ফিরে যেতে চাই বারে বারে
লিখেছেন লিখেছেন বাজলবী ২৭ জানুয়ারি, ২০১৫, ০১:৩২:৪৯ রাত
অামার দেশের মাটির ঘন্ধে
ফিরে যেতে চাই বারে বারে।
ফুলের সুবাসে মৌমাছির গুন্জনে
ফিরে যেতে চাই বারে বারে।
নদীর কলতানে পাখি কূজনে
ফিরে যেতে চাই বারে বারে।
শ্যামলে ঘেরা গহিন গিরিতে
ফিরে যেতে চাই বারে বারে।
সবুজ ঘাসের বিলে ঝিলেতে
ফিরে যেতে চাই বারে বারে।
জলে ডুবা শাপলা শালুক কুড়াতে
ফিরে যেতে চাই বারে বারে।।
সবুজ ঘাসের বিলে ঝিলেতে
ফিরে যেতে চাই বারে বারে।
জলে ডুবা শাপলা শালুক কুড়াতে
ফিরে যেতে চাই বারে বারে।
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন