনদ প্রদানকারী।
তারা টাকার বিনিময়েই এসব করে বলে মনে হয়---নতুবা গাছের গোড়া কেটে আগায় পানিঢালার মত দুমুখোনীতি নিয়ে তারা নিজেদের লাইম লাইটে আনার এমন হাস্যকর কাজ করতো না।
সিনেমা-নাটকে যে পোশাক-আশাক পরিয়ে নারীদের দেখানো হয়--তা কি বাংলার নারীরা সমাজে পরে থাকে? বাংলার কোন নারী কি হাফপ্যান্ট পরে আর প্রকাশ্যে প্রেম করে বেড়ায়? পুরোনোদিনের সিনেমাতে তেমন নোংরা দৃশ্য কিন্তু দেখা যেতোনা। তখন পরিবেশ এতো খারাপও হয়নি।
ফলে আজকাল নেতা-নির্মাতারা যা খাওয়ায় আমরা তাই বাধ্য হয়ে খাই-গিলি?
মূলতঃ রাষ্ট্রযন্ত্রই সব-তারা ভালোর কাজী কিংবা পাজীর পাজী। তারা অশ্লীল এসব সিনেমা-ছবি বন্ধ করলে --সমাজের নারীনির্যাতন, ধর্ষণ পাপচার অনেকানশেই বন্ধ হবে।
বাকীটা সমাজসচেতনতামূলক প্রচারণা আর ইসলামী শিক্ষা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই দূর করা সম্ভব।
বিষয়: বিবিধ
২৭২০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শাহরুখ খান , অক্ষয়রা যখন স্টেজে সবার সামনে জড়িয়ে ধরে চুমু খায় তখন খুব মজা লাগে !
একই ধরনের কাজ , তবে পার্সন বুঝে ডেফিনেশন , রিয়েকশন ভিন্ন ।
হিপোক্রেসী ভালই চলতেছে ।
শাহরুখ খান , অক্ষয়রা যখন স্টেজে সবার সামনে জড়িয়ে ধরে চুমু খায় তখন খুব মজা লাগে !
একই ধরনের কাজ , তবে পার্সন বুঝে ডেফিনেশন , রিয়েকশন ভিন্ন ।
হিপোক্রেসী ভালই চলতেছে । সহমত
মন্তব্য করতে লগইন করুন