অাল্লাহর গজবে জালেমের মসনদ ধ্বংসের অপেক্ষায়

লিখেছেন লিখেছেন বাজলবী ০৬ নভেম্বর, ২০১৪, ০৪:২২:২২ রাত

রাষ্ট্রীয় সন্ত্রাসের নিষ্ঠুর, নির্মম অাঘাতে ইসলামী অান্দোলনের নেতাদেরকে নিশ্চিহ্ন করে ইসলাম ও ইসলামী অান্দোলনকে কখনো ধ্বংস করা যাবে না। ইতিহাস সাক্ষী যুগযুগ ধরে অশোভ শক্তিরা ইসলামী অান্দোলন, ইসলামী মূল্যবোধের সাথে গাদ্দারী করে রেহায় পাইনি।ফেরাউন,নমরুদ ,অাবু জাহেল, অাবু লাহাব প্রমুখরা।বর্তমানেও এদের অনুসারীরা ইসলামী ঐতিহ্য ইসলাম শিক্ষাকে সমূলে ধ্বংস করার জন্য ইসলামী অান্দোলনের উজ্জল নক্ষত্রদেরকে একেরপর এক মিথ্যা রায় দিয়ে নেতৃত্ব শূণ্য করার যে পায়তারা চালাচ্ছে তাতে মানবিক সীমা অতিক্রম হয়ে গেছে।তাই সেদিন বেশি দূরে নয় অাল্লাহর গজবে জালেমের মসনদ ধ্বংসের অপেক্ষায় মজলুমদের ফরিয়াদ।

বিষয়: বিবিধ

১২৫৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281640
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৪:৩৫
কাহাফ লিখেছেন :
ব্যর্থ্ ও অক্ষমতার বেড়াজালে বন্ধ আমাদের এই আর্জি...... ধ্বংশ করে দাও হে খোদা জালিমের মসনদ!!!
০৬ নভেম্বর ২০১৪ সকাল ০৫:১১
225183
বাজলবী লিখেছেন : গর্জে উঠুক অারেক বার বদরের হাতিয়ার।
কাহাফ ভাইয়া অাপনার অনুভূতি অাল্লাহ তাঅালা কবুল করুন অামিন।
জাযাকাল্লাহ খাইর।
281678
০৬ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৭
হতভাগা লিখেছেন : যারা ৭১ এ বিনা কারণে মুসলমান ভাইদের হত্যা করেছে , করতে সাহায্য করেছে - তাদেরকে তো এর মূল্য দিতেই হবে ।

যুদ্ধের পর কেউ তেমন কিছু ধড়পাকড় না করায় মনে করেছিল যে পার পেয়ে গেছি । ধর্ম কর্মে যোগ দিয়ে ভাল মানুষ সেজে তারা নতুন প্রজন্মের কিছু ডিরেইলড পোলাপানের কাছে ভাল মানুষ হয়ে গেছে !

একবারের জন্যও তারা তাদের কৃতকাজের জন্য এদেশের মানুষের কাছে ক্ষমা চায় নি , বরং দাম্ভিকতা দেখিয়েছে ।

মনে করেছিল - ওয়াজ করে , ভাল ভাল ছবক দিয়ে , মাথায় সেজদার কাল ফেলে সহী হয়ে উঠবে ?

পাপ বাপকেও ছাড়ে না । দুনিয়াতে এদের বিচার হয়েছে ।

আখেরাতেও হবে , কারণ তারা অন্যায় করে ক্ষমা চায় নি মজলুমের কাছে ।

আল্লাহ বান্দার হক ক্ষমা করবেন না, যদি বান্দা না ক্ষমা করে।
281680
০৬ নভেম্বর ২০১৪ সকাল ০৯:২৫
ইসলামী দুনিয়া লিখেছেন : রাজনৈতি প্রতিহিংসার কারনে মৃতুদন্ড। এটাতো অনেক দেশেই হচ্ছে। ক্ষমতাসীনরা সবসময় বিরোদীদের উপর মামলা ধামলা দিয়ে দুর্বল করতে চায়। এখানেও তাই মনে হচ্ছে। তবে মৃতুদন্ডপ্রাপ্তদের সাথে ইসলামের কতটুকু সর্ম্পক? তাই দেখতে হবে।
১৫ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৫
227801
বাজলবী লিখেছেন : কতটুকু সম্পর্ক অাছে যাচাই করে দেখুন।
281745
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩১
আফরা লিখেছেন : অাল্লাহর গজবে জালেমের মসনদ ধ্বংসের অপেক্ষায় । ইনশা আল্লাহ ! সেদিন খুব দুরে নয়। ,অন্যায়, অবিচার , জুলুম ,নির্যাতন করে কেউ রেহাই পায়নি ,পাবেও না ।
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৩
225365
বাজলবী লিখেছেন : ইনশা অাল্লাহ অাপনার অনুভুতি অাল্লাহ তাঅালা কবুল করুন।অামিন।
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৩
225366
বাজলবী লিখেছেন : ইনশা অাল্লাহ অাপনার অনুভুতি অাল্লাহ তাঅালা কবুল করুন।অামিন।
285624
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৪
ফখরুল লিখেছেন : তাগুতি শক্তির রণ হুংকার দেখে,
মন তুমি কর নাক ভয়।
আল্লাহর বিধান আর নবীর দেখানো পথে
আছে কাংখিত বিজয়।
১৯ নভেম্বর ২০১৪ রাত ০২:১০
229075
বাজলবী লিখেছেন : ইন শা অাল্লাহ বিজয় হবেই। জাযাকাল্লাহ খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File