অাখেরাতে পাবে ছুটি
লিখেছেন লিখেছেন বাজলবী ২৬ জানুয়ারি, ২০১৫, ০৬:৪৪:২৫ সন্ধ্যা
দ্বীনের পথে কাজ করে
কত মজা পাইরে,
অাল্লাহর ভয় থাকিলে
মু'মিন হওয়া যায়রে।
মু'মিন বল মু'মিন বল
বল মুসলমান,
দ্বীনের তরে কাজ করিলে
দিতে হবে জান, মাল।
অাল্লাহ রাসূল দিয়ে গেলেন
কোরঅান হাদীস দুটি,
তদানুযায়ি অামল করলে
অাখেরাতে পাবে ছুটি।
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাললাহ ভাইয়া ।
জাজাকাললাহ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন