রহমতের ছায়ার অাশ্রয়ই হবে প্রশান্তির নীড়
লিখেছেন লিখেছেন বাজলবী ২৫ জুন, ২০১৪, ০৮:১৪:৩৪ রাত
বাংলার জমিনে হায়েনাদের পদচারণায় বিষাক্ত অাজ।রক্তে রন্জিত হয়ে ভাসছে দেশ ।মানুষের নিরাপদে বসবাসের ব্যবস্হা কেড়ে নিল পিচাশের দলেরা। অাশ্রয়ের কোথাও জায়গা নেই। অাছে শুধু সেই পালন কর্তার নিকট, যার রহমতের ছায়ার অাশ্রয়ই হবে প্রশান্তির নীড়।
বিষয়: বিবিধ
৯৭৯ বার পঠিত, ৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
"তোমরা যদি আহত হয়ে থাক, তবে তারাও তো তেমনি আহত হয়েছে। আর এ দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এভাবে আল্লাহ জানতে চান কারা ঈমানদার আর তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসাবে গ্রহণ করতে চান। আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না।" (আল-কুরআন-৩, আয়াত-১৪০)
সহমত
মন্তব্য করতে লগইন করুন