বাকস্বাধীনতা বনাম মানহানী মামলা!!
লিখেছেন লিখেছেন নামহীন আমি অনামিকা ১৮ মার্চ, ২০১৪, ১১:১০:৪৩ সকাল
বাক মানে কথা বা বক্তব্য। আর স্বাধীনতা মানে কী? স্বাধীনতা=স্ব+অধীনতা মানে, নিজেই নিজেকে আইন-কানুন নিয়ম-নীতির অধীনে নিয়ন্ত্রিত রাখা, স্বেচ্ছাচারিতা না করা।
তাহলে বাকস্বাধীনতার নামে আমাকে কেউ গাল দিতে পারে কি? পারেনা। বাকস্বাধীনতার নামে আমার ধর্মকে বা নবীকে কি কেউ অপমান করতে পারে কি? আদৌ পারেনা।
এই স্বাধীনতার নামে কি সংবিধান আমার নবীকে অপমান করার অধিকার দেয়? দেয়না--
আর ফৌজদারী আইনে কাউকে অপমান করার জন্য রয়েছে-মানহানী মামলার সুযোগ। সে সুযোগ আমাদের সংবিধান এবং আইনই দিয়েছে।
তাই অপমান বা মানহানির প্রমাণ হলে আদালত জেল-জরিমানা করতে পারে। কাগজে-কলমে মানহানি ঘটালে আইনের ভাষায় তাকে বলে লাইবেল মানহানি।
এটা হলো ব্যক্তিগত মানহানির কথা; কিন্তু আদালতকে অপমান করলেও মানহানি হয়ে থাকে। একে অবশ্য বলা হয়--''আদালত অবমাননা''। সম্প্রতি কয়েকটি পত্রিকার সম্পাদক আদালত অবমাননা করায় তাদের আদালত জরিমানাসহ বিভিন্ন শাস্তি দিয়েছে।
সুতরাং যারা ব্লগের স্বাধীনতার অপব্যবহার করে তাদের বিরুদ্ধে এই আইন কাজে লাগালেও গালবাজদের শায়েস্তা করা যায়। আসুন গালাগালকে ''না;; বলি।
বিষয়: বিবিধ
১১৮২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাকেই বলে বাক স্বাধীনতা
মন্তব্য করতে লগইন করুন