'লাখো কণ্ঠে'র অনুষ্ঠানে খাবার প্যাকেটে ইবনে সিনার স্যালাইন-ওষুধ!!!
লিখেছেন লিখেছেন নামহীন আমি অনামিকা ২৬ মার্চ, ২০১৪, ০৪:১৫:৩২ বিকাল
হেডিংটা অনলাইন একটি পত্রিকা থেকে ধার করা নেয়া...।
হায়রে সাংবাদিকতা। আমি কোথাও বলতে শুনেছি বর্তমানে যার নাই কাজ সেই এখন নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতে চায়। এটা বলার অর্থ খাবার স্যালাইনের প্যাকেট এর ছবি দিয়ে খবর !
ধরা যাক আমার খাবার স্যালাইন খাওয়া দরকার আর তখন দোকানে যেটা থাকবে/চুক্তি যার সঙ্গে থাকবে সে যা সরবরাহ দিবে সেটাই তো কিনতে হবে, হয়তো ঐ দোকানে অন্য কোম্পানীর স্যালাইন ছিলো না। তাই বলে স্যালাইন খাবো না! আমরা মাঝে মাঝেই বলতে দেখি আমাদের বেশির ভাগই লোককেই ভারতের প্রতি বিদ্দেশ মনোভাব , আর পন্য বর্জনের হুমকি.., পাকিস্থানের পন্য দেখি দেশের সবকয়টি সুপার সোপে, প্যাকেট করা বিশেষ ধরনের চাউল, যদি এমনই হয় তাহলে এগুলো আমদানির অনুমতি কেনো দেয়া আছে! অনেকেই আমেরিকার পন্য বর্জন করুন বলেও সেদেশের ডিভি লটারী পাওয়ার জন্য পাগল প্রায় (যদিও এখন বন্ধ আছে)। অথচ যারা ঐসব বলেন তাদের বাসাতে গিয়ে ঠিকই সেদেশগুলোর পন্য হয়তো দেখতে পাওয়া যাবে। যেমন আমি দেখেছি দেশের সকল বর্ডারেই প্রতিদিন প্রচুর পরিমান মশুরডাল, পেঁয়াজ আসে ভারত থেকে সেগুলো কি তারা খায় না!
এমন মানসিকতা কি ভালো মনের পরিচয়!
আমি নিজেও একজন ব্যাংকার। দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকের অবদান অনেক। আমরা বিভিন্ন টেনিং এ পরিসংখ্যান পাই যে, দেশের সকল ব্যাংকের মাধ্যমে যে পরিমান ফরেন রেমিটেন্স নিয়ে আসে একাই ইসলামী ব্যাংক তার চেয়ে বেশি নিয়ে আসে!
মনে একটু দুঃখ নিয়ে বলছি , ইসলামী ব্যাংক হিন্দুদের চাকরী দেয় না, কিন্তু সেখানে হিন্দুদের রয়েছে হিউজ ডিপোজিট, বেশির ভাগ হিন্দু ব্যবসায়ীদের রয়েছে বড় বড় একাউন্ট। কেনো, তারাতো বলতে পারে যে আমরা ইসলামী ব্যাংকে কেনো একাউন্ট খুলবো না, তাদের চাকরী দেয়া হয় না। কিস্তু সেটা সম্ভব নয় কারন বর্তমান মুক্ত অর্থনীতিতে অনেক কিছুই মেনে নিতে হয়।
গ্রাম বাংলায় একটা প্রচলিত কথা বলতে শোনা যায়, থালা (যেখানে ভাত খাওয়া হয়) এর সঙ্গে রাগ করে মাটিতে ভাত খাওয়া! এতে ক্ষতিটা কার!
ইসলামী ব্যাংক যদি ইসলামী দলগুলোর জন্য ডনেশন দেয় সেটা রোধ না করে এমন কিছু সিদ্ধান্ত ঠিক থালা আর ভাতের সঙ্গেই তুলনা চলে।
(এই লেখাটা একজন হিন্দু ব্যাংকারের, ভাললাগায় কপিপেস্ট)
কেউ মনে আঘাত পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে হিন্দুদের চাকুরি দেয়না কথাটি এখন বোধ হয় ঠিক নয়। আগে দেয়া হতোনা তা ঠিক। বর্তমানে বোধহয় এই পলিসি পরিবর্তন করা হয়েছে।
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
তবে হিন্দুদের চাকুরি দেয়না কথাটি এখন বোধ হয় ঠিক নয়। আগে দেয়া হতোনা তা ঠিক। বর্তমানে বোধহয় এই পলিসি পরিবর্তন করা হয়েছে
সহমত।
মন্তব্য করতে লগইন করুন