এসো অসহায় মানুষের পাশে
লিখেছেন লিখেছেন বাজলবী ২৯ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৭:৪২ রাত
এসো অসহায় মানুষের পাশে
যারা কনকনে শীতে ঘুমিয়ে অাছে
ছেড়া কাপড়ে হাটু দুটো বুকে নিয়ে।
ওরাও তো মানুষ
সাহায্যের হাত বাড়িয়ে দিলে
মোদের হবেনা কোন দোষ।
রাসূলের বাণীতে লিখা অাছে
যে জন দয়া করেনা মানুষকে
অাল্লাহও করেনা দয়া তাদেরকে।
অাল্লাহর ভালবাসা পেতে হলে
মানুষকে ভালবেসে যেতে হবে।
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো আপনার আহ্বান
মন্তব্য করতে লগইন করুন