আমরা এনজয় করতে জানি তবে এনজয়ের শিকড়ে যেতে জানি না
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৮ মার্চ, ২০১৪, ০৭:৪০:১৪ সন্ধ্যা
বাংলাদেশের ক্রিকেট খেলা আমরা কেন দেখি ?অবস্যই দেশপ্রেমের তাগিদে! কিন্তু আমরা কেন শুধুই দেখে যাব কিছু না বুঝে ?আমরা কেন অবেহেলিত থেকে যাব ?আমরা কেন বিদেশের সরজন্ত্রের শিকার হয়ে নিরবে আঙ্গুল চুষব ?আমরা কেন বিদেশের দাদাগিরি নিরবে মেনে নেব ?
আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ২০১৪ বিশ্বকাপ বাংলাদেশে হচ্ছে অতছ , বাংলাদেশকেই বাছাই পর্বে খেলে চূড়ান্ত পর্বে যেতে হচ্ছে। পূর্বের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে প্রথম ১০ টিমকে চূড়ান্ত পর্বে সরাসরি খেলতে দেওয়া হয়েছিল কিন্তু ২০১৪ তে কেন ৮ টিম কে দেওয়া হলো ? আইসিসি কেন এরকম কাজ করতে গেল ?আমরা কেন এত বছর ক্রিকেট খেলে চূড়ান্ত পর্বে খেলার জন্য বাছাই পর্বে অংশ নিতে হলো ?
আসলেই আমরা এনজয় করতে জানি তবে এনজয়ের শিকড়ে যেতে জানি না। এনজয় পরিপূর্ণতা লাভ করে যখন এনজয়ের মূলে যাওয়া যায়।
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খাঁটি কথারে ভাই অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন