শুধু একটি ছবি! অত:পর কিছু কথা......
লিখেছেন লিখেছেন ফেলানীর ছোট ভাই ১৮ মার্চ, ২০১৪, ০৭:৩৯:৩৫ সন্ধ্যা
আমরা যারা দেশকে ”মা” বলি তাঁরা একটু গভীর মনযোগ দিয়ে চিন্তা করে দেখেনতো ছবিতে লেখা উচুঁ করে ফোটে উঠা দ্বি স্তর বিশিষ্ট Bangladesh নামক শব্দটিকে আপনার মুখ দিয়ে “মা” বলে সম্মোদন করতে পারবেন কিনা? “মা” নামক মহান পবিত্র শব্দটির মূল্য কি আমাদের কাছে এতই কম? মতিউরের প্রথম আলো আজ কই গেল? যারা বদলে যাও বদলে দাও এর স্লোগানে আরে দেশটা “মা” এর মত না! বলে বিজ্ঞাপনে দেশ প্রেমের ফেনা উরায়? এই দ্বি স্তর বিশিষ্ট বাংলাদেশের নোংরা র্যাম্প দেখার জন্যই কি এ জাতির শ্রেষ্ট সন্তানেরা ৪২ বছরর আগে রনাঙ্গনে অস্ত্র ধরেছিলেন? এই র্যাম্পটি না করলে কি বিশ্বকাপ আয়োজন অপূর্ন থেকে যেত? কে দিবে সেই জবাব? উত্তর চাওয়াটাইতো এক ধরনের বিরাট অপরাধ।
রনাঙ্গনের সেই বীরেদের কাছে গিয়ে পা ধরে বলতে ইচ্ছে করছে........
মুক্তিযোদ্ধারা… কোথায় আছো লুকিয়ে? কেন এত অভিমান?, মুক্তিসেনারা… তোমাদের চোখে নোনা জল বড় বেশি বেমানান! ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে তোমাদের সন্মান।
বি:দ্র: বিশ্বাস করেন আমি এখানে একটি শব্দও কোন ধরনের রাজনৈতিক দৃষ্টিকোন থেকে উচ্চারন করিনি।
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
‘এখানে রমণীগুলো নদীর মত
নদীও নারীর মত কথা কয়’
কিন্তু এখন হয়ত আমাদেরকে গাইতে হবে-
‘এখানে রমণীগুলো ললিপপের মত
ললিপপ কিন্তু নারীর মত স্বাদের নয়....
মন্তব্য করতে লগইন করুন