লুটাই চরণ
লিখেছেন লিখেছেন বাজলবী ১২ অক্টোবর, ২০১৪, ০৫:৫৪:৫৫ সকাল
অাশার প্রদীপ প্রজ্বলিত হবে
চেয়ে থাকি প্রতিক্ষণ,
কেটে যায় বহু দিন রাত
হতাশা ভরা অপক্ষরণ।
প্রশ্নের সম্মুখীন জবাবে
প্রতিনিয়ত একিকথন,
তবুও ধৈর্য্য মনোবলে
করুণাময়ের দূয়ারে লুটাই চরণ।
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ধৈর্যের বিশালতায়-
অর্থকরী সঠিক প্রচেষ্টায়-
প্রজ্জ্বলিত আশার প্রদিপ,
করুণাময়ের অপার কৃপায়-
একদিন সাফল্যের মুখ দেখবেই।
মন্তব্য করতে লগইন করুন