ইভটিজিংঃ আসুন ইভটিজারদের কিছু ছবি দেখি এবং সাবধান হই গণধোলাই থেকে?

লিখেছেন লিখেছেন নামহীন আমি অনামিকা ১৫ মার্চ, ২০১৪, ০৯:৪৭:৫৭ সকাল











মায়ের গর্ভে পুরুষের জন্ম অথচ তারা মায়ের জাতিকে অকারনে জ্বালায়, ইভটিজিং করে, নির্যাতন করে। কিন্তু কেন?





একাজে বেশী সহায়ক সিনেমা-টিভির বাছবিচারহীন কিছু ছবি-যা ইভটিজিং, ধর্ষণ, নির্যাতন, অপহরণসহ নারীর বিরুদ্ধে সবধরনের কর্মকাণ্ডে পুরুষদের উৎসাহ শুধু নয় মারাত্মকভাবে লেলিয়েই দেয় বলা যায়!!



অথচ যারা নারীনির্যাতন বা ইভটিজিংযের বিরুদ্ধে মুখে ফেনা তোলে--তাদেরই অনেকে এসব বস্তাপচা ছবি-সিনেমার নির্মাতা, ইনভেস্টর, পরিচালক কিংবা সেন্সর সনদ প্রদানকারী।



তারা টাকার বিনিময়েই এসব করে বলে মনে হয়---নতুবা গাছের গোড়া কেটে আগায় পানিঢালার মত দুমুখোনীতি নিয়ে তারা নিজেদের লাইম লাইটে আনার এমন হাস্যকর কাজ করতো না।







সিনেমা-নাটকে যে পোশাক-আশাক পরিয়ে নারীদের দেখানো হয়--তা কি বাংলার নারীরা সমাজে পরে থাকে? বাংলার কোন নারী কি হাফপ্যান্ট পরে আর প্রকাশ্যে প্রেম করে বেড়ায়? পুরোনোদিনের সিনেমাতে তেমন নোংরা দৃশ্য কিন্তু দেখা যেতোনা। তখন পরিবেশ এতো খারাপও হয়নি।

ফলে আজকাল নেতা-নির্মাতারা যা খাওয়ায় আমরা তাই বাধ্য হয়ে খাই-গিলি?



মূলতঃ রাষ্ট্রযন্ত্রই সব-তারা ভালোর কাজী কিংবা পাজীর পাজী। তারা অশ্লীল এসব সিনেমা-ছবি বন্ধ করলে --সমাজের নারীনির্যাতন, ধর্ষণ পাপচার অনেকানশেই বন্ধ হবে।





বাকীটা সমাজসচেতনতামূলক প্রচারণা আর ইসলামী শিক্ষা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই দূর করা সম্ভব।

বিষয়: বিবিধ

২৭২০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192435
১৫ মার্চ ২০১৪ সকাল ১১:০৩
হতভাগা লিখেছেন : পাড়ার পোলাপানরা করলে ইভ টিজিং !

শাহরুখ খান , অক্ষয়রা যখন স্টেজে সবার সামনে জড়িয়ে ধরে চুমু খায় তখন খুব মজা লাগে !

একই ধরনের কাজ , তবে পার্সন বুঝে ডেফিনেশন , রিয়েকশন ভিন্ন ।

হিপোক্রেসী ভালই চলতেছে ।
১৫ মার্চ ২০১৪ সকাল ১১:৫২
143285
নামহীন আমি অনামিকা লিখেছেন : আপনার কথা ১০০% সত্য Good Luck Good Luck
192440
১৫ মার্চ ২০১৪ সকাল ১১:০৬
শাহ আলম বাদশা লিখেছেন : হতভাগা লিখেছেন : পাড়ার পোলাপানরা করলে ইভ টিজিং !

শাহরুখ খান , অক্ষয়রা যখন স্টেজে সবার সামনে জড়িয়ে ধরে চুমু খায় তখন খুব মজা লাগে !

একই ধরনের কাজ , তবে পার্সন বুঝে ডেফিনেশন , রিয়েকশন ভিন্ন ।

হিপোক্রেসী ভালই চলতেছে । সহমত
১৫ মার্চ ২০১৪ সকাল ১১:৫৩
143286
নামহীন আমি অনামিকা লিখেছেন : সহমতGood Luck Good Luck Good Luck
192460
১৫ মার্চ ২০১৪ সকাল ১১:৪৮
মুই অমপুরী লিখেছেন : খুব সুন্দর ন্যাকছেন--ডিশ আর ছেনমার কারণে হামার ছাওয়া-পোওয়াগুলা একরে নষ্ট হয়া যাবার নাকছে--বাহে। ন্যাকি যাও বাপু
১৫ মার্চ ২০১৪ সকাল ১১:৫৩
143287
নামহীন আমি অনামিকা লিখেছেন : ভালো লাগলো || ধন্যবাদ ||
192666
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছেলেরা কিছূ করলে হয় ইভ টিজিং আর মেয়েরা যখন ছেলেদের দেখিয়ে বলে খ্যাত কিংবা আনস্মার্ট তখন কি হয়।
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:৪৫
143463
নামহীন আমি অনামিকা লিখেছেন : সেটাও ইভটিজিং
১৫ মার্চ ২০১৪ রাত ১০:১৮
143473
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইভ কি ছেলে হতে পারে Yawn :Thinking :Thinking
১৫ মার্চ ২০১৪ রাত ১১:০৭
143485
নামহীন আমি অনামিকা লিখেছেন : আদমকে খ্রিস্টানরা ইভ বলে; সেই অর্থে ইভ কর্তৃক টিজ করাই ইভটিজিং। নারী করলেও তাই হবেনা কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File