দাও প্রভু দাও
লিখেছেন লিখেছেন বাজলবী ১৯ জানুয়ারি, ২০১৫, ০১:৫১:৫৯ রাত
দাও প্রভু দাও
ঈমান অামার
মজবুত করে দাও।
বাতিলের হুংকারে
কাঁপেনা হূদয়,
তোমারি সাহায্যেই
পরাজয়ে নেই সংশয়।
যতটুকু সাধ্য কুলায়
দ্বীন কায়েমের প্রস্ততিতে,
মাল, জান কোরবান দিতে
নিয়োজিত থাকবোে তোমার পথে।
বিষয়: বিবিধ
৮৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বাগতম অামার ব্লগ রুমে অাপনার পদচারণা।অাপনার ভাল লাগার অনুভুতি অামারো ভাল লাগলো।জাযাকাল্লাহ খাইর।
প্রাণ প্রিয় অাফরা অাপুনি। ভাইয়ার লেখাতে ভাল লাগার ছৌঁয়া দিয়ে গেলেন। অাল্লাহ অাপনাকে দু,জাহানে কামিয়াবী দান করুন।অামিন।
মন্তব্য করতে লগইন করুন