হ্রদয় আমার বিদীর্ণ হচ্ছিল ..........।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৮ মার্চ, ২০১৪, ১১:২২:২৩ সকাল



করুণ চাহনিতে ও মনের পাঠ পড়ে নেওয়া যায় তা দেখে হ্রদয় বিদীর্ণ হচ্ছিল আমার। গতকাল কাশিম্পুর কারাগারে গিয়েছিলাম। গিয়েছিলাম এক ভাইয়ের জামিন হয়েছে তাকে আনতে। কিন্তু রি এরেস্ট করে নিয়ে যায় হায়েনারা। ভাইটিকে যেদিন ধরে নিয়ে যায় সেদিন আশে পাশে কোথাও ককটেল ফেটেছিল। বেচারা একটা দাওয়াত খেয়ে মাত্র তার নিজস্ব হোটেলে বসল। আর তাকে ধরে নেওয়ার পর সে হয়ে গেল বিস্ফোরক মামলার এঝারভুক্ত ১ নং আসামী । তিন মাস পর গতকাল জামিনে বের হওয়ার কি আকুতি দেখেছি তার পরিবারের। কিন্তু সবিই ঘুড়েবালী .......... ধরে নিয়ে আর ও দুটি নতুন বিস্ফোরক মামলার আসামী করে দিল তাকে ......... কি অপরাধ তার?? এই কোন দেশে বসবাস মোদের?

নাকি সীমাহীন অন্যায় অবিচার মেনে ও এখন ও সুস্থ আছি এটাই বা কম পাওয়া কীসের???

আর হ্যা যা বলছিলাম করুণ চাহুনিতে কথোপকথন....... তা হল সময় পেয়ে দুইজন ভাইয়ের সাথে দেখা করতে সাক্ষাৎ কক্ষে অপেক্ষা করছিলাম। দেখছিলাম কি সুদর্শন এক মুরব্বী..... টল ফিগার অমায়িক চেহারা ........ দেশের প্রতি ভালবাসার ঋণ সুদ করছেন?? চেয়ে আছেন অবিরত নিসপলক নেত্রে । কি মমতা সেই চোখে, কি ব্যদনা সেই বুকে ......... আমি দূরে দাঁড়িয়ে ও অনুভবে ভুতা হয়ে যাচ্ছিলাম। তিনি গারদের ফাক গলে তার স্নেহের পুত্র ধনের দিকে চেয়ে আছেন নির্বাক !! পুত্র মাথা ঠুকছেন লৌহ গারদে........... আহ ..

কবে সভ্য হব?? কবে সুবিচার প্রতিষ্ঠিত হবে আমার সোনার বাংলায়?? কবে প্রাণ খুলে বলতে পারব আমি তোমায় ভালবাসি.................

বিষয়: বিবিধ

১৮৭২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193930
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:২৭
রাইয়ান লিখেছেন : দেশপ্রেমিক ওই মুরুব্বির কাছে আমার সশ্রদ্ধ সালাম পৌঁছে দেবেন ভাইয়া।
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:৫৫
144528
সত্য নির্বাক কেন লিখেছেন : সে কোন সেলে থাকে ? তার নাম কি? তার পিতার নামই বা কি ? তাতো জানি না । কোন দিন হয়ত কাকতালীয় ভাবে মুরব্বী বা তার ছেলের সাথে দেখা হলে মনে পড়লে পৌছাব ইনশেয়াল্লাহ।
193935
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:৩৬
অনেক পথ বাকি লিখেছেন : দেশপ্রেমিক ওই মুরুব্বিকে ধন্যবাদ । ভালো লাগলো ।
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:৫৭
144530
সত্য নির্বাক কেন লিখেছেন : ভাই ওই মুরব্বী কে কেন ধন্যবাদ দিলেন জানা হল না? কিন্তু তার চাহনি যে জাতির জন্য স্ফস্ট অভিশাপ ছিল তা কিন্তু বুঝেছি। আল্লাহ্‌ আমাদের রক্ষা কর এত মজলুমের আহাজারী থেকে।
193953
১৮ মার্চ ২০১৪ দুপুর ১২:০০
আমি মুসাফির লিখেছেন : কবে সভ্য হব?? কবে সুবিচার প্রতিষ্ঠিত হবে আমার সোনার বাংলায়?? কবে প্রাণ খুলে বলতে পারব আমি তোমায় ভালবাসি.......
সেদিন সভ্য হবো যেদিন আওয়ামী অসভ্যদের ক্ষমতা থেকে সরানো যাবে। এটাই এখন বাস্তবতা।
১৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৩
144556
সত্য নির্বাক কেন লিখেছেন : হয়ত তাই। তবে অসভ্য গুলো কি দিনে দিনে চ্যাঞ্জ হয়ে যাবে ?? নাকি অন্য রূপে ভিন্ন আঙ্গিকে নতুন মোড়কে আবির্ভূত হবে?? এর জন্য আমার আপনার করনীয় কি কিছু আছে?? একটু চিন্তা করবেন প্লীজ।
193958
১৮ মার্চ ২০১৪ দুপুর ১২:১৩
নামহীন আমি অনামিকা লিখেছেন : শুধু কাঁদলে হবেনা, মামলার বদলে দিতে হবে মামলা সেই শয়তান পুলিশদের বিরুদ্ধে। কারণ তাদের চাকরি খুবই ঠুনকো যদি কঠিন মামলায় ফেলতে পারেন তো কুপোকাত। আইনের একটা সাইট দিলাম--Click this link
১৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৫
144557
সত্য নির্বাক কেন লিখেছেন : ধন্যবাদ ..। আবার নদী নালায় পুকুর ঘাটলায় পড়ে থাকবু নাতো??
১৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৫
144558
সত্য নির্বাক কেন লিখেছেন : ধন্যবাদ ..। আবার নদী নালায় পুকুর ঘাটলায় পড়ে থাকবু নাতো??
193967
১৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৩২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আসলেই কবে সভ্য হব আমরা? কবে জাগবে আমাদের বিবেক? এই প্রশ্নগুলো শুধু অনুরণিত হয় দিকে দিকে কিন্তু তার উত্তর আসে না এখনো....
আর আপনার লেখায় এতো বানান ভুল, আমাকে বিস্মিত করছে...একটু খেয়াল করলেই ধরা পড়বে
১৮ মার্চ ২০১৪ দুপুর ০১:০০
144559
সত্য নির্বাক কেন লিখেছেন : ধন্যবাদ ভূলের বিষয়টি আমি ও লক্ষ্য করেছি । উত্তর গুলো অনুরণিত হোক সকল মহৎ প্রানের অন্তরে। কাজে নেমে পড়ুক তারা বাংলার প্রান্তরে। জাজাকাল্লাহ।।
১৮ মার্চ ২০১৪ দুপুর ০১:০০
144560
সত্য নির্বাক কেন লিখেছেন : ধন্যবাদ ভূলের বিষয়টি আমি ও লক্ষ্য করেছি । উত্তর গুলো অনুরণিত হোক সকল মহৎ প্রানের অন্তরে। কাজে নেমে পড়ুক তারা বাংলার প্রান্তরে। জাজাকাল্লাহ।।
194065
১৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
জাগো মানুস জাগো লিখেছেন : আমরা সীমাহীন অন্যায় অবিচার মেনে ও এখন ও সুস্থ আছি এটাই বা কম পাওয়া কীসের???
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৩
144704
সত্য নির্বাক কেন লিখেছেন : তাই না?? কারো কোন বিকার নাই.... নির্বিকার।
194143
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:২০
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঠিক বলেছেন ভাই, ধন্যবাদ।
১৯ মার্চ ২০১৪ সকাল ০৯:২০
145023
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ মন্তব্য দিয়ে উৎসাহ প্রদানের জন্য।
194455
১৯ মার্চ ২০১৪ রাত ০২:৪৮
ভিশু লিখেছেন : এই জালিমশাহী অন্যায়-নির্যাতনের শেষ সীমাও অতিক্রম করতে বসেছে! ইন্না বাৎশা রব্বিকা লাশাদীদ!
১৯ মার্চ ২০১৪ সকাল ০৯:১৯
145022
সত্য নির্বাক কেন লিখেছেন : ইন্না বাৎশা রব্বিকা লাশাদীদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File