বাকস্বাধীনতা বনাম মানহানী মামলা!!

লিখেছেন লিখেছেন নামহীন আমি অনামিকা ১৮ মার্চ, ২০১৪, ১১:১০:৪৩ সকাল



বাক মানে কথা বা বক্তব্য। আর স্বাধীনতা মানে কী? স্বাধীনতা=স্ব+অধীনতা মানে, নিজেই নিজেকে আইন-কানুন নিয়ম-নীতির অধীনে নিয়ন্ত্রিত রাখা, স্বেচ্ছাচারিতা না করা।



তাহলে বাকস্বাধীনতার নামে আমাকে কেউ গাল দিতে পারে কি? পারেনা। বাকস্বাধীনতার নামে আমার ধর্মকে বা নবীকে কি কেউ অপমান করতে পারে কি? আদৌ পারেনা।



এই স্বাধীনতার নামে কি সংবিধান আমার নবীকে অপমান করার অধিকার দেয়? দেয়না--



আর ফৌজদারী আইনে কাউকে অপমান করার জন্য রয়েছে-মানহানী মামলার সুযোগ। সে সুযোগ আমাদের সংবিধান এবং আইনই দিয়েছে।



তাই অপমান বা মানহানির প্রমাণ হলে আদালত জেল-জরিমানা করতে পারে। কাগজে-কলমে মানহানি ঘটালে আইনের ভাষায় তাকে বলে লাইবেল মানহানি।



এটা হলো ব্যক্তিগত মানহানির কথা; কিন্তু আদালতকে অপমান করলেও মানহানি হয়ে থাকে। একে অবশ্য বলা হয়--''আদালত অবমাননা''। সম্প্রতি কয়েকটি পত্রিকার সম্পাদক আদালত অবমাননা করায় তাদের আদালত জরিমানাসহ বিভিন্ন শাস্তি দিয়েছে।



সুতরাং যারা ব্লগের স্বাধীনতার অপব্যবহার করে তাদের বিরুদ্ধে এই আইন কাজে লাগালেও গালবাজদের শায়েস্তা করা যায়। আসুন গালাগালকে ''না;; বলি।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193934
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:৩৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : স্বাধীনতা এখন ভাদু মাইস্সা বৃষ্টি। আদালত, আইন, স্বাধনীনতা, মান সম্মান...এই শব্দগুলো এখন প্রচুর অপব্যবহার চলছে। তারপরও আসুন গালাগালিকে না বলি.......
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:৫৮
144532
নামহীন আমি অনামিকা লিখেছেন : আসুন জনমত গড়ে তুলি- একদিন আসবে যেদিন ধূমপায়ীদের মতোই দশা হবে গালবাজদের, গোপনে গাল দিতে হবে তখন।
193936
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:৩৭
অনেক পথ বাকি লিখেছেন : খুব ভালো লাগলো.....। ধন্যবাদ ।
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:৫৯
144534
নামহীন আমি অনামিকা লিখেছেন : অনেক ধন্যবাদ |
193949
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:৫৭
নাহিদ নোমান লিখেছেন : ভালো লাগলো
১৮ মার্চ ২০১৪ দুপুর ১২:০৫
144535
নামহীন আমি অনামিকা লিখেছেন : পিলাচ || অনেক ধন্যবাদ ||
193993
১৮ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৭
প্রবাসী মজুমদার লিখেছেন : মানুষ তার ভেতরে কোন ইজম বা বদ্ধমুল ধারণাকে মাথায় রেখে কোন কিছু করতে গেলেই অন্যর অধিকার হরণ কিংবা বাক স্বাধীনতার বিচারে ব্যাঘাত ঘটে। আজ তাই হচ্ছে। ধন্যবাদ।
১৮ মার্চ ২০১৪ দুপুর ০২:১৪
144615
শাহ আলম বাদশা লিখেছেন : দার্শনিক ভাই--আপনার মন্তব্য আমারো পছন্দ হয়েছে--
194062
১৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৭
হতভাগা লিখেছেন : http://www.somewhereinblog.net/blog/secmora/29933595

এটাকেই বলে বাক স্বাধীনতা
১৯ মার্চ ২০১৪ সকাল ১১:৪৯
145133
নামহীন আমি অনামিকা লিখেছেন : এটাকেই বলে বাক স্বাধীনতা -সহমত
194103
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৮
জুলকারনাইন সাবাহ লিখেছেন : ভালো লাগলো
১৯ মার্চ ২০১৪ সকাল ১১:৫০
145134
নামহীন আমি অনামিকা লিখেছেন : ধন্যবাদ
194145
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:২২
বাংলার দামাল সন্তান লিখেছেন : মুসলমানদের কোন স্বাধীনতা থাকতে নেই।
১৯ মার্চ ২০১৪ সকাল ১১:৫০
145135
নামহীন আমি অনামিকা লিখেছেন : হুম---
195461
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৪১
দ্য স্লেভ লিখেছেন : আসুন গালাগালকে ''না;; বলি।
২০ মার্চ ২০১৪ রাত ১০:৫৫
145726
নামহীন আমি অনামিকা লিখেছেন : সহমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File