ফিরে যেতে চাই বারে বারে

লিখেছেন লিখেছেন বাজলবী ২৭ জানুয়ারি, ২০১৫, ০১:৩২:৪৯ রাত

অামার দেশের মাটির ঘন্ধে

ফিরে যেতে চাই বারে বারে।

ফুলের সুবাসে মৌমাছির গুন্জনে

ফিরে যেতে চাই বারে বারে।

নদীর কলতানে পাখি কূজনে

ফিরে যেতে চাই বারে বারে।

শ্যামলে ঘেরা গহিন গিরিতে

ফিরে যেতে চাই বারে বারে।

সবুজ ঘাসের বিলে ঝিলেতে

ফিরে যেতে চাই বারে বারে।

জলে ডুবা শাপলা শালুক কুড়াতে

ফিরে যেতে চাই বারে বারে।।

সবুজ ঘাসের বিলে ঝিলেতে

ফিরে যেতে চাই বারে বারে।

জলে ডুবা শাপলা শালুক কুড়াতে

ফিরে যেতে চাই বারে বারে।

বিষয়: বিবিধ

১০২৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301923
২৭ জানুয়ারি ২০১৫ রাত ০৪:১৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। অনেক ধন্যবাদ । ভালো লাগলো ।
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:১০
244674
বাজলবী লিখেছেন : ওয়া অালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অাপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।জাযাকাল্লাহ খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File