জামায়াত শিবিরের তান্ডব
লিখেছেন লিখেছেন বাজলবী ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৫০:০৮ সন্ধ্যা
জামায়াত শিবিরের তান্ডবে অাজ যুব সমাজ ইসলামী মূল্যবোধে বন্ধি। জঙ্গি জিহাদী বই তথা- কোরঅান, হাদীস, ইসলামী সাহিত্য পাঠে অনৈতিক চরিত্র বিকলত্ব।
যার ফলে খুন, ঘুম, চাঁদাবাজি, টেন্ডারবাজী চুরি,ডাকাতি ,মদ গান্জ সেবন ও নারী ধর্ষনের মত কর্মকান্ড থেকে যুবসমাজকে বিরত রেখে চেতনাকে তরান্বিত করছে।
তাই এহেন পরিস্হিতি মোকাবেলায় দায়ি ইলাল্লাহর কমতি হলে অাল্লাহর কাঠগড়ায় দাড়াতে হবে।
বিষয়: বিবিধ
১৯৬০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়তো মনে আছে, বছর চারেক আগে ৬/৭টা ছেলেকে মেস থেকে পাকড়াও করা হয়েছিলো জিহাদী সংগঠনের সাথে সম্পৃত্ততার দায়ে, তাদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন জিহাদী বই মিডিয়াকে দেখানো হয়েছিলো যার মধ্যে ছিলো বঙ্গানুবাদে কুরআন, তাজকিরাতুল আম্বিয়া ও উপরোক্ত তাবিজের বই। জঙ্গি জীহাদি বই বলতেই মনে পড়ে গেলো। দেখলাম কারো মনে আছে কি না।
অল্প কথায় সুন্দরভাবে অনেক গভীর কিছু কথা ব্যক্ত করলেন। যারা বোঝার স্বল্পতেই অনুধাবনে সক্ষম হবে, আর যারা বুঝতেই চাবে না, তাঁদের জন্য হাজার পৃষ্ঠাও কাজে দিবে না।
অনেক শুভেচ্ছা আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
আপনাকেও আল্লাহপাক সবসময় ভালো রাখুন।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন